এক্সপ্লোর

Alia Bhatt: বলিউডে আলিয়া থেকে শুরু করে টলিউডে সৃজিত, মিমি... তারকা আর পোষ্যদের অজানা সমীকরণ

Alia Bhatt: পোষ্য প্রেমের ছবি শুধু বইয়ের পাতা থেকে তারকাদের বাড়ির অন্দরমহলেও ধরা পড়েছে

কলকাতা: তাঁদের জীবনযাত্রা সত্যিই ঈর্ষনীয়। তাবড় তারকারাও তাঁদের সারাক্ষণ চোখে হারান। শ্যুটিং থেকে বাড়ি ফিরলে তারাই মেন প্রায়োরিটি। সেলিব্রিটিদের সুপারডগ কিংবা সুপার ক্যাটের কাহিনিও এন্টারটেনমেন্টে ভরপুর। সাহিত্য থেকে সিনেমা, পোষ্যপ্রেমের নজির আছে ভুরি ভুরি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কলমে বাংলা সাহিত্যে অমর হয়ে রয়েছে অত্যন্ত ধূর্ত বেড়াল মজন্তালী সরকার। সত্যজিৎ রায় প্রফেসর শঙ্কুর সঙ্গে জুড়ে দিয়েছেন তাঁর পোষ্য বেড়াল নিউটনকে। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পাণ্ডব গোয়েন্দায় অন্যতম চরিত্র হয়ে উঠেছে পঞ্চু। সত্যজিৎ রায়ের ছোটগল্প অসমঞ্জ বাবুর কুকুর-এর ব্রাউনিকেও তো ভোলা যাবে না কোনও দিন। এমন পোষ্য প্রেমের ছবি শুধু বইয়ের পাতা থেকে তারকাদের বাড়ির অন্দরমহলেও ধরা পড়েছে।

প্রিয়ঙ্কা চোপড়া, নিক জোনাস আর ছোট্ট মালতি মেরির সংসারে আরও এক মিষ্টি সদস্য আছে। তার নাম ডিয়ানা। চিহুয়াহুয়া প্রজাতির এই কুকুরটি প্রিয়ঙ্কার সঙ্গে রয়েছে ২০১৭ সাল থেকে। ডায়েরিজ অফ ডিয়ানা নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডলে ডিয়ানার মজার মজার ছবি আর ভিডিও ভরপুর। প্রিয়ঙ্কা তাঁর লস অ্যাঞ্জেলসের বাড়ি থেকে বাইরে ছুটি কাটাতে গেলেও অনেক সময়ই ডিয়ানাকে সঙ্গ দেয় প্রিয়ঙ্কাকে। ডিয়ানার আদুরে ছবি আর ভিডিওয় চোখ আটকে থাকে নেটিজেনদের।

নাম তার কাটোরি আরিয়ান। কার্তিক আরিয়ান বাড়িতে থাকলে, কাটোরিই তাঁর ছায়াসঙ্গী। সারাক্ষণ কাটোরি কার্তিকের কোলে-পিঠে ঘুরবে, এক বিছানায় ঘুমোবে, জিমে যাবে, এমনকি কার্তিক ভাইফোঁটা নেওয়ার সময় সেও বসে পড়বে পাশে। কার্তিকের মতোই কাটোরিও সোশাল মিডিয়ায় দারুন জনপ্রিয়। কাটোরি আরিয়ানের নামেও একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে কার্তিক কাটোরির নামে ইনস্টা অ্যাকাউন্টটি খোলার পর মাত্র ২৪ ঘন্টার মধ্যে ৯ হাজারের বেশি ফলোয়ার্স হয়ে গিয়েছিল। আর এখন কাটোরির ইনস্টা ফলোয়ার্সের সংখ্যা প্রায় ১ লক্ষ ৬৪ হাজার।

