নয়াদিল্লি: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত মলয়ালি টেলিভিশন অভিনেত্রী (Malayalam television actress) ডা. প্রিয়া (Dr. Priya death)। বুধবার এই খবরে শোকের ছায়া নামে বিনোদন জগতে। অভিনেত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মাত্র দুই দিন আগেই অপর মলয়ালি অভিনেত্রী রেঞ্জুষা মেননের (Renjusha Menon) মৃত্যু খবর মেলে।
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ৮ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রীর
৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী ডা. প্রিয়া। হৃদরোগে আক্রান্ত হয়ে অভিনেত্রীর মৃত্যু হলেও গর্ভের সন্তানকে বাঁচাতে পেরেছেন হাসপাতালের চিকিৎসকেরা। প্রিম্যাচিওর জন্ম হওয়ায় আপাতত আইসিইউ-র (ICU) ভেন্টিলেশন সাপোর্টে (Ventilation Support) রয়েছে শিশুটি।
অভিনেত্রীর মৃত্যুর খবর অপর অভিনেতা কিশোর সত্য নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে দেন। তিনিই জানান যে অভিনেত্রী রুটিন চেক-আপ করাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন। অভিনেত্রীর একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, 'মলয়ালি টেলিভিশন জগতে আরও একটি অপ্রত্যাশিত মৃত্যু। ডা. প্রিয়া গতকাল হৃগরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সদ্যোজাতকে রাখা হয়েছে ICU-তে। অন্য কোনও শারীরিক সমস্যা ছিল না।'
তিনি আরও লেখেন, 'একমাত্র মেয়ের মৃত্যু মেনে নিতে না পেরে কাঁদছেন মা। ৬ মাস কোথাও না গিয়ে প্রিয়ার সঙ্গে প্রেমময় সঙ্গী হিসেবে স্বামী নান্নার কষ্ট। গতরাতে হাসপাতালে যাওয়ার সময় মনের ভিতরটা দুমরে মুচড়ে যাচ্ছিল। ওঁদের সান্ত্বনা দিতে কী বলব? কেন ঈশ্বর এই নিষ্ঠুরতা দেখালেন, নিষ্পাপ মনে যাঁরা তাঁকে বিশ্বাস করেন?'
প্রসঙ্গত, মলয়ালি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ ছিলেন প্রিয়া। জনপ্রিয় শো 'কারুথামুথু'তে অভিনয় করতেন তিনি। বিয়ের পর কাজ থেকে বিরতি নিয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি পেশাদার চিকিৎসক ছিলেন তিনি। সূত্রের খবর তিনি এমডি করছিলেন এবং থিরুঅনন্তপুরমের পিআরএস হাসপাতালে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: Shah Rukh Khan: 'শাহরুখ দিবস'-এই প্রকাশ্যে আসবে 'ডাঙ্কি'র প্রথম ঝলক, কখন?
প্রসঙ্গত, ঠিক দুই দিন আগে, ৩০ অক্টোবর, মাত্র ৩৫ বছর বয়সে পথ চলা থামে অপর মলয়ালি অভিনেত্রী রেঞ্জুষা মেননের। নিজের ফ্ল্যাট থেকে মেলে অভিনেত্রীর ঝুলন্ত দেহ! অভিনেত্রীর স্বামী টিভি ইন্ডাস্ট্রিতে কর্মরত। একসঙ্গেই থাকতেন তাঁরা। প্রাথমিক তদন্তে তিনি আত্মঘাতী হয়েছেন বলেই খবর। যে সময়ে এই ঘটনা ঘটে, সেই সময়ে ফ্ল্যাটে কেউ ছিলেন না। দীর্ঘক্ষণ দরজা না খোলার পর ভিতর থেকে অভিনেত্রীর দেহ উদ্ধার করা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন