Ditipriya Roy: অস্ত্রোপচার সফল দিতিপ্রিয়ার, হাসপাতাল থেকেই অভিনেত্রী আর কোন খবর জানালেন?
Ditipriya Roy News: গতকালই দিতিপ্রিয়া পোস্ট করেছিলেন একটি ছোট অস্ত্রোপচার হবে তাঁর। সেই কারণে তিনি ফোন বা মেসেজের উত্তর দিতে পারবেন না

কলকাতা: ধারাবাহিকের শ্যুটিং চলছে জোরকদমে, কিন্তু তার মধ্যেই বারে বারে সমস্যায় পড়ছিলেন তিনি। অভিনেত্রীর নাকের হাড়ে সমস্যা হচ্ছিল, বারে বারে নাক দিয়ে রক্ত পড়ার মতো সমস্যা হচ্ছিল। সেই কারণেই একটা অস্ত্রোপচার জরুরি হয়ে পড়েছিল অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় নিজের অস্ত্রোপচারের খবর জানিয়েওছিলেন তিনি। আর হাজ, হাসপাতালের বিছানায় বসেই সুখবর দিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কী জানালেন তিনি?
গতকালই দিতিপ্রিয়া পোস্ট করেছিলেন একটি ছোট অস্ত্রোপচার হবে তাঁর। সেই কারণে তিনি ফোন বা মেসেজের উত্তর দিতে পারবেন না। প্রয়োজনে তাঁকে মেসেজ পাঠিয়ে রাখতে। দিতিপ্রিয়ার মা জানিয়েছিলেন, তাঁর দীর্ঘদিন থেকে নাকের হাড়ে একটি সমস্যা হচ্ছিল। অনেকদিন ধরেই অস্ত্রোপচার করার পরিকল্পনা ছিল, কিন্তু করানো হচ্ছিল না। মাঝে মধ্যেই নাক দিয়ে রক্ত পড়ত শ্যুটিংয়ের সময়। সেই কারণেই দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় দিতিপ্রিয়ার পরিবারের তরফ থেকে।
আর আজ, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন দিতিপ্রিয়া। প্রথমত তিনি জানিয়েছেন, তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। তবে আপাতত বিশ্রামে থাকতে হবে তাঁকে। কয়েকটা দিন পরে ফের তিনি ফিরতে পারবেন সেটে। তিনি তাঁর সমস্ত অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তাঁর জন্য প্রার্থনা করার জন্য। পাশাপাশি তিনি শেয়ার করে নিয়েছেন, তাঁর অভিনীত ধারাবাহিক, 'চিরদিনই তুমি যে আমার' বাংলার ব়্যাঙ্কিং-এ সেরা হয়েছে। অর্থাৎ প্রত্যেক বৃহস্পতিবার যে টিআরপির তালিকা আসে, সেখানে সবার উপরে জায়গা করে নিয়েছে জিতু কমল (Jeetu Kamal) ও দিতিপ্রিয়া রায় অভিনীত ধারাবাহিক, 'চিরদিনই তুমি যে আমার'। এসভিএফ, জি বাংলা ও ধারাবাহিকের সমস্ত অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীদের ধন্যবাদ জানিয়েছেন দিতিপ্রিয়া। পাশাপাশি মজার ছলে দিতিপ্রিয়া জানিয়েছেন, তাঁর খুব বেশি ফোন ব্যবহার করা বারণ। কেবলমাত্র পোস্ট করার জন্যই তিনি ফোনটি নিয়েছিলেন। পোস্টটি করার পরেই তিনি ফোন না রেখে দিলে, বকুনি খাবেন।
প্রসঙ্গত, এই ধারাবাহিক চলাকালীন, জিতু ও দিতিপ্রিয়ার মধ্যে কিছু মনোমালিন্য হয়েছিল। তবে প্রযোজনা সংস্থার হস্তক্ষেপে তাঁরা সেই সমস্যা মিটিয়ে নিয়েছেন। এখন পর্দায় আর্য আর অপর্ণার জুটি দর্শকদের অন্যতম প্রিয় জুটি।
View this post on Instagram























