কলকাতা: 'স্বপ্ন বোনার সময় এখন.. ইচ্ছের লাল নীল সুতোর টানে...' কখনও এমন হয়েছে যে দোকানে গিয়ে পছন্দের পোশাকটা রেখেই চলে আসতে হয়েছে তা আপনার ছোট বা বড় হবে বলে? কম বেশি এই পরিস্থিতিতে বোধহয় সবাই পরেছেন, পুরুষ, মহিলা নির্বিশেষে। আর সেই গল্পই বলবে অরিত্র মুখোপাধ্যায়ের (Aritra Mukherjee)-র নতুন ছবি 'ফাটাফাটি' (Fatafati)। আজ মুক্তি পেল চমক হাসানের (Chamok Hasan)-এর কন্ঠে ছবির দ্বিতীয় গান।


এই গানের ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্বে রয়েছেন অমিত চট্টোপাধ্যায়। গানের কম্পোজিশন ও লিরিক্স দুইই চমক হাসানেরই। ছবির পরিচালক বলছেন, 'বাবা, বেবি, ও'-তে চমকের গলায় 'এই মায়াবী চাঁদের রাতে' গানটি গতবছর মুগ্ধ করেছিল দর্শকদের। সেই থেকেই মনে হয়েছিল আবার ওঁর সঙ্গে কাজ করব। যতবার ওই গানটা শুনি, আমি যেন নতুন করে ওর কাজের প্রেমে পড়ি।'


এই গান সম্পর্কে চমক বলছেন, 'বাবা, বেবি ও' -গানটির মাধ্যমে আমি মানুষের থেকে যা ভালবাসা পেয়েছি, তাতে আপ্লুত। আশা করি 'স্বপ্ন বোনার সময়' গানটি সাধারণ মানুষের ফের মন ছুঁয়ে যাবে।'                                 


এই গানে ফুটিয়ে তোলা হয়েছে ফুল্লরার পথ চলা। 'ফাটাফাটি' ফুল্লরা ভাদুড়ির পথ চলার গল্প বলেন। ফ্যাশন কী কেবল তন্বীদের জন্য? ফুল্লরার লড়াই ছিল যাঁরা তথাকথিত মোটা, স্বাস্থবতী, সাজিয়ে তোলা তাঁদেরও। সূঁচ, সুতোয় তিনি স্বপ্ন বুনতেন সাজের। এই গানেও ফুটিয়ে তোলা হয়েছে সেই ছবি। ঋতাভরী বলছেন, 'এই গানটার মাধ্যমে ফুল্লরার ব্যক্তিত্ব, কাজের প্রতি তাঁর ভালবাসাকে ফুটিয়ে তোলা হয়েছে।' এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee)।


প্রসঙ্গত, নতুন ছবি 'ফাটাফাটি' (Fatafati)-র মুখ্যভূমিকায় দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) -কে। এক প্লাস সাইজ মডেলের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি। এই ছবিরই একটি গানে শোনা যাবে সঙ্গীতশিল্পী জাভেদ আলি (Jaced Ali)-র কন্ঠস্বর। জনপ্রিয় তেলুগু ছবি 'পুষ্পা-দ্য রইস' (Pushpaa The Raise) ছবির হিন্দি ভার্সানটিতে শ্রীভল্লি (Srivalli) গানটি গেয়েছেন তিনি।  


আরও পড়ুন: Akanksha Dubey Death: অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের মৃত্য়ুর ঘটনায় গ্রেফতার গায়ক সমর সিং