কলকাতা: মা হলেন অভিনেত্রী গওহর খান (Gauahar Khan), কোলে এল একরত্তি পুত্রসন্তান। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই। ১০ তারিখ তাঁদের কোলে এসেছে খুদে, আর ১১ মে সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করে নেন অভিনেত্রী।
২০২০ সালে স্বনামধন্য সঙ্গীত পরিচালক ইসমাইল দরবার পুত্র জায়েদ দরবারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন গওহর খান। ২৫ ডিসেম্বর শুরু করেন তাঁরা নতুন জীবন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ে তাঁদের রসায়ন। গওহর এক বনেদি মুসলিম পরিবারের মেয়ে। পাঁচ ভাইবোনের মধ্যে তিনিই সবচেয়ে ছোট। গওহর ২০০২ সালে মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তারপর চলে আসেন মডেলিংয়ে।এরপরে বলিউডেও পা রাখেন গওহর।
গওহর ও জায়েদের প্রেম, বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। গওহর জায়েদের থেকে বয়সে ১১ বছরের বড়। আর তাই এই নিয়ে অনেকে অনেকরকম মত প্রকাশই করেছিলেন। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন গওহর। 'বিগ বস'-এর বিজেতা এই অভিনেত্রীর নাম জড়িয়েছিল বিগ বসেরই আরেক প্রতিযোগীর সঙ্গে। কুশল টন্ডনের তাঁর ঘনিষ্ঠতা নিয়ে চর্চা হয়েছিল যথেষ্ট। কিন্তু বিগ বস হাউজ থেকে বেরনোর পরেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়।
সাজিদ খান (Sajid Khan) -এর সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন গওহর। সেই সম্পর্কের কথাও জানত ইন্ডাস্ট্রি। শোনা গিয়েছিল বাগদানও সেরে ফেলেছিলেন এই দুই তারকা। কিন্তু বেশিদিন স্থায়ী হয়নি এই সম্পর্ক। শোনা গিয়েছিল ৩ বছর সম্পর্কে ছিলেন গওহর ও সাজিদ। যদিও সাজিদ জানান, মাত্র ১ বছর তাঁর সম্পর্ক ছিল গওহরের সঙ্গে।
একটি সাক্ষাৎকারে সাজিদ একবার বলেছিলেন, সম্পর্ক ভাঙায় তাঁরই দোষ ছিল। কিরণ জুনেজা (Kiran Juneja) সঞ্চালিত একটি টক শো-তে এসে গওহরকে নিয়ে মুখ খুলেছিলেন সাজিদ। প্রাক্তনের প্রতি কোনও তিক্ততা না রেখেই গওহরকে মিষ্টি মেয়ে বলে উল্লেখ করেন সাজিদ। সেইসঙ্গে তিনি জানান, গওহর নয়, সম্পর্ক ভেঙেছে তারই কারণে।
সাজিদের জবানিতে, 'সেইসময় আমি গওহরকে মিথ্যে বলে প্রচুর অন্য মেয়েদের সঙ্গে সময় কাটাতাম। বহু মেয়েকে সরাসরি বলতাম, আমি তোমায় ভালোবাসি, আমায় বিয়ে করবে? সেই মতো চললে এতদিনে আমার সাড়ে তিনশোরও বেশি বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু হয়নি। আমার চরিত্র সে সময় ঠিক ছিল না।' বকলমে গওহরের সঙ্গে সম্পর্ক ভাঙার দোষ নিজের কাঁধেই নেন সাজিদ।