কলকাতা: এবার নতুন হিন্দি ছবিতে দেবাশীষ মণ্ডল (Debashish Mondal)। সঙ্গী হচ্ছেন, সুব্রত দত্ত (Subrata Dutta), জয়া শীল ঘোষ (Joya Sheal Ghosh), পায়েল মুখোপাধ্যায় (Payel Mukherjee) ও অন্যান্যরা। শুভ্র রায়ের (Subhra Roy)-এর পরিচালনায় আসছে নতুন ছবি  ‘ফ্লাওয়ার্স অফ দ্য মাউন্টেন’। এই ছবিতে ৩টি ছোট গল্পকে একই সুতোয় গেঁথেছেন পরিচালক। 


ভালবাসা ও শিল্পের মিশেল এবং জীবনের অর্থ খুঁজে নেওয়াকে কেন্দ্র করেই এগিয়ে যাবে এই ছবির গল্প। এই ছবির প্রথম গল্পে দেখানো হয়েছে অভিজিৎ ও তিথিয়ার গল্প। তাঁদের দুজনের দেখা হয় কিংবদন্তি এক চিত্রশিল্পীর সঙ্গে। তাঁর হাত ধরে ভালবাসার সঙ্গে শিল্পের বন্ধন খুঁজে পায় অভিজিৎ ও তিথিয়া। কিন্তু কীভাবে? সেই গল্পই বলবে এই ছবির প্রথম গল্প।  ছবির দ্বিতীয় গল্প জয়লক্ষ্মী ও রুদ্রকে নিয়ে। ভালবাসা আর  সেই ভালবাসার সম্পর্ক থেকেই নিজেদের প্যাশনকে খুঁজে নেওয়ার গল্প বলছে দ্বিতীয় এই অধ্যায়। ছবির তৃতীয় অধ্যায় গল্প বলে নদীর। সাহিলের সাহায্যে সে তাঁর জীবনের সমস্ত বাধা পেরিয়ে যেতে চায় সে। সেই গল্পের শেষের উত্তরও মিলবে বড়পর্দাতেই। 


এই ছবি নিয়ে পরিচালক শুভ্র বলছেন, 'রবার্ট অল্টম্যান বলেছিলেন, ছবি তৈরি অনেকগুলো জীবনকে নিয়ন্ত্রণ করার একটা সুযোগ। আমি নিজেও এই ধারণায় বিশ্বাসী। আমি বিশ্বাস করি আমাদের রোজ জন্ম দেয় শিল্প আর ভালবাসা। এই দুটো জিনিসের সাহায্যেই আমরা আমাদের জীবনকে নতুনভাবে দেখার চেষ্টা করি। আমার মনে হয়, ভালবাসা শেষ হয় না কখনও। আমার ধারণা, মানুষের যেমন এই ছবিটা ভাল লাগবে, তেমনই মানুষকে উজ্জীবিতও করবে এই ছবি। চিত্রশিল্প, অভিনয়, নাচ ও গান... শিল্পের এই সমস্ত দিকগুলিকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ছবির মধ্যে। মানুষের জীবন, ওঠাপড়া, দুর্ঘটনা এবং তারপরে আবার জীবনের মূল ছন্দে ফেরা... সেই গল্পই তুলে ধরবে এই ছবি। 


এই ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন, দিগন্ত সাহা (Diganta Saha), কৌশিকী চক্রবর্তী (Kaushiki Chakraborty), শ্রেয়সী রায় বন্দ্যোপাধ্যায় (Shreyasi Roy Banerjee), দেবার্ঘ্য মজুমজার (Debargha Majumdar), রঞ্জন দাস (Ranjan Das), পায়েল চৌধুরী (Payel Chowdhury), শুভায়ন রায় (Subhayan Roy), নীলাঞ্জনা বিশ্বাস (Nilajana Biswas), তানিশা রায় (Tanisha Roy), স্বপ্নদীপ ভগত (Swapnadeep Bhakat), অমিত রায় (Amit Rai) ও সুমন রায় (Suman Rai)।


আরও পড়ুন: Ambarish Bhattacharya Interview: জীবনের প্রথম কাজটা পেয়েছিলাম মোটা বলেই, বডি শেমিংকে কখনও গুরুত্ব দিইনি


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial