কলকাতা: মুক্তি পেল দেব এন্টারটেইনমেন্ট ভেনচার্সের আগামী ছবি 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-এর প্রথম গান 'বোম্বাগড়ের গল্প'। গানটা প্রথম শুনেই ছোটদের রাজা-মন্ত্রীর গল্প বলে ঘুম পাড়ানোর কথা মনে পড়তে পারে। কচিকাঁচাদের গলায় এ যেন ঠিক তেমনই একটা ঘুমপাড়ানি গান। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন কবীর সুমন। গানের কথাও তাঁরই। 


২ মিনিট ৫১ সেকেন্ডের গানে খুব সহজ ভাষায়, মিষ্টি সুরে বোম্বাগড়ের গল্প শোনানো হয়েছে। গানের সুর মাথায় গেঁথে যাওয়ার মতো। গান মুক্তির কিছুক্ষণের মধ্যেই ভিউস ছাড়িয়েছে দেড় হাজার। বেশ অন্যরকমের গান ইতিমধ্যেই মন ছুঁয়েছে একাধিক সাধারণ মানুষের। অনেকেরই মন্তব্য, 'গানটি শুনে ঠিক মনে হল ছোটবেলায় ফিরে গেলাম,' কেউ আবার বলছেন, 'যেন রূপকথার গল্প।' 



অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন, শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, শুভাশিস  মুখোপাধ্যায়। এবছর দুর্গাপুজোয়, ১০ অক্টোবর মুক্তি পাচ্ছে ছবিটি।


সম্প্রতি এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, 'ছোটবেলায় আমাদের ঘুম পাড়ানোর জন্য ঠাকুমা-দিদিমারা এইসব গল্পগুলো বলতেন। যে স্বপ্নটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম অনেক রাত, এই বড় বয়সে এসে সেটা পূরণ হল। হঠাৎ দেখলাম আমি বোম্বাগড়ের রাজা। জীবনে এই অভিজ্ঞতাটা মনে থাকার মত। ওই পোশাক পরে, সৈন্য নিয়ে যখন রথে করে রাস্তা দিয়ে যেতাম, সত্যিই মনে হত আমি রাজা। আর দেবের সঙ্গে এর আগেও কাজ করেছি। ও টিম ম্যান। দেব বাঙালি আর বাংলাকে ভালোবাসে বলেই এই ছবিটার প্রযোজনায় কোনও কার্পণ্য করেনি।' 


অভিনেতা আরও বলেন, 'এখনকার বাচ্চারা কতজন বাংলা রূপকথা পড়ে জানি না। এর বড় কারণ হল, পড়ে শোনানোর লোক নেই। ছোট্ট পরিবারে রূপকথা বলার জন্য ঠাকুমা দিদিমাদেরও আর পাওয়া যায় না। তারা রূপকথা বলতে হ্যারি পটার বোঝে যেটা নিজের দেশেরই না। এটা খুব দুঃখজনক। আমার মনে হয়, যারা বাংলা ভাষাটাকে ভালোবাসে, তাঁদের এই ছবিটা দেখা উচিত। শিশুরা অন্তত জানবে, বাংলা রূপকথা ঠিক কেমন ছিল।''