বিলাসিতায় সে যেন আলিয়ার চেয়েও কয়েক কদম এগিয়ে। তার মেজাজ রাশভারী, স্বভাবগম্ভীর। আলিয়া দুধসাদা বেড়ালটির নাম রেখেছেন এডওয়ার্ড। ক্যামেরার সামনে এডওয়ার্ডের দুষ্টুমির ছবি
তেমন একটা ধরা পড়েনি কখনও। তবে আলিয়ার কোলে চড়ে গম্ভীর ভাবেই পোজ দিয়েছে ফোটোশ্যুটে। বিয়ের সময়ও এডওয়ার্ডকে কোলে নিয়ে ছবি তুলেছেন আলিয়া। আর সেই ছবিও ভাইরাল হয়েছে নিমেষে। আলিয়া বরাবরই পশুপ্রেমী। এডওয়ার্ডের আগেও বাড়িতে বেড়াল আর কুকুর পুষেছিলেন আলিয়া। 

কৃতী শ্যানোনের পরিবারের অন্যতম সদস্য, তাঁর দুই পোষ্য ডিস্কো আর ফোবে। বাড়িতে থাকলে তারা কিছুতেই কৃতীকে চোখের আড়াল হতে দিতে চায় না। কৃতী ছোট থেকেই কুকুর পুষতে ভালবাসতেন, এমনটা মোটেই নয়। বরং তিনি রীতিমতো ভয়ই পেতেন কুকুর কাছে ঘেঁষলে। তবে কৃতীর এক বন্ধুর একটি ছোট্ট কুকুরছানা তাঁর সেই ভয় ভেঙে দেয়। তারপর কৃতীর জীবনে আসে ডিস্কো আর ফোবে।  ডিস্কো বিশন ফ্রিজেঁ প্রজাতির কুকুর। আর ফোবে টয় পুডল্ প্রজাতির।

গত বছর সেপ্টেম্বরে শ্রদ্ধা কপূরের পরিবারে এক নতুন চারপেয়ে সদস্য এসেছে। প্রথম দিনেই তার সঙ্গে সোশাল মিডিয়ায় অনুরাগীদের পরিচয়ও করিয়ে দিয়েছেন। শ্রদ্ধা তাঁর এই মিষ্টি পোষ্যটির নাম রেখেছেন স্মল। এছাড়াও শ্রদ্ধার আছে টিবেটান টেরিয়ার ব্রিডের আরও একটি পোষ্য যার নাম শাইলো। শ্রদ্ধা শাইলোকে আদর করে ছোটা বাবু নামেও ডাকেন। স্মল আর শাইলোর প্রচুর ছবি
আর ভিডিওতে ভরপুর শ্রদ্ধার সোশাল মিডিয়া হ্যান্ডল। শাইলোর জন্মদিনের কেক-এর ডিজাইন থেকে বার্থডে সেলিব্রেশন, নানা মুহূর্ত ধরা রয়েছে ছবি আর ভিডিওগুলিতে।

বরুণ ধবন আর নাতাশা দালালের সংসারেও দুষ্টু-মিষ্টি এক পোষ্য রয়েছে। বিগল প্রজাতির কুকুরটির নাম জোয়ি। ক্রিকেট মাঠে ভারত ম্যাচ জিতলে বরুণ সেলিব্রেট করেন জোয়ির সঙ্গে। প্রায় ৪৫ দিনের শ্যুটিং শিডিউল সেরে বরুণ যখন বাড়ি ফেরেন, তখন তাঁকে দেখেই জোয়ির প্রতিক্রিয়া হয় এমনই। জোয়ি বরুণ আর নতাশার জীবন জুড়ে রয়েছে। জোয়ি আর নিজেদের কন্যা সন্তানকে
নিয়ে তাঁদের সুখি পরিবারের ছবি অনুরাগীদের প্রচুর ভালবাসা কুড়িয়েছে।

নুসরত ভারুচাও পোশ্যপ্রেমে মজে থাকেন বাড়িতে। চার চারটি বেড়াল রয়েছে নুসরতের সংসারে। সোশাল মিডিয়ায় তাঁদের ভিডিও পোস্ট করে নুসরত লেখেন, মেরে চার আনমোল রতন। নুসরত তাঁর এই চারটি পোষ্যর নাম রেখেছেন নোয়া, লোলা, পিনাট আর বাটার। বাড়িতে কাজের আলোচনা চলার সময়ও মনোযোগ আকর্ষণে মরিয়া হয়ে থাকে নোয়া। নুসরতের ল্যাপটপের মালিকানাও 
দাবি করে সে। টেবিলের উপরে উঠে সেও দিব্যি মিটিংয়ে অংশ নেয়। শ্যুটিংয়ের আগে মেকআপ করার সময়ই হোক কিংবা বাড়িতে ছুটির দিনের অবসর, নুসরতকে বেশি ব্যস্ত থাকতে হয় নোয়াকে নিয়েই।

দিশা পাটানির সোশাল মিডিয়া হ্যান্ডলেও তাঁর আদরের পোষ্যদের ছবি নিয়মিত পোস্ট হয়। একটি দুটি নয়, দিশার বাড়িতে তাঁর পাঁচটি পোষ্য রয়েছে। চিচি, গোকু, বেলা, জেসমিন আর কেটি। দিশার এই পাঁচ পোষ্যের নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও রয়েছে। ফারহান আখতার আর শিবানী দাণ্ডেকরের সংসারও পোষ্যপ্রেমে ভরপুর। ফারহান আখতার তাঁর ভারতীয় প্রজাতির কুকুর গিগির ছবি হামেশাই পোস্ট করেন সোশাল মিডিয়ায়। গিগি ছাড়াও আরও কয়েকটি কুকুর রয়েছে ফারহান-শিবানীর বাড়িতে। গিটার বাজিয়ে নিজের পোষ্যদের সঙ্গে ফারহান আখতারের জ্যামিংয়ের ভিডিও তো রীতিমতো ভাইরালও হয়েছে সোশাল মিডিয়ায়।

পোষ্যপ্রেমের ভরপুর নজির টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতেও। বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কোলে বসে ছোট্ট বুম্বা। পাশে তাঁর প্রিয় কুকুরছানা। পোষ্যপ্রেমের ছবি এখনও বদলায়নি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের 
জীবনে। বালিগঞ্জে প্রসেনজিতের বাড়ি উৎসবের অন্যতম দুই সদস্য, তাঁর দুই পোষ্য রকি আর র‍্যাম্বো। অবসরে বাড়ির বাগানে রকি আর র‍্যাম্বোকে নিয়ে সময় কাটালে প্রসেনজিতের ক্লান্তি উধাও হয় নিমেষে। টানা আউটডোর শ্যুটিংয়ের পর বাড়ি ফিরে আদরে, আহ্লাদে রকি আর র‍্যাম্বোর অভিমানও ঘোচাতে হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। প্রসেনজিৎ তাঁর স্টাডিতে ব্যস্ত থাকলেও দুই পোষ্য গুটি গুটি পায়ে ঠিক হাজির হয়ে যায়। মোদ্দা কথা হল, তাঁদের প্রতি অ্যাটেনশনে যেন কখনও কমতি না থাকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বড্ড আদরের দুই পোষ্য...রকি অ্যান্ড র‍্যাম্বো। 

একজন লাকি আর একজন হ্যাপি। হ্যাঁ, তা তো হবেই। কারণ তারা দুজনেই দেবের ভালবাসার পাত্র। দেবের বাড়িতেও তাঁর দুই প্রিয় কুকুর পরিবারের অভিন্ন অংশ। দেব তো পোষ্যদের নিয়ে ফোটো শ্য়ুটও করেন। বাড়িতে থাকলে তারা দেবকে চোখের আড়ালও হতে দেয় না। লাকি আকিতা প্রজাতির সারমেয়। আর হ্যাপি কেন করসো প্রজাতির।  টানা আউটডোরের পর বাড়ি ফিরলে দেবের দুই সারমেয় তাঁকে দেখে কেমন করতে থাকে, সেই দৃশ্য দেবের সোশাল মিডিয়ায় হ্যান্ডলেই ধরা রয়েছে। 

মিমি চক্রবর্তীর পোষ্যপ্রেমের ছবিও হামেশাই ধরা পড়ে তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডলে। পথ কুকুরদের নিরাপত্তা নিয়েও মিমি বরাবর সোচ্চার। অ্যানিমাল অ্যাডপশন আর ওয়েলফেয়ার নিয়ে মিমি বার্তাও দেন সোশাল মিডিয়ায়। তাঁর বাড়িতে একটি দুটি নয়, নানা প্রজাতির পাঁচ পাঁচটি কুকুর রয়েছে। মিমির আদরের পোষ্যদের মাঝে নতুন সদস্যটির নাম ফেব্রুয়ারি। এছাড়াও মিমির সংসারে জাদুও আছে। বাড়িতে থাকলে পোষ্যদের সঙ্গে হুটোপাটি করেই মিমির সময় কেটে যায়। এদিকে ফোটোশ্যুটে গেলেও মিমির পোষ্যরা পিছু নেয় তার।

ঐন্দ্রিলার প্রতি অঙ্কুশের ভালবাসায় নাকি টান পড়েছে। কারণ, ঐন্দ্রিলার বদলে এখন অঙ্কুশের ভালবাসার সিংহভাগ দখল করে রেখেছে তুলো আর বাবলা। অঙ্কুশের দুই আদরের পোষ্য। তুলো এক্কেবারে সিনেমার পোকা। বিছানার উপরে আয়েস করে গা এলিয়ে সিনেমা দেখায় তুলোর জুড়ি মেলা ভার। এদিকে বাবলা বড্ড আদুরে। অঙ্কুশের আদর না খেয়ে সে ঘুমোতে যায় না। অঙ্কুশ ঘুমিয়ে থাকলে বিছানায় উঠে মুখ চেটে ঘুম ভাঙিয়ে দিতেও বাবলা দ্বিধা করে না। কখনও আবার অঙ্কুশকেই টাগ অফ ওয়রের চ্যালেঞ্জ জানিয়ে বসে সে। তারপর যা ঘটে, তা দেখে হইচই পড়ে যায় নেট দুনিয়ায়।

পরমব্রত আর পিয়ার সংসারেও তাঁদের দুই পোষ্য রয়েছে। পরম তাঁর পোষা বিড়ালটির নাম রেখেছেন বাঘা। আর পোষা সারমেয়টির নাম নিনা। তবে পোষ্যপ্রেমের দিক থেকে একেবারে উল্টোপথে
হেঁটেছেন সৃজিত মুখোপাধ্যায়। বাড়িতে সাপ পুষেছেন। সোশাল মিডিয়ায় সর্পপ্রেমের ভিডিও পোস্ট করে শোরগোলও ফেলেছেন।

আরও পড়ুন: Srijit Mukherjee: সৃজিতের 'লহ গৌরাঙ্গের নাম রে'-তে চমক দিব্যজ্যোতি, ইশা আর ইন্দ্রনীলের জুটি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Maruti India Merger : মারুতি সুজুকি ইন্ডিয়ার সঙ্গে জুড়ে যাচ্ছে এই কোম্পানি, NCLT দিল অনুমোদন
মারুতি সুজুকি ইন্ডিয়ার সঙ্গে জুড়ে যাচ্ছে এই কোম্পানি, NCLT দিল অনুমোদন
Special Feature: ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে শাড়ি, সেই ভাবনাকেই শ্রদ্ধাঞ্জলি ঐশ্বর্যা রায় সরকারের
Special Feature: ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে শাড়ি, সেই ভাবনাকেই শ্রদ্ধাঞ্জলি ঐশ্বর্যা রায় সরকারের
UPI Update: ইন্টারনেট ছাড়াই UPI এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন, জেনে নিন পুরো প্রক্রিয়া
ইন্টারনেট ছাড়াই UPI এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন, জেনে নিন পুরো প্রক্রিয়া
Emergency Fund : জরুরি তহবিল লাগলেও এই ভুল করবেন না ! অন্যথায় বড় ক্ষতি হতে পারে
জরুরি তহবিল লাগলেও এই ভুল করবেন না ! অন্যথায় বড় ক্ষতি হতে পারে
Advertisement

ভিডিও

Bengal SIR: হাওড়ার উনসানিতে তৃণমূল শিবিরে বসে এনুমারেশন ফর্ম বিলিরও অভিযোগ | ABP Ananda Live
Bengal SIR: রাস্তায় পড়ে এনুমারেশন ফর্ম! কালনায় তোলপাড় । রাস্তায় উদ্ধার ২৭টি ফর্ম
Bengal SIR: নিয়মভঙ্গে কড়া নির্বাচন কমিশন,৮ জন BLO-কে শোকজ এবং FIR দায়েরের নির্দেশ
SIR News: তৃণমূল করার জন্য কমিশনের প্রকাশিত ২০০২ সালের ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগ
Bengal SIR: এখন অনলাইনেও এনুমারেশন ফর্ম ফিলআপ করতে পারবেন ভোটাররা,প্রক্রিয়া কী?কী কী তথ্য লাগছে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Maruti India Merger : মারুতি সুজুকি ইন্ডিয়ার সঙ্গে জুড়ে যাচ্ছে এই কোম্পানি, NCLT দিল অনুমোদন
মারুতি সুজুকি ইন্ডিয়ার সঙ্গে জুড়ে যাচ্ছে এই কোম্পানি, NCLT দিল অনুমোদন
Special Feature: ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে শাড়ি, সেই ভাবনাকেই শ্রদ্ধাঞ্জলি ঐশ্বর্যা রায় সরকারের
Special Feature: ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে শাড়ি, সেই ভাবনাকেই শ্রদ্ধাঞ্জলি ঐশ্বর্যা রায় সরকারের
UPI Update: ইন্টারনেট ছাড়াই UPI এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন, জেনে নিন পুরো প্রক্রিয়া
ইন্টারনেট ছাড়াই UPI এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন, জেনে নিন পুরো প্রক্রিয়া
Emergency Fund : জরুরি তহবিল লাগলেও এই ভুল করবেন না ! অন্যথায় বড় ক্ষতি হতে পারে
জরুরি তহবিল লাগলেও এই ভুল করবেন না ! অন্যথায় বড় ক্ষতি হতে পারে
Dividend Stocks: প্রতি স্টকে পাবেন ৯০ টাকা, ডিভিডেন্ড ঘোষণা করেছে এই কোম্পানি, কবে রেকর্ড ডেট ?
প্রতি স্টকে পাবেন ৯০ টাকা, ডিভিডেন্ড ঘোষণা করেছে এই কোম্পানি, কবে রেকর্ড ডেট ?
EPFO Update : পিএফে বড় খবর, চাকরি বদলালেই এবার নতুন অ্যাকাউন্টে টাকা ! সমস্যার সমাধান করবে EPFO
পিএফে বড় খবর, চাকরি বদলালেই এবার নতুন অ্যাকাউন্টে টাকা ! সমস্যার সমাধান করবে EPFO
Sourav On Richa Ghosh: ভারতের অধিনায়ক রিচা ঘোষ! ইডেনে দাঁড়িয়ে আব্দার করে বসলেন কিংবদন্তি ক্যাপ্টেন সৌরভ
ভারতের অধিনায়ক রিচা ঘোষ! ইডেনে দাঁড়িয়ে আব্দার করে বসলেন কিংবদন্তি ক্যাপ্টেন সৌরভ
Delhi's Air Quality : 'রেড জোনে' দিল্লি, বাতাসের গুণগত মান আরও খারাপ পর্যায়ে পৌঁছাল দিল্লিতে
'রেড জোনে' দিল্লি, বাতাসের গুণগত মান আরও খারাপ পর্যায়ে পৌঁছাল দিল্লিতে
Embed widget