মুম্বই: সম্প্রতি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে 'নেটফ্লিক্স'-এ (Netflix) মুক্তি পেয়েছে ডকু-সিরিজ 'দ্য রোম্যান্টিক্স' (The Romantics)। এই সিরিজের মাধ্যমে প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীকে (Sridevi) শ্রদ্ধা জানানো হয়। যশ রাজ ফিল্মসের (Yash Raj Films) কিংবদন্তি অভিনেত্রী যাঁর 'চাঁদনি' (Chandni) ছবির পর গোটা দেশ প্রেমে পড়েছিল। অভিনেত্রী রানি মুখোপাধ্যায় (Rani Mukerji) কী বললেন শ্রীদেবী সম্পর্কে?
শ্রীদেবীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন, কী বললেন রানি?
'দ্য রোম্যান্টিক্স' ডকু-সিরিজে যশ চোপড়া ও তাঁর তৈরি 'যশ রাজ ফিল্মস'-এর বলিউডে অবদান তুলে ধরা হয় বিস্তারিতভাবে। তাঁদের হাত ধরেই বলিউড পায় কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীকে। যাঁর প্রেমে পড়েন আট থেকে আশি। এই ডকু-সিরিজে প্রয়াত পরিচালক যশ চোপড়াকে বলতে শোনা যায় কেন তিনি দর্শককে নির্মল প্রেমের কাহিনি উপহার দিতে চেয়েছিলেন।
তিনি বলেন, 'আমাদের ইন্ডাস্ট্রি ভায়োলেন্সের স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গিয়েছিল। আমি তখন বললাম যে ঠিক আছে, এখন আমি আমার জীবনের সবচেয়ে বড় জুয়া খেলব, যা ঘটবে দেখা যাবে। আমি ফর্মুলা মেনে, হিসেব কষে ছবি তৈরি করব না। আমি এমন ছবি তৈরি করব যা আমার হৃদয় ছোঁবে। আমি চাঁদনি শুরু করলাম।'
প্রসঙ্গত, সেই সময় পরপর বেশ কিছু অসফল ছবি তৈরি করে, পরিচালকের কেরিয়ারে খরা চলছিল। ফলে সেই সময় শ্রীদেবীকে ছবির জন্য সই করানো সহজ ছিল না কারণ তখন অভিনেত্রীর কেরিয়ারের দুর্দান্ত সময় চলছে। ভারতের তাবড় অভিনেতাদের থেকেও বড় মনে করা হত তাঁকে। যদিও তার আগে তিনি কখনও শ্রীদেবীর সঙ্গে কাজ করেননি, যশ চোপড়া জানান যে তিনি তামিল নাটক মুন্ড্রাম পিরাই দ্বারা মুগ্ধ হয়েছিলেন যা অমিতাভ বচ্চন তাঁকে দেখিয়েছিলেন।
অনিল কপূর জানান, 'শ্রীদেবী সেই সময় শীর্ষস্থানীয় তারকা। তাঁর সঙ্গে কীভাবে কথা বলতে হবে জানা ছিল না। আমি আমার দাদাকে (বনি কপূর) বলি ওঁর সঙ্গে কথা বলতে। তখন আমার দাদা চেন্নাই উড়ে যান ওঁর মায়ের সঙ্গে কথা বলতে। শ্রীদেবীর কাছে তখন কে যশ চোপড়া তা জানার কোনও প্রয়োজনই ছিল না, শুধুমাত্র পারিশ্রমিকই তাঁর কাছে জরুরি ছিল।'
'চাঁদনি'-এর সাফল্য ছিল যশ চোপড়া এবং যশ রাজ ফিল্মসের নিয়তি এবং বড়পর্দায় শ্রীদেবীর পারফর্ম্যান্স সেই সময়ের প্রথম সারির মহিলাদের অনুপ্রাণিত করে প্রচণ্ডভাবে। তাঁর পদধ্বনি অনুসরণ করতে শুরু করেন মহিলারা।
আরও পড়ুন: Suniel Shetty: অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন ভাগ করার জন্য মুখিয়ে সুনীল শেট্টি! কেন?
রানি মুখোপাধ্যায় বলেন, 'সমস্ত মহিলা তখন শ্রীদেবীর মতো হতে চাইতেন। তিনি ছিলেন গ্রেস, সৌন্দর্য এবং পারফরম্যান্সের প্রতিচ্ছবি। একজন হিন্দি সিনেমার অভিনেত্রীর ঠিক যেমনটা হওয়া প্রয়োজন, শ্রীদেবী হুবহু তাইই ছিলেন।'
'চাঁদনি' ছবিতে শ্রীদেবী সম্পর্কিত স্মৃতি উস্কে ভূমি পেডনেকর বলেন, 'ওহ্ মাই গড! তিনি কী প্রচণ্ড চমত্কার এবং সুন্দর ছিলেন, তাও প্রচণ্ড নারীসত্ত্বা বজায় রাখতেন।'