নয়াদিল্লি: সম্প্রতি প্রকাশ্যে এসেছে 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস'-এর (Filmfare Awards) মনোনয়নের তালিকা। তাতে নাম রয়েছে বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) ছবি। কিন্তু সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানকেই প্রত্যাখ্যান করলেন বিবেক অগ্নিহোত্রী। তাঁর কথায়, এই অ্যাওয়ার্ড শো, 'অনৈতিক এবং সিনেমা বিরোধী' ('unethical and anti-cinema')। 


'ফিল্মফেয়ার' প্রত্যাখ্যান বিবেক অগ্নিহোত্রীর


আগামী 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস'-এর মনোনয়ন তালিকায় অন্তত ৭টি বিভাগে নাম রয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ব্লকবাস্টার হিট ছবি 'দ্য কাশ্মীর ফাইলস'-এর। তার মধ্যে রয়েছে সেরা পরিচালকের মনোনয়নও। কিন্তু এই অনুষ্ঠানের অংশ হতেই অস্বীকার করেছেন পরিচালক। তাঁর কথায়, 'নিপীড়নমূলক এবং দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা বা পুরস্কার যা লেখক, পরিচালক এবং অন্যান্য এইচওডি এবং একটি চলচ্চিত্রের ক্রুয়ের সদস্যদের সঙ্গে তারকাদের থেকে নিকৃষ্ট এবং/অথবা তাঁদের ভৃত্য হিসেবে আচরণ করে' এমন অনুষ্ঠানের অংশ হতে চান না। ফিল্মফেয়ারের মনোনয়নের তালিকা প্রকাশ করে পোস্ট করা ট্যুইটের প্রেক্ষিতে দীর্ঘ একটি পোস্ট লেখেন তিনি। সেখানে বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে যেমন কটাক্ষ করেছেন তিনি, তেমনই তাঁর দাবি একটি সমান্তরাল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে।


বিবেক অগ্নিহোত্রী বৃহস্পতিবার ট্যুইটারে লেখেন, 'মিডিয়ার থেকে খবর পেলাম যে দ্য কাশ্মীর ফাইলস ৬৮তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ৭টি বিভাগে মনোনয়ন পেয়েছে। কিন্তু আমি খুব ভদ্রভাবেই এই অনৈতিক ও সিনেমা-বিরোধী অনুষ্ঠানের অংশ হতে প্রত্যাখ্যান করছি। রইল কারণ: ফিল্মফেয়ারের মতে তারকা ছাড়া কারও মুখের দাম নেই। কারও কোনও মূল্য নেই। এই কারণেই, ফিল্মফেয়ারের ছদ্মবেশী এবং অনৈতিক জগতে, সঞ্জয় ভনশালী বা সূরজ বরজাতিয়ার মতো মাস্টার পরিচালকদের কোনও মুখ নেই। সঞ্জয় ভনশালীকে আলিয়া ভট্টের মতো দেখতে, সূরজ বরজাতিয়াকে মিস্টার বচ্চন ও আনিস বাজমিকে কার্তিক আরিয়ানের মতো। ফিল্মফেয়ার পুরস্কার থেকে একজন চলচ্চিত্র নির্মাতার মর্যাদা আসে এমন নয় তবে এই অপমানজনক ব্যবস্থার অবসান হওয়া উচিত।' তিনি আরও বলেন, 'তাই, বলিউডের একটি দুর্নীতিবাজ, অনৈতিক এবং ছদ্মবেশী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমার প্রতিবাদ এবং ভিন্নমতের কারণে, আমি এই ধরনের পুরস্কার গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।' তিনি একই পোস্টে যাঁরা জিতবেন এবং যাঁরা জিতবেন না সকলকে অগ্রিম শুভেচ্ছা জানান। তিনি লেখেন, 'আনন্দের বিষয় যে আমি একা নই। ধীরে ধীরে একটা সমান্তরাল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে উঠছে।' এর সঙ্গে তিনি কবি দুষ্মন্ত কুমারের কবিতা 'হম দেখেঙ্গে' থেকে পংক্তি উদ্ধৃত করেন। 


আরও পড়ুন: Priyanka Chopra: ফের মেট গালায় প্রিয়ঙ্কা, এবারের পোশাকে থাকছে বিশেষ কী চমক?


স্বঘোষিত ফিল্ম সমালোচক কমল আর খান তাঁর ট্যুইটের প্রতিক্রিয়ায় বলেন, 'ভাই সাহাব সঠিক সিদ্ধান্ত। সাহসী সিদ্ধান্ত। তোমাকে সেলাম।'