গত ৩০ এপ্রিল স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে মৃত্যু হয় বলিউডের জনপ্রিয় অভিনেতা ঋষি কপূরের। সেইসময় দিল্লিতে ছিলেন ঋদ্ধিমা। করোনা পরিস্থিতিতে বিশেষ অনুমতি নিয়েও পাননি ফ্লাইটে আসার অনুমতি। তাই সড়কপথেই দিল্লি ছেকে মুম্বই পাড়ি দেন তিনি। কিন্তু রাস্তায় প্রচুর সময় লেগে যাওয়ার কারণে উপস্থিত থাকতে পারেন নি বাবার দাহকার্যের সময়। ভিডিও কলে তাঁকে শেষকৃত্য দেখতে সাহায্য করেছিলেন রণবীরের বান্ধবী আলিয়া।
করোনা আবহে কপূর পরিবারের একাবারে কাছের সদস্য নিয়ে আয়োজন হয়েছিল ঋষির অন্ত্যেষ্টির। তখনও এসে পৌঁছাতে পারেন নি ঋদ্ধিমা। সেইদিন সন্ধ্যায় মেয়েকে নিয়ে মুম্বই এসে পৌঁছেছিলেন ঋদ্ধিমা। শেষ দেখা হয়নি বাবাকে। শেয়ার করেছিলেন ঋষির পরলৌকিক ক্রিয়ার ছবি। এর আগে একাধিকবার বাবার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে আবেগপ্রবণ হয়েছেন তিনি। মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি, লিখেছেন 'পাশে আছি'।
লকডাউনে মুম্বইয়ের বাড়িতেই রয়েছেন তিনি। মা নীতু কপূর, ভাই রণবীর কপূর, মেয়ে সামারা ও পোষ্যের সঙ্গে এই ছবিটি সম্প্রতি শেয়ার করেছেন ঋদ্ধিমা। ক্যাপশানে দিয়েছেন হার্ট ইমোজি। ছবির ফ্রেমে ঋষি নেই, তাই অসম্পূর্ণ এই ছবিই ফের একবার আবেগপ্রবণ করেছে অনুরাগীদের। সেই সঙ্গে হাসিমুখে ছবি দিলেও, পরিবার এখনও কাটিয়ে উঠতে পারেনি ঋষির প্রয়াণ শোক।
নিজের ইনস্টাগ্রামের স্টেটাসে ঋষির এই পুরনো ছবিটিও শেয়ার করেছেন ঋদ্ধিমা। ঋষির সঙ্গে সেই ছবির ফ্রেমে রয়েছেন বহু কিংবদন্তি। ছবিটি শেয়ার করে ঋদ্ধিমা লেখেন, 'ক্লাসিক'।