কলকাতা: বহু প্রতীক্ষার পরে চলছিল মসৃণভাবে শ্যুটিং, কিন্তু ফের 'পুষ্পা ২' (Pushpa: The Rule) ছবির শ্যুটিংয়ে পড়ল ছেদ। কপিল শর্মা (Kapil Sharma) ও সুনীল গ্রোভারের (Sunil Grover) মিটল বিবাদ। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।


ইরফান পাঠানের সঙ্গে সম্পর্কে থাকাকালীন ফোন করতেন গম্ভীর, অভিযোগ বাঙালি অভিনেত্রীর


অভিনেত্রী পায়েল ঘোষ (Payal Ghosh) এবং বিতর্ক যেন সমার্থক। অতীতে বারংবার নিজের নানা মন্তব্য এবং অভিযোগের জন্য খবরের শিরোনামে উঠে এসেছিলেন পায়েল। ফের একবার তিনি নিজের এক মন্তব্যের জেরে চর্চার কেন্দ্রবিন্দুতে। পায়েলের দাবি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের (Irfan Pathan) সঙ্গে তাঁর সম্পর্ক। এখানেই শেষ নয়, সেই সময় আরেক ভারতীয় প্রাক্তনী গৌতম গম্ভীর (Gautam Gambhir) নাকি তাঁকে ফোন করতেন। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে পায়েল দাবি করেন তাঁর সঙ্গে ইরফানের সম্পর্ক থাকাকালীনই গৌতম গম্ভীর তাঁকে বারংবার ফোন করতেন। ইরফান তাঁর ফোন দেখায় এই বিষয়ে তিনিও অবগত ছিলেন। শুধু তাই নন, ইরফান পাঠান গোটা ঘটনার বিষয়ে পাণ্ড্য ভাইদেরও জানিয়েছিলেন বলে দাবি অভিনেত্রীর। 


ফের একসঙ্গে এক মঞ্চে আসছেন কপিল শর্মা ও সুনীল গ্রোভার


৬ বছর পর জোড়া লাগল ভাঙা সম্পর্ক। নেটফ্লিক্সের (Netflix) একটি শোয়ের জন্য হাত মেলালেন দুই তারকা কৌতুকশিল্পী (Star Comedians) কপিল শর্মা (Kapil Sharma) ও সুনীল গ্রোভার (Sunil Grover)। দীর্ঘ ঝগড়ার অবসান। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাঁদের একসঙ্গে প্রোমো। ২০১৮ সালে অস্ট্রেলিয়া থেকে মুম্বই আসার পথে বিমানে তাঁদের মধ্যে প্রবল ঝামেলার সূত্রপাত। অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠান সেরে ফিরছিলেন তাঁরা। যদিও ফ্লাইটে আসলে কী হয়েছিল সেই নিয়ে তাঁদের কেউই প্রকাশ্যে কিছুই বলেননি কখনও। উল্লেখ্য, এই বছর এপ্রিল মাসে সুনীল গ্রোভার বলেন যে অদূর ভবিষ্যতে কপিল শর্মার সঙ্গে তাঁর কাজ করার কোনও পরিকল্পনা নেই। সুনীল গ্রোভার, কপিল শর্মা সঞ্চালিত অনুষ্ঠানে গুটঠি ও ডাক্তার মশুর গুলাটির চরিত্রে অভিনয় করতেন। 


অসুস্থ অল্লু অর্জুন, ফের পিছিয়ে গেল শ্যুটিং


বহুপ্রতীক্ষিত সিক্যুয়েল ছবিগুলির অন্যতম সুকুমার পরিচালিত অল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাসিল অভিনীত 'পুষ্পা: দ্য রুল'। কিছুদিন আগেই হায়দরাবাদের বিখ্যাত 'রামোজি ফিল্ম সিটি'তে (Ramoji Film City) ছবির নতুন শ্যুটিং শিডিউল শুরু হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিং সারার কথা সেখানে। তবে সূত্রের খবর, সেই শ্যুটিং শিডিউল পিছিয়ে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে রাখা হয়েছে। সূত্রের খবর, শ্যুটিংয়ের সময় প্রবল পরিমাণে পিঠের ব্যথায় কাবু হয়েছেন পর্দার পুষ্পা অর্থাৎ অল্লু অর্জুন। অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়েই এই সমস্যা হয়েছে তাঁর। যদিও তিনি সেভাবেই শ্যুটিং চালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু পরিচালক সুকুমার সিদ্ধান্ত নিয়েছেন বিরতি নেওয়ার যাতে অল্লু অর্জুনের স্বাস্থ্যে কোনও গুরুতর প্রভাব না পড়ে