কলকাতা: দীর্ঘ চার বছর সম্পর্কে থাকার পর অবশেষে আগামী মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর। সর্বভারতীয় সংবাদমা‌ধ্যমের খবর অনুযায়ী, ২১ ফেব্রুয়ারিই চার হাত এক হতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে হতে চলেছে এই সেলিব্রটি কাপলের বিয়ের রাজকীয় অনুষ্ঠান। পাশাপাশি এও শোনা যাচ্ছে যে, নিমন্ত্রিতদের তালিকায় শুধুমাত্র আত্মীয়-পরিজন ও ফারহান-শিবানীর ঘনিষ্ঠ বন্ধুরা। কোভিডের জন্য খুব বড় করে অনুষ্ঠান করতে রাজি নন তারা। সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি পোশাকে সাজবেন বর-কনে।                                                                            


আরও পড়ুন...Klikk Originals Web series: টানটান থ্রিলার ও রহস্য় ভরপুর গল্প নিয়ে আসছে নতুন ওয়েব সিরিজ 'সার্চ'


গতবছর প্রেমিকা শিবানী ডান্ডেকরের সঙ্গে দীপাবলি সেলিব্রেট করতে দেখা গিয়েছিল 'রক অন' তারকার ফারহান আখতারকে। পোশাকেও রং মিলন্তি ছিল তাঁদের। একদিকে যখন কালো পাঞ্জাবিতে সেজেছিলেন ফারহান আখতার। তখন অন্যদিকে হালকা সবুজ শাড়িতে মোহময়ী হয়ে উঠেছিলেন শিবানী ডান্ডেকর। সঙ্গে পরেছিলেন কালোর উপর কাজ করা ডিজাইনার ব্লাউজ। দীপাবলির উত্সবে দুজনকেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসি মুখে পোজ দিতে দেখা গেছিল।


প্রসঙ্গত এটি ফারহান আখতারের দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী অধুনার সঙ্গে বিচ্ছেদের পর আমেরিকান-ভারতীয় মডেল-সঞ্চালিকা শিবানীর সঙ্গে সম্পর্কে জড়ান ফারহান। ২০১৮ সালে প্রথমবার নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন এই কাপল। বেশ বছর সহবাস করার পরে অবশেষে বিয়ের সিদ্ধান্তটা নিয়েই ফেললেন ফারহান-শিবানী।


আরও পড়ুন... Payel De Exclusive: আমি জানতাম কবে আবার কেন্দ্রীয় চরিত্রে ফিরব: পায়েল দে


New Bengali Movie: অরণ্য়ের বুকে কোন রোমাঞ্চের সন্ধানে বেড়িয়েছেন বাংলার অভিনেত্রীরা?