Dipika Kakar: ক্যানসারের কষ্টের পাশাপাশি অন্যান্য সমস্যায় জর্জরিত, নতুন করে অসুস্থ হয়ে পড়লেন দীপিকা কক্কর?
Dipika Kakar News: দীপিকা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ব্লগ পোস্ট করেন, শেয়ার করে নেন তাঁর শরীরের বিভিন্ন আপডেটের কথা

কলকাতা: ক্যানসারে আক্রান্ত হয়েও, লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী দীপিকা কক্কর (Dipika Kakar)। একদিকে যেমন ক্যানসারের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাঁকে, তেমনই শরীরে নানারকম পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিচ্ছে অভিনেত্রীর। 'মাস্টার শেফ' -এর হাত ধরে ফের ছোটপর্দায় ফিরেছিলেন দীপিকা, কিন্তু অসুস্থতার কারণে তাঁকে মাঝপথে শো ছাড়তে হয়। তারপর থেকেই তাঁর ক্যানসারের সঙ্গে লড়াই চলছে। দীপিকা কক্করের লিভার ক্যানসার স্টেজ ২ ধরা পড়েছিল চলতি বছরের মে মাসে। তারপরে অস্ত্রোপচার হয়েছে তাঁর। কিন্তু এখনও চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে তাঁকে।
দীপিকা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ব্লগ পোস্ট করেন, শেয়ার করে নেন তাঁর শরীরের বিভিন্ন আপডেটের কথা। আর সেখানেই সদ্য তিনি জানিয়েছেন, ক্যানসার সংক্রান্ত কষ্টের পাশাপাশি, তাঁর প্রবল চুল ওঠার মতো সমস্যা হচ্ছে, পাশাপাশি তাঁর মুখে ঘা-এর মতো সমস্যাও হচ্ছে। সদ্য কিছু টেস্ট করিয়েছিলেন দীপিকা। সেই রিপোর্ট নিয়ে দীপিকা জানিয়েছেন, হাইপার থাইরয়েডিজম তাঁর আগেই ছিল, কিন্তু বর্তমানে তাঁর থাইরয়েডের মাত্রা বেশি এসেছে। সেই কারণে তাঁকে সতর্ক থাকতে বলা হচ্ছে। পাশাপাশি, তাঁর মুখে ঘা হওয়া থেকে শুরু করে চুল ওঠা, পেট ফাঁপা, মুড সুইং ও মুখে ঘা হওয়ার মতো সমস্যাও হচ্ছে।
নিজের কথা বলতে গিয়ে দীপিকা কক্কর জানিয়েছেন, রিপোর্টে যদিও সব কিছুই স্বাভাবিক আছে, তবে থাইরয়েড অনেক বেড়ে গিয়েছে এবং এর কারণে ডাক্তার তাঁর ওষুধের ডোজও বাড়িয়ে দিয়েছেন। ৪ সপ্তাহ পর তাঁকে আবার তাঁর পরীক্ষা করাতে হবে। ব্লগে অভিনেত্রী তাঁর চুল পড়ার সমস্যা নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন- 'আমার ডাক্তার বলেছিলেন যে টার্গেট থেরাপির সময় খুব কম ক্ষেত্রে চুল পড়ে, তবে আমার এই সমস্যাটা বেশ হচ্ছে'। তাঁর ব্লগে তিনি জানিয়েছেন যে গত কয়েক মাস ধরে তিনি এই সমস্যায় ভুগছেন, তাঁর চুল আগে এত পাতলা ছিল না। এই সমস্যার মোকাবিলা করার জন্য দীপিকা কক্কর হেয়ার প্যাচও বানিয়েছেন, তাঁর ভিডিওতে সেকথাও উল্লেখ করেছেন।
নিজের স্বাস্থ্য নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী অনুরাগীদেরও বিশেষ পরামর্শও দিয়েছেন। অভিনেত্রী তাঁর ভিডিওতে বলেছেন- 'জীবনের কোনও ভরসা নেই, তাই আমাদের সবসময় সুখী এবং সুস্থ থাকতে হবে। ভাল-ভাল স্মৃতি তৈরি করুন, এটাই তো জীবন'। অনুরাগীরাও দীপিকার আরোগ্য কামনা করেছেন।























