Darshana Banik: ভবিষ্যতে কপালে কী আছে জানি না, তবে আমার আর সৌরভের মধ্যে বন্ধুত্বটা যেন থাকে: দর্শনা
Darshana Banik on Sourav Das: বিয়ের পরে সংসার আর অভিনয় দুইই সামলাচ্ছেন দর্শনা। বিয়ের পর জীবন কী আদৌ বদলে গিয়েছে তাঁর?

কলকাতা: মানুষ থ্রিলার দেখতে ভালবাসেন, সেই কারণেই এই ছবিকে বেছেছিলেন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বড়পর্দায় স্নেহলতার চরিত্রে দেখা যাবে তাঁকে। এই ছবিতে তাঁর আরও একটা স্বপ্নপূরণ হয়েছে। সেটা হল ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) -র সঙ্গে কাজ। সামনেই মুক্তি পাচ্ছে নতুন ছবি 'পরিচয় গুপ্ত' (Porichoy Gupta)। ছবি মুক্তির আগে এবিপি লাইভের সঙ্গে সিনেমা ও জীবন নিয়ে কথা বললেন অভিনেত্রী দর্শনা।
'পরিচয় গুপ্ত' ছবিতে দর্শনা ছাড়াও রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত ও ঋত্বিক চক্রবর্তী। তাঁদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? দর্শনা বলছেন, 'আমার বাকেট লিস্টে অনেকদিন থেকেই ছিল ঋত্বিকদার সঙ্গে কাজ করাটা। সেটা টিক হয়ে গিয়েছে। আর ইন্দ্রনীলদা, ঋত্বিকদা এমন সব অভিনেতা, যাঁদের দেখলে অনেক কিছু শেখা যায়। আমিও শিখেছি।' কেন এই ছবিকে অভিনয় করার জন্য বেছেছিলেন দর্শনা? অভিনেত্রী বলছেন, 'মানুষ এখন থ্রিলারের দিকে ঝুঁকছেন। এই ছবিতে থ্রিলারের পাশাপাশি সম্পর্কের ওঠাপড়ার গল্পও দেখানো হয়েছে। আমি সবসময় চাই আমার একটা চরিত্র অন্যটার থেকে আলাদা হবে। সেই কারণেই এই ছবিটাকে বাছা। এটা একটি পিরিয়ড ড্রামা, সেই কারণে এই ছবিতে অভিনয় করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল।'
বিয়ের পরে সংসার আর অভিনয় দুইই সামলাচ্ছেন দর্শনা। বিয়ের পর জীবন কী আদৌ বদলে গিয়েছে তাঁর? দর্শনা বলছেন, 'বদল তো অবশ্যই হয়েছে। তবে সেটা ভালর দিকে। বয়স বাড়ছে। এখন সংসারের দায়িত্ব নিতে শিখেছি। অনেক বেশি পরিণত হয়েছি। আমার আর সৌরভের মধ্যে ভীষণ ভাল একটা বন্ধুত্ব রয়েছে। সৌরভের সঙ্গে আমি দীর্ঘদিন প্রেম করিনি। তবে যতটুকু সময় প্রেম করেছি, দেখেছি ও খুব দায়িত্বশীল। এখন ও আরও স্থিতধী হয়েছে। দুজন মিলে বেশ ভালই চলে যাচ্ছে।' বর্তমানে টলিউডে এত ভাঙনের খবর শোনা যাচ্ছে। এর মধ্যে দর্শনা আর সৌরভের সম্পর্কের রসদটা ঠিক কী? দর্শনা বলছেন, 'আমাদের মধ্যে ভীষণ ভাল একটা বন্ধুত্ব রয়েছে। জানি না অদূর ভবিষ্যতে কপালে কী লেখা আছে, তবে আমার আর সৌরভের মধ্যে এই বন্ধুত্বটা যেন চিরকাল থেকে যায়।'
সৌরভের সঙ্গে একসঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে? দর্শনা বলছেন, 'করলাম তো একটা কাজ। দেবালয় ভট্টাচার্য্যের 'গোর্কির মা'। তবে ওর সঙ্গে কাজ করলে আমার ভীষণ রাগ হয় ওর ওপর। শ্যুটিং ফ্লোরে ও কাউকে চেনে না। ভীষণ সিরিয়াস একজন অভিনেতা। কাজ নিয়ে পাগলামি। সবসময় পরিচালকের সঙ্গে কাজ নিয়ে আলোচনা করছে। শ্যুটিং ফ্লোর থেকে বেরোলেই আবার সাধারণ আগের মতো ইয়ার্কি করে, গল্প করে। তবে শ্যুটিং ফ্লোরে ওর এই অচেনা হয়ে যাওয়াটা আমার একদম ভাল লাগে না।'
আরও পড়ুন: Mimi Chakraborty: জন্মদিনে 'ডাইনি' মিমি চক্রবর্তী, নতুন ওয়েব সিরিজে থাকছে একগুচ্ছ চমক






















