কলকাতা: কলেজে পড়ার সময় 'স্বপ্নসন্ধানী'-র সঙ্গে যুক্ত ছিলেন। সেসময়ে মঞ্চস্থ হত 'টিকটিকি' আর সেটের দায়িত্ব ছিল তাঁর। সেই তখন থেকেই এই চিত্রনাট্যকে পর্দায় নিয়ে আসার স্বপ্ন। 'হইচই'-এর ১০০তম ওয়েব সিরিজে সেই সুযোগ এল। পছন্দের অভিনেতাদেরও পেলেন। অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharyya) ও কৌশিক গঙ্গোপাধ্যায়কে (Kaushik Ganguly) 'টিকটিকি'-তে পরিচালনা করার সুযোগ পেয়ে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের যেন মেন হল, 'তাঁর ইচ্ছা কানায় কানায় পূর্ণ হয়ে গেল।'


'স্বপ্নসন্ধানী' থেকে স্বপ্নের শুরু, 'টিকটিকি'-র জন্য কৌশিক ও অনির্বাণকেই কেন বেছেছিলেন ধ্রুব? পরিচালক বলছেন, 'এটা এক একজন পরিচালকের নিজস্ব ভাবনা। আমার মনে হয়েছিল সৌমেন্দ্র কৃষ্ণ দে ও মিলন বসাক, এই দুজন সম্পূর্ণ ভিন্ন মেরুর দুজন মানুষ। মনে হয়েছিল, আমি যদি এমন ২জন অভিনেতাকে পাই, যাঁরা তাঁদের শৈলীতে সম্পূর্ণ ভিন্ন, তাহলে চরিত্র দুটো জীবন্ত হয়ে উঠবে। আমার সেই পরিকল্পনা একেবারেই ভুল হয়নি। যাঁরা টিকটিকি দেখেছেন, বলেছেন এটা কেবল একটা ওয়েব সিরিজ নয়, একটা অভিনয়ের ওয়ার্কশপ হয়ে উঠেছে। আগামীদিনে যাঁরা অভিনয় করতে চাইবেন, তাঁদের অভিনয় শিখতে সাহায্য করবে 'টিকটিকি'। এখন মনে হয়, কাস্টিং নিয়ে আমার সিদ্ধান্ত খুব একটা ভুল ছিল না।'


আরও পড়ুন: কম দিনে শ্যুটিং কঠিন হলেও ব্যবসার জন্য মানিয়ে নিতে হবে, বলছেন অনির্বাণ


'গুপ্তধন' থেকে 'গোলন্দাজ', আট থেকে আশির জন্যই ছবি বানাতে বিশ্বাসী ধ্রুব। সেই জায়গা থেকে 'টিকটিকি' কতটা চ্যালেঞ্জিং কাজ? পরিচালক বলছেন, 'একেবারেই চ্যালেঞ্জিং নয়। আমার সঙ্গে যে দুজন মানুষ কাজ করেছেন, তাঁরা এতটাই মিষ্টি, আমুদে আর অসাধারণ শিল্পী যে কেবল ভালো স্মৃতিই রয়েছে তাঁদের সঙ্গে। খুব কম দিনে শ্যুটিং বলে আমি বিশ্রাম দিতে পারিনি অভিনেতাদের। তারপরেও তাঁরা নিজ গুণে মানিয়ে গুছিয়ে নিয়ে কেবল অভিনয়টাই করে গিয়েছেন। সবারই লক্ষ্য ছিল, কাজটা যাতে ভালো হয়। ওনারা তো নিজেরাও পরিচালক। তাই বুঝতেন যে আমাদের কী কী চাপের মধ্যে কাজ করতে হয়। সেই সহযোগীতাটা সবসময় পেয়েছি।'


'গুপ্তধনের সন্ধানে', 'গোলন্দাজ' ছোটদের কথা মাথায় রেখে তৈরি করা। 'টিকটিকি' ও কী তেমন? পরিচালক বলছেন, 'টিকটিকি একেবারেই ছোটদের ছবি নয়। তবে ওয়েব সিরিজের প্রাথমিক দর্শক এখনও ছোটরা তেমন নয়। প্রাপ্তবয়স্করাই ওয়েব সিরিজ দেখেন। আর আমি ওয়েব সিরিজ যতটা বড়দের বানাবো ভেবেছিলাম, অনির্বাণ আর কৌশিকদা মিলে সেটাকে আরও বড়দের বানিয়ে দিয়েছেন। কিন্তু সেটা এত বিনোদনমূলক হয়েছে যে আমরা সেটে ভীষণ হেসেছি, মজা করেছি।'


দেব, আবীর চট্টোপাধ্য়ায়, অনির্বাণ ভট্টাচার্য, কৌশিক গঙ্গোপাধ্যায়.. এরপর কোন অভিনেতার সঙ্গে কাজ করার ইচ্ছা আছে পরিচালকের? ধ্রুব বলছেন, 'আমার তো প্রায় কারও সঙ্গেই কাজ করা হয়নি। যীশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী.. এরা প্রত্যেকেই অনবদ্য অভিনেতা। সিনিয়র অভিনেতাদের মধ্যে পরাণ বন্দ্যোপাধ্যায়, অপর্ণা সেন, ধৃতিমান চট্টোপাধ্য়ায়... কতজনের সঙ্গে কাজ করা বাকি। বাংলায় এত অনবদ্য প্রতিভা আছে, সবাইকে নিয়ে কাজ করা বাকি। আশা করছি ভবিষ্যতে সুযোগ পাব।'