কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
শারীরিক অসুস্থতার কথা জানালেন জিনত আমন
শনিবার সোশ্যাল মিডিয়ায় নিজের শরীর খারাপের কথা জানালেন অভিনেত্রী জিনত আমন। একাধিক ছবি পোস্ট করেন তিনি। সেটে কাটানো কিছু মুহূর্তের ছবিও ভাগ করে নেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে জিনত আমন একটি অফ-শোল্ডার কালো ড্রেস পরেছেন, চেয়ারে বসে রয়েছেন, হাতে কাপ। পরের ছবিতে ক্রু সদস্যরা চুল ও মেকআপ করে দিচ্ছেন। কোনও ছবিতে তিনি আয়নার সামনে বসে রয়েছেন। ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'গত ১০ দিন ধরে সাংঘাতিক একটা ফ্লুয়ে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলাম। এখন একগুচ্ছ কাজে ব্যস্ত সপ্তাহ কাটবে আমার। কিন্তু তাতে মনোনিবেশ করার আগে, পর্দার পিছনে ঠিক কী কী হয় তার কয়েক ঝলক রইল। আমার গ্ল্যাম টিম আমাকে আন্টি থেকে অ্যামাজনে নিয়ে যায়, আমি আমার হোমওয়ার্ক করি, আমার পোজ দিই, ইনস্টাগ্রাম চেক করি, প্রচুর কফি খাই, এবং নিজের কাফতানে প্রবেশ করার মুহূর্ত গুনি।' তিনি আরও লেখেন, 'প্রসঙ্গত, এই বছর আমার বেশিরভাগ পরিচালক ও ডিওপি ছিলেন মহিলা। এবং এত দুর্দান্ত মহিলারা যে সেট পরিচালনা করছেন সেই ব্যাপারটায় আমি আপ্লুত। আপনাদের কুর্নিশ! আমাকে গর্বিত করেন।' তাঁর পোস্টে ইন্ডাস্ট্রির একাধিক মানুষ কমেন্ট করেছেন। যেমন অর্চনা পূরণ সিংহ, নাফিসা আলি সোধি, মারিয়া গোরেট্টি প্রমুখ।
দেবের 'এই দেশ আমার' প্রকাশ অনুষ্ঠান
পাঁচতারা হোটেল বা শপিং মলের শীতলতায় নয়, শহর কলকাতার রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে নিয়ে লঞ্চ করা হল 'বাঘা যতীন' ছবির প্রথম গান। অরুণ রায় পরিচালিত এই ছবিতে স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দেবকে। ছবির প্রথম প্রকাশিত এই গানে কণ্ঠ দিয়েছেন রূপম ইসলাম। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল ছবির গোটা টিম। 'এই দেশ আমার' গানটি শুনলে গায়ে কাঁটা দিতে বাধ্য। ব্রিটিশ শাসনের বেড়াজাল থেকে দেশকে স্বাধীন করানোর পিছনে কত সংগ্রামীর অক্লান্ত পরিশ্রম ছিল তা আমরা ইতিহাসের বইয়ে পড়েছি। তারই ঝলক চাক্ষুষ করা যাবে এই ছবির হাত ধরে। পুলিশের নজর থেকে বাঁচতে একাধিক ছদ্মবেশে থাকা, নিজের বাড়ি থেকে দূরে লুকিয়ে থাকা, লড়াইয়ের জন্য যুবক-যুবতীদের তৈরি করা, বিভিন্ন মুহূর্তের ঝলক মিলল এই গানে। ছবিতে ইন্দুবালার চরিত্রে দেখা যাবে সৃজা দত্তকে। গানের লঞ্চ অনুষ্ঠান ছবি ভিডিও পোস্ট করলেন দেব। করলেন ফেসবুক লাইভও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন