(Source: ECI/ABP News/ABP Majha)
Kangana Ranaut: 'আমাকে অনুসরণ করা হচ্ছে, নজর রাখা হচ্ছে', সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট কঙ্গনার
Kangana Ranaut Post: কঙ্গনা রানাউত তাঁর নতুন পরিচালনা নিয়ে আসছেন। তৈরি হচ্ছে 'ইমার্জেন্সি'। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনেত্রী স্বয়ং। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর চরিত্রে দেখা যাবে তাঁকে।
নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় (Social Media) তাঁর পোস্ট প্রায়ই তাঁকে বিতর্কের (controversy) মুখে দাঁড় করিয়ে দেয়। তিনি বলিউডের তারকা অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এবার ইনস্টাগ্রামে (instagram) তাঁর ইঙ্গিতপূর্ণ স্টোরি ফের শিরোনামে (Headlines) নিয়ে এল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তিনি দাবি করেছেন যে তাঁর পিছু (being followed) করা হচ্ছে। তাঁর ওপর গোপনে নজরও (being spied on) রাখা হচ্ছে বলে দাবি অভিনেত্রীর।
সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট কঙ্গনার
এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লম্বা পোস্ট দেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি বলেন, পাপারাৎজিরা সমস্ত জায়গায় তাঁর পিছু নিচ্ছেন এবং তাঁর সমস্ত শিডিউল জেনে যাচ্ছেন। কিন্তু অভিনেত্রী নিজে বা তাঁর জনসংযোগ আধিকারিক কেউই পাপারাৎজিদের কোনও খোঁজ দেন না বলে দাবি তাঁর। তিনি লেখেন, 'আমি যেখানেই যাই সেখানেই আমাকে অনুসরণ করা হচ্ছে এবং গোয়েন্দাগিরি করা হচ্ছে। শুধু রাস্তাতেই নয়, আমার বিল্ডিংয়ের পার্কিং এবং বাড়ির বারান্দায় তাঁরা আমার ছবি তোলার জন্য জুম লেন্স লাগিয়েছে। সবাই জানে পাপারাৎজিরা শুধুমাত্র তারকাদের সঙ্গে দেখা করে যদি তাঁদের টিপ দেওয়া হয়। আমার টিম বা আমি তাঁদের টাকা দিচ্ছি না, তাহলে তাদের কে অর্থ প্রদান করছে?'
সম্প্রতি কঙ্গনা তাঁর পোস্টের মাধ্যমে হবু দম্পতি কিয়ারা ও সিদ্ধার্থকে প্রশংসায় ভরিয়েছেন। তিনি সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণীর একটি ছবি পোস্ট করে লেখেন, 'এই জুটিটা কী সুন্দর... মুভি ইন্ডাস্ট্রিতে প্রকৃত ভালবাসা খুব বিরল... ওঁদের একসঙ্গে ঐশ্বরিক দেখাচ্ছে।'
এছাড়া সম্প্রতি বক্স অফিসে ঝড় তোলা ছবি 'পাঠান' প্রসঙ্গেও মন্তব্য করেন কঙ্গনা। ট্যুইটারে এক প্রযোজক 'পাঠান'-এর সাফল্যের শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে পাঠানের এই বিশাল সাফল্যের শুভেচ্ছা। এর দ্বারাই প্রমাণিত হয়, হিন্দু ও মুসলমানরা সমানভাবে শাহরুখ খানকে ভালবাসেন। বয়কট ট্রেন্ড একটা ছবির সাফল্যে প্রভাব ফেলতে পারে না। ভারত ধর্মনিরপেক্ষ।' সেই ট্যুইট রিট্যুইট করে কঙ্গনা লেখেন, 'ভীষণ ভালভাবে বর্ণনা করা হয়েছে। এই দেশ খানেদের ভালবাসে এবং শুধুমাত্র খানেদেরই ভালবাসে। শুধু তাই নয়, মুসলিম অভিনেত্রীদের নিয়েও এই দেশ পাগল। আর তাই ভারতকে ফ্যাসিস্ট দেশ বললে খুব ভুল হবে। গোটা পৃথিবীতে ভারতের মতো আর কোনও দেশ নেই।'
আরও পড়ুন: Sidharth Kiara: শিরোনামে সিদ্ধার্থ ও কিয়ারা, তাঁদের মোট সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে
অন্যদিকে, কাজের ক্ষেত্রে, কঙ্গনা রানাউত তাঁর নতুন পরিচালনা নিয়ে আসছেন। তৈরি হচ্ছে 'ইমার্জেন্সি'। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনেত্রী স্বয়ং। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর চরিত্রে দেখা যাবে তাঁকে। ১৯৭৫ সালে ভারতে জারি হওয়া ২১ মাস ব্যাপী 'জরুরি অবস্থা'র প্রেক্ষাপটে এই ছবি তৈরি হয়েছে। ছবিতে অনুপম খের, মিলিন্দ সোমন, শ্রেয়স তলপড়ে, মহিমা চৌধুরী, সতীশ কৌশিককেও দেখা যাবে। গত বছর ছবির শ্যুটিং শুরু হয়। চলতি বছরেই বড়পর্দায় এই ছবি মুক্তি পাওয়ার কথা।