Rupankar Bagchi: পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার চৈতালি, পাল্টা জবাব দিলেন রূপঙ্কর-পত্নী
Rupankar Bagchi Wife: সদ্যই সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছিলেন চৈতালি। রূপঙ্করের সঙ্গে সমুদ্রের ধারে একটি ক্যাফেতে লাঞ্চ করতে গিয়েছিলেন তিনি।

কলকাতা: গানের অনুষ্ঠান করতে বিদেশে গিয়েছেন সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। আর তাঁর সঙ্গেই বিদেশে গিয়েছেন তাঁর স্ত্রী চৈতালি বাগচী ও। সোশ্যাল মিডিয়ায় হামেশাই সেখান থেকে বিভিন্ন ছবি শেয়ার করে নিচ্ছেন চৈতালি। কখনও একেবারে বাঙালি খাবার, কখনও আবার বিদেশি খাবারে মজেছেন চৈতালি রূপঙ্কর। পাশাপাশি তো অনুষ্ঠান রয়েছেই। তবে সোশ্যাল মিডিয়ায় ইউএস থেকে যে যে ছবি শেয়ার করে নিয়েছেন চৈতালি, তার মধ্যে একটি ছবি নিয়েই তিনি ট্রোলিংয়ের শিকার হয়েছেন। তাঁর পোশাক নিয়ে চূড়ান্ত কটাক্ষ করেছেন নেটিজেনরা। আর সেই কটাক্ষ শুনেও চুপ থাকেননি চৈতালি। তিনি নিজের মতো করেই উত্তর দিয়েছেন সোশ্যাল মিডিয়াতেই।
সদ্যই সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছিলেন চৈতালি। রূপঙ্করের সঙ্গে সমুদ্রের ধারে একটি ক্যাফেতে লাঞ্চ করতে গিয়েছিলেন চৈতালি। সেখান থেকে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন চৈতালি। তার মধ্যেই একটি ছবিতে পোশাক নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন চৈতালি। অনেকেই চৈতালিকে বলেছেন, তিনি এই ধরনের খোলামেলা পোশাক পরে কেন ছবি দিয়েছেন? অনেকে আবার বলেছেন, পোশাক পরার আগে চৈতালি কি আয়না দেখেননি?' অনেকে আবার প্রশ্ন তুলেছেন, বিদেশে গেলে কী খোলামেলা পোশাক পরা বাধ্যতামূলক? আর এই সমস্ত কটাক্ষের জবাব সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেই দিয়েছেন চৈতালি।
সোশ্যাল মিডিয়ায় আজ চৈতালি নিজের একটি ছবি শেয়ার করে নিয়েছেন, 'আমি জানি আমি মোটা, কালো মধ্যবয়সী মহিলা। কিন্তু তা নিয়ে আমার বিন্দুমাত্র মানসিক জটিলতা নেই। আমি জানি আমি স্মার্ট, মিশুকে মোটামুটি শিক্ষিত। আমি বন্ধু পাতাতে তার মনটা বোঝার চেষ্টা করি। মিললে তবে চলে, নচেৎ নয়। তাই আমি খুব খুশী। আমার বন্ধু ভাই বোন দাদা বৌদি মাসী আমাকে জানে ও চেনে। তাই ওইপার থেকে তুমি বা তোমরা কে কি বললে, ভারি বয়েই গেল। আমার যা খুশী তাই পড়ব, যেভাবে ইচ্ছে চলব। তোদের কি রে। কবুতর যা যা যা'
অর্থাৎ, যাবতীয় কটাক্ষকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন চৈতালি। তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, কে কি বলল, তা নিয়ে তিনি বিন্দুমাত্র ভাবিত নন। তিনি নিজের পছন্দমতো পোশাক পরবেন। তাতে তাঁর রুচি নিয়ে কে কী বললেন বা ভাবলেন, তা নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন চৈতালি।























