কলকাতা: হাসপাতালে ভর্তি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly)-র দিদি, অভিনেত্রী দেবশ্রী গঙ্গোপাধ্যায় (Deboshree Ganguly)। গুরুতর একটি অস্ত্রোপচার হয়েছে তাঁর। হাসপাতাল থেকে নিজের হাতের চ্যানেল করা একটি ছবি শেয়ার করে নিয়েছেন দেবশ্রী। তবে সেখানেও তার মুখে আরজি করের মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণ করার প্রসঙ্গ। এতদিন পর্যন্ত কেবল ১৪ তারিখ রাতের রাত দখল ছাড়া, আর কোনও প্রতিবাদী মিছিলেই দেখা যায়নি তাঁকে। তার কারণ হিসেবে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবশ্রী জানালেন, তিনি মিছিলে হাঁটার অবস্থাতেই নেই। হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হচ্ছে তাঁকে। সূত্রের খবর, হারনিয়া অপরেশন হয়েছে দেবশ্রীর।
সোশ্যাল মিডিয়ায় দেবশ্রী একটি পোস্ট করে লিখেছেন, 'আরজি করের খুন ও ধর্ষণের ঘটনা আমায় ভীষণ নাড়া দিয়েছে। আমি এই নির্যাতিতা মেয়েটির ন্যায়বিচার চাই। কিন্তু আমি ১৫ অগাস্ট থেকে হাসপাতালে ভর্তি। কেবলমাত্র ১৪ তারিখ রাতের জমায়েতেরই অংশ হতে পেরেছিলাম আমি। আমি শারীরিকভাবে প্রতিবাদে অংশ নিতে পারছি না বটে, তবে আমার হৃদয় সর্বদাই ন্যায়বিচার চাইছে, ঘৃণা করছে সেই সমস্ত মানুষদের যারা এখনও দোষী হয়েছেও ছাড়া পেয়ে রয়েছে। পরিস্থিতি আমার ওপর বড্ড বেশিই প্রভাব ফেলেছে। আমি ভীষণ মনখারাপ নিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দাঁড়িয়ে রয়েছি মানসিকভাবে। আমি কেবল ন্যায়বিচার চাইছি ওই নির্যাতিতার জন্য। আমার চিরকালের সমর্থন রয়েছে।'
রবিবার, টলিউডের প্রায় সব অভিনেতা অভিনেত্রীই পা মিলিয়েছিলেন একটি জমায়েতে। এই মিছিলে ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, সৌরসেনী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও অন্যান্যরা। এদিন মিছিলের শেষে সরকারি নীতি নিয়ে ক্ষোভ উগরে দেন পরমব্রত। মিছিলের শেষে, জমায়েতের মধ্যে পরমব্রতকে বলতে শোনা গেল, 'রাজ্য সরকার নারী সুরক্ষায় নতুন কিছু নিয়ম প্রণয়ন করার চেষ্টা করেছেন। সেই পদক্ষেপকে স্বাগত। কিন্তু সেখানে আমার একটি প্রশ্ন রয়ে গিয়েছে। মেয়েদের নাইট ডিউটি না দেওয়ার একটি প্রশ্ন রয়ে গিয়েছে। আমরা যদি এই জায়গাতেই চলে যাই, তাহলে ১৪ তারিখ রাতে আমাদের রাত দখলের ডাক দিয়ে কী লাভ হল?' অন্যদিকে আবির চট্টোপাধ্যায় বলছেন, 'একটা দ্রুত ন্যায়বিচার হলে, একটা শাস্তি হলে সবার কাছেই সেই বার্তাটা পৌঁছবে।'
আরও পড়ুন: Rahul-Preeti: প্রথমবার একরত্তির ছবি প্রকাশ্যে আনলেন রাহুল-প্রীতি, কেমন দেখতে হল কন্যাসন্তানকে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।