কলকাতা: 'প্রত্যেকটা নারী পৌলমী হতে চায়.. আমিও হতে চাই'... নতুন ছবি বৌদি ক্যান্টিন (Boudi Canteen) নিয়ে সোশ্যাল মিডিয়ায় অকপট অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) । পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) পরিচালিত ও অভিনীত ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন শুভশ্রী । 


ছবির গল্প কিছুটা আঁচ পাওয়া যায় ট্রেলার থেকেই । বাড়ির চাপে পড়াশোনা শেষ করার পর শিক্ষিকার জীবন শুরু করেন শুভশ্রী । তারপর বিয়ে, চাকরি, সংসার । কথাকথিত সাজানো জীবন হলেও শুভশ্রীর জীবনের স্বপ্ন ছিল অন্য । রান্না করা । রান্নাঘরই তাঁর স্বপ্ন । কিন্তু বাড়ির চাপে সরকারি স্কুলের সেই শিক্ষিকা হঠাৎ চাকরি ছেড়ে ব্যবসা করবে ! তাও রান্নার ! কেন মানবে সমাজ ? ঠিক এই প্রেক্ষাপটেই তৈরি হয়েছে বৌদি ক্যান্টিনের গল্প । 


আরও পড়ুন: Brahmastra Weekend Collection: ব্রহ্মাস্ত্রেই লক্ষ্মীলাভ! গোটা বিশ্বে ২০০ কোটিরও বেশি আয়


শুভশ্রী বলছেন, 'আমরা সবাই পৌলমী হতে চাই । অনেকেই সমাজের চাপে বেশিরভাগ মধ্যবিত্ত মানুষ নিজেদের স্বপ্নগুলোকে হারিয়ে ফেলেন । কিন্তু পৌলমী এমন একটা মেয়ে যে স্বপ্ন দেখা ছাড়েনি । জীবনের বহু প্রতিবন্ধকতার মধ্যেও পৌলমী তার নিজের জীবনটাকে খুঁজে নিতে পেরেছে । আমার বিশ্বাস পর্দায় পৌলমীকে দেখে অনেক মানুষ তাঁদের জীবনের স্বপ্নগুলোকে আবার নতুন করে দেখার চেষ্টা করবেন । নিজের ওপরে বিশ্বাস ফিরে পাবেন ।'


চলতি মাসের ৩০ তারিখ মুক্তি পাবে এই ছবি । এই ছবিরে রয়েছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও অনুসূয়া মজুমদার (Anushua Majumdar) ।