নয়াদিল্লি: ভারতীয় ফ্যাশন ইনফ্লুয়েন্সার (Indian Fashion Influencer) ন্যান্সি ত্যাগী (Nancy Tyagi) ডেবিউ করলেন 'কান চলচ্চিত্র উৎসব ২০২৪'-এ (Cannes Film Festival 2024)। রেড কার্পেটে হাঁটলেন নিজের হাতে সেলাই করা সুন্দর গোলাপী গাউন পরে। 'ব্রুট ইন্ডিয়া'র পোস্ট করা ভিডিওয় দেখা গেল খুব সাবলীলভাবে সাক্ষাৎকারও দিচ্ছেন তিনি হিন্দিতে। যা দেখে প্রশংসার বন্যা। 


কানে ডেবিউ করলেন ন্যান্সি, হাঁটলেন নিজের তৈরি পোশাক পরে


ঝাঁ চকচকে ইভেন্ট, বিনোদন দুনিয়ার তারকাদের উজ্জ্বল উপস্থিতি, তাঁদের পরনে তারকা ডিজাইনারদের পোশাকে। কিন্তু এই সকলের মাঝেও বিশেষ নজর কাড়লেন ভারতীয় ফ্যাশন ইনফ্লুয়েন্সার ন্যান্সি ত্যাগী। সুন্দর গোলাপী গাউনে হাঁটলেন রেড কার্পেটে। ঠিক যেন পরী। গোটা পোশাকটা তাঁর ডিজাইন করা, তৈরিও করেছেন নিজেই। 


গোলাপী রাফলড গাউনটির ওজন প্রায় ২০ কেজি এবং ১০০০ মিটার লম্বার কাপড় দিয়ে তৈরি। পোশাকটি তৈরি করতে তাঁর প্রায় ১ মাস সময় লেগেছে বলেও জানান ন্যান্সি। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার পর থেকে প্রশংসায় ভরেছেন তিনি। 'ব্রুট ইন্ডিয়া'র পোস্ট করা যে ভিডিওয় ন্যান্সিকে রেড কার্পেটে দেখা গেছে তা ২৪ ঘণ্টার কম সময়ে ২৪ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। এমনকী তাঁর ভিডিও শেয়ার করেছেন সোনম কপূর থেকে উরফি জাভেদ, অনেকেই। 'ব্রুট ইন্ডিয়া'র পোস্ট করা ভিডিওয় দেখা যাচ্ছে ন্যান্সিকে জিজ্ঞেস করা সব প্রশ্নের সে হিন্দিতে জবাব দিচ্ছে। ইংরেজিতে প্রশ্ন আসছে যা হিন্দিতে শুনে, অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে হিন্দিতেই তাঁকে উত্তর দিতে শুনে আপ্লুত দেশবাসী।


 






এই ন্যান্সি ত্যাগী কে?


ন্যান্সির সফর শুরু হয় বাঘপাত জেলার বারানওয়া গ্রাম থেকে এবং এখন যা ফ্রেঞ্চ রিভেরায় পৌঁছেছে। তবে এই সফর খুব সহজ ছিল না। এটি দৃঢ়তা, সংকল্প এবং কঠোর পরিশ্রমের গল্প। করোনা অতিমারীর আগেই নিজের গ্রাম ছেড়ে দিল্লি পাড়ি দেন ন্যান্সি, ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য।


 






আরও পড়ুন: 'Chandu Champion': মুরলীকান্ত পেটকরের চরিত্রে কার্তিক আরিয়ান, প্রকাশ্যে এল 'চন্দু চ্যাম্পিয়ন' ছবির ট্রেলার


করোনা মহামারীর সময়ে আর্থিক সঙ্কটে ভুগতে শুরু করেন তিনি, অনিশ্চিত হয় ভবিষ্যৎ। প্রাথমিকভাবে মাকে খানিক ভাল রাখার চেষ্টা ছিল তাঁর। কারখানায় মায়ের হাড়ভাঙা খাটুনি কমাতে নিজের ফান্ড থেকে তিনি একটি ক্যামেরা, লাইট ও ফোন কিনে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন। নিজের তৈরি জামা পরে ভিডিও পোস্ট দিয়ে শুরু করলেও তা প্রথমে বিশেষ নজর কাড়েনি। এরপর তিনি এক বিশেষ সংস্থার জামা পরে ভিডিও পোস্ট শুরু করলে তা নজর কাড়ে কিন্তু নেতিবাচকভাবে। এরপর তিনি ১০০ দিনব্যাপী 'আউটফিটস ফ্রম স্ক্র্যাচ' সিরিজ শুরু করেন। যা ধীরে ধীরে ইতিবাচক প্রতিক্রিয়া পেতে শুরু করে। এখন তিনি কানের রেড কার্পেটে। নজর কাড়ছেন একাধিক তারকার। নেটিজেনরাও তাঁর প্রশংসায় পঞ্চমুখ। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।