কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
গৌরব সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শ্রেয়সীর
দিন দুই আগে সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেন শ্রেয়সী। গৌরব সরকারের সঙ্গে একটি ছবি পোস্ট করেন, তার ক্যাপশনে লেখেন, 'হ্যালো সকলে... আজ এমন কিছু পোস্ট করতে যাচ্ছি যা আমি সাধারণত কখনও পোস্ট করি না... বিগত অনেক মাস ধরে অনেকেই জানে যে আমি গায়ক গৌরব সরকারের সঙ্গে সম্পর্কে ছিলাম। আসলে পরশু অবধিও আমরা সম্পর্কে ছিলাম।' কিন্তু কী হল তারপর? সোশ্যাল মিডিয়ায় শ্রেয়সীর প্রোফাইল খানিক ঘাঁটলেই গৌরব সরকারের সঙ্গে অজস্র ছবি দেখতে পাওয়া যাবে। একাধিক ছবির ক্যাপশন দেখে স্পষ্ট একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁরা। একসঙ্গে দার্জিলিংও ঘুরতে গিয়েছিলেন তাঁরা। তারপর? শ্রেয়সী চট্টোপাধ্যায় লিখে চলেন, '২০২৫ সালের ২৪ জানুয়ারি আমাদের বিয়ে হওয়ারও কথা ছিল। সেই মতো আমার পরিবার থেকে ব্যাঙ্কোয়েট বুকিং, ফটোগ্রাফি টিম বুকিং, সোনা গয়না বানানো সবকিছুই হয়ে যায় প্রায়। এই বছর সেপ্টেম্বর মাসে এমনকী আমাদের এনগেজমেন্টের কথাও ছিল। সবকিছু ঠিক ছিল বলে প্রথমে রাজি না হলেও পরে আমার মা আমাদের এই দার্জিলিং ট্রিপে যাওয়ার অনুমতি আমাকে দেয়। গৌরবও মাকে রাজি করিয়ে নেয়।' কিন্তু এই ট্রিপে গিয়েই নাকি সমস্যার সৃষ্টি হয়! শ্রেয়সী বলেন, 'কিন্তু আমি বুঝতেই পারিনি যে এই ট্রিপটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। ট্রিপ থেকে ফিরে গৌরবের মনে হয় আমি ওর জন্য পারফেক্ট নই, আমরা একসঙ্গে ভবিষ্যতে ভাল থাকতে পারব না।' তাঁর দাবি এর আগেও তাঁরা একসঙ্গে ঘুরতে গিয়েছেন, কিন্তু তখন কোনও 'সমস্যা'র কথা মনে হয়নি গৌরবের। ঘুরে ফেরার পর সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নেয় গৌরব, দাবি শ্রেয়সীর। পোস্টেই শ্রেয়সী জানান যে, বাবা নেই তাঁর, মা-মেয়ে একা এই ঘটনার পর থেকে ভীত রয়েছেন। তিনি লেখেন, 'ভয় পাচ্ছি, সত্যি ভয় পাচ্ছি এবার...'।
ব্যাঙ্ক প্রতারণার শিকার শান্তনু মাহেশ্বরী
প্রতারণার শিকার (fraud) আলিয়া ভট্টের (Alia Bhatt) 'প্রেমিক'। বিখ্যাত নৃত্যশিল্পী (Dancer) ও অভিনেতা (Actor) শান্তনু মাহেশ্বরী (Shantanu Maheshwari) সম্প্রতি শেয়ার করেন তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা। অনুরাগীদের সঙ্গে তাঁর প্রতারিত হওয়ার ব্যাপারে জানান এবং একইসঙ্গে দ্রুত পদক্ষেপের দাবি করেছেন। তাঁর পোস্ট দেখে পরিষ্কার যে, এই ডিজিট্যাল যুগে কেবল সাধারণ মানুষ নন, যে কোনও মুহূর্তে যে কোনও ধরনের প্রতারণার শিকার হতে পারেন তারকারাও। ম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলের স্টোরিতে একটি অভিযোগ করেন শিল্পী। তিনি লেখেন, 'অবিশ্বাস্য! আমার অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রতারণার শিকার - একটি কার্ড জেনারেট হয়েছে আমার অজান্তেই। কোনও ওটিপি পাইনি। এবং আমাক রেজিস্টার্ড ইমেল ও ফোন নং বদলে দেওয়া হয়েছে কোনও ভেরিফিকেশন ছাড়াই!... দ্রুত পদক্ষেপ নিয়ে অ্যাকাউন্টের নিরাপত্তা ফিরিয়ে আনলে এবং এই আজব পরিস্থিতি থেকে উদ্ধার করলে খুবই বাধিত থাকব।' তাঁর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য একটি কার্ড তৈরি করা হয়েছে এবং তাঁর ফোন নং, ইমেল আইডি বদলে দেওয়া হয়েছে। এই ঘটনা এককথায় ভয়ঙ্করই বলা চলে। এই ঘটনা কার্যত আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের সকলের ব্যক্তিগত তথ্য কতটা বিপদের মুখে এবং সচেতনতা বাড়ানো কতটা প্রয়োজনীয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে