মুম্বই: যাঁরা সিনেমা দেখতে পছন্দ করেন তাঁদের কাছে অত্যন্ত পছন্দের ছবি 'কহো না... পেয়ার হ্যায়' (Kaho Naa... Pyaar Hai)। এই ব্যাপারে কোনও সন্দেহ নেই। এই ছবির হাত ধরেই বলিউড (Bollywood) পেয়েছিল এক নতুন জুটিকে, নতুন এক জোড়া মুখকে। আজ রাকেশ রোশন (Rakesh Roshan) পরিচালিত এই ছবি ২৩ পূরণ। এই বিশেষ দিনে নস্ট্যালজিক হয়ে পড়লেন ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা অভিষেক শর্মা (Abhishek Sharma)। কে বলুন তো তিনি? মনে পড়ছে?


২৩ বছর পর কেমন হয়েছে অভিষেক শর্মাকে দেখতে?


হৃত্বিক রোশন ও অমিশা পটেল অভিনীত 'কহো না... পেয়ার হ্যায়' মুক্তি পায় ২০০০ সালের ১৪ জানুয়ারি। ২৩ বছর পূর্ণ করল এই ছবি। আর এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় খানিক নস্ট্যালজিক হয়ে পড়লেন অভিষেক শর্মা। ছবিতে যিনি হৃত্বিক রোশনের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন শিশু শিল্পী হিসেবে।


ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, 'এটা বেশ একটা লম্বা সফর এবং আমি আশীর্বাদধন্য এমন একটা ঐতিহাসিক ছবির অংশ হতে পেরে যেখান থেকে আমি প্রচুর শিখতে পেরেছি যা আমি দীর্ঘ সময় ধরে এবং এখনও নিজের সঙ্গে রেখে চলেছি...'। পোস্টে তিনি সিনেমার একটি ছবির সঙ্গে তাঁর এখনের একটি ছবি কোলাজ করে পোস্ট করেন। ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য তিনি রাকেশ রোশন ও হৃত্বিক রোশনকে ধন্যবাদও জানান। তিনি লেখেন, 'ধন্যবাদ রাকেশ আঙ্কল আমাকে এই দুর্দান্ত সুযোগ দেওয়ার জন্য ও আমাকে আমার প্যাশন সম্পর্কে শিক্ষিত করার জন্য... ধন্যবাদ হৃত্বিক দাদা আমাকে প্রত্যেকদিন আরও ভাল হয়ে ওঠার অনুপ্রেরণা দেওয়ার জন্য... এই সফরের জন্য আমি একটা সুন্দর শৈশব পেয়েছি।'


 






আরও পড়ুন: 'Kuttey' Box Office Collection: প্রথম দিনে কেমন ব্যবসা করল ডার্ক থ্রিলার 'কুত্তে'?


২০০০ সালে এই ছবির হাত ধরে বলিউড দুই নতুন ট্যালেন্টকে পায়। সেই সময়ে ব্লকবাস্টার হিট হয় এই ছবি। 'কহো না... পেয়ার হ্যায়' ছবির গল্প মূলত সোনিয়া ও রোহিতের প্রেমকাহিনি নিয়ে তৈরি। রোহিত ও সোনিয়া একে অপরের প্রেমে পড়ে এবং এরপর রোহিত খুব রহস্যজনকভাবে খুন হয়ে যায়। সেই শোক থেকে রেহাই পেতে নিউজিল্যান্ডে পাড়ি দেয় সোনিয়া। কিন্তু সেখানে গিয়ে তাঁর দেখা হয় রাজের সঙ্গে, যাকে রোহিতের মতো দেখতে। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন হৃত্বিক। এছাড়াও ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অনুপম খের, ফরিদা জালাল, সতিশ শাহকে। এই ছবি ২৩ বছর পরও দর্শকের মনে এখনও সতেজ।