নয়াদিল্লি: শিল্পা শেট্টি (Shilpa Shetty) গত বছর বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন। তাঁর স্বামী এবং ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে (Raj Kindra) গ্রেফতার করা হয়। মনে করিয়ে দেওয়া যাক, পর্নোগ্রাফিক ভিডিও তৈরি এবং বিভিন্ন সাইটে তা প্রকাশ করার অভিযোগে রাজকে গ্রেফতার করা হয়েছিল। অভিনেত্রী কঠিন সময়ে সবাইকে তাঁর গোপনীয়তাকে সম্মান করতে বলেছিলেন। ঘটনার ছয় মাসেরও বেশি সময় পরে, রাজ কুন্দ্রা এখন তাঁর স্ত্রী শিল্পাকে ৩৮.৫ কোটি টাকার সম্পত্তি হস্তান্তর করলেন।
৩৮.৫ কোটি টাকার সম্পত্তির মালকিন শিল্পা
সূত্রের খবর, রেজিট্রেশন নথি অনুযায়ী ব্যবসায়ী রাজ কুন্দ্রা ৩৮.৫ কোটি টাকার সম্পত্তি তাঁর স্ত্রী, অভিনেত্রী শিল্পা শেট্টিকে হস্তান্তর করেছেন। জুহুতে 'ওশান ভিউ' নামে এক বহুতলে বেসমেন্ট সহ পাঁচটি ফ্ল্যাট স্ত্রীর নামে করেছেন রাজ। সেই ফ্ল্যাটগুলির মিলিত মূল্যই ৩৮.৫ কোটি টাকা।
১.৯২ কোটি টাকার স্ট্যাম্প শুল্ক পরিশোধ করা হয়েছে
ওই নথি অনুযায়ী, শিল্পা শেট্টিকে দেওয়া সম্পত্তির পরিমাণ ৫ হাজার ৯৯৫ বর্গফুট। রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি তাঁদের বর্তমান ঠিকানা হিসেবে এই নির্দিষ্ট বাড়িটিই দেখিয়েছেন। এছাড়া রেজিস্ট্রেশনের জন্য ১.৯২ কোটি টাকার স্ট্যাম্প শুল্কও দেওয়া হয়েছে বলে খবর সূত্রের। জানা যাচ্ছে, রেজিস্ট্রেশন হয়েছে ২৪ জানুয়ারি ২০২২।
আরও পড়ুন: Kareena Kapoor Khan Update: সুজয় ঘোষের আগামী ক্রাইম থ্রিলারের জন্য তৈরি হচ্ছেন করিনা কপূর খান
কাজের ক্ষেত্রে, শিল্পার শেষ ছবি ছিল 'হাঙ্গামা ২', যেখানে পরেশ রাওয়াল, রাজপাল যাদব এবং অন্যান্য অভিনেতারা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। শিল্পাকে গীতা কপূর এবং পরিচালক অনুরাগ বসুর সঙ্গে 'সুপার ডান্সার'-এ সহ বিচারক হিসেবে দেখা গেছে। এখন শিল্পা শেট্টি, কিরণ খের এবং র্যাপার বাদশা 'ইন্ডিয়াস গট ট্যালেন্ট'-এ বিচারকের আসনে রয়েছেন। পরবর্তীতে, তাঁকে অভিমন্যু দাসানি, শার্লি সেটিয়া এবং সুনীল গ্রোভারের সঙ্গে 'নিকম্মা' ছবিতে দেখা যাবে।