মুম্বই: প্রকাশ্যে এলো 'ডক্টর জি' ছবির ট্রেলার। আয়ুষ্মান খুরানা, রকুলপ্রীত সিংহ, শেফালি শাহ অভিনীত এই ছবির ট্রেলার মুক্তি পেল আজ। এই ছবিতে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞর ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে।


'ডক্টর জি' ছবির ট্রেলার-


এদিন নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানার আগামী ছবি 'ডক্টর জি'-এর ট্রেলার। একজন অর্থোপেডিক চিকিৎসক, যিনি পরবর্তীকালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হয়ে যাবেন। তাঁর জীবনে কত ওঠাপড়া আসবে, তা নিয়েই তৈরি 'ডক্টর জি' ছবিটি। কমেডির মোড়কে নতুন বিষয়বস্তুকে তুলে ধরার চেষ্টা নির্মাতাদের। প্রসঙ্গত, আয়ুষ্মান খুরানা নানা সময়ই নিজের ছবির মাধ্যমে সমাজের নানা ট্যাবুকে তুলে ধরেন। 'ডক্টর জি'-ও তেমনই একটি বিষয়। নেট দুনিয়ায় এই ছবির ট্রেলার মুক্তি পেতেই তা প্রশংসিত হতে শুরু করে বিভিন্ন মহলে।


অন্যদিকে, সদ্যই বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ড্রিম গার্ল টু'-এর টিজার পোস্ট করেছেন। সেখানেই দেখা পাওয়া যাচ্ছে সিক্যুয়েলের নতুন নায়িকার। তিনি আর কেউ নন, এই মুহূর্তে বলিউডে চুটিয়ে কাজ করা অনন্যা পাণ্ডে (Ananya Panday)। আয়ুষ্মান খুরানার বিপরীতে এই ছবিতে দেখা যাবে তাঁকেই। এদিন অভিনেতা টিজার পোস্ট করে লিখেছেন, 'আপনাদের 'ড্রিম গার্ল' ফের আসছেয দেখা করুণ পূজার সঙ্গে ২৯ জুন ২০২৩ ইদের দিন। ড্রিম গার্ল মুক্তি পাবে আগামী বছর ২৯ জুন।'


কিছুদিন আগেই মুক্তি পায় আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) অভিনীত 'অনেক' (Anek) ছবির ট্রেলার। হিন্দি ভাষা নিয়ে বিতর্কে (National Language Row) উত্তাল দেশ ও তারকা মহল। তাতেই বিতর্কের আগুনে যেন ঘি পড়ল। ট্রেলারের শেষের দিকের একটি নির্দিষ্ট দৃশ্য ভাইরাল হয়েছে বিপুল পরিমাণে। সেই দৃশ্যে খুব সহজ অথচ খুব দৃঢ় কণ্ঠে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন অভিনেতা। কী সেই প্রশ্ন? অভিনেতাকে যা বলতে শোনা যায় তার বাংলা করলে দাঁড়ায়, 'উত্তর ভারতীয় নয়, দক্ষিণ ভারতীয় নয়, পূর্ব ভারতীয় নয়, পশ্চিম ভারতীয় নয়। কেবলমাত্র ভারতীয় কী করে হয় মানুষ?' আর আজকের ভারতে দাঁড়িয়ে এই প্রশ্ন নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এই প্রশ্ন খুবই প্রাসঙ্গিক বলে মনে করছে নেটমহল।  আর পর্দায় আয়ুষ্মান খুরানার এই প্রশ্ন অধিকাংশ নেটিজেনের মনেই নাড়া দিয়েছে। বিশেষত সাম্প্রতিক কালে ঘটে যাওয়া কিচ্চা সুদীপ ও অজয় দেবগণের ট্যুইটার-তর্কের পর। যেখানে কেবল কার ভাষা কী এবং কোন ভাষা রাষ্ট্রীয় ভাষা, এই নিয়ে তর্ক বেঁধেছিল দুই তারকার মধ্যে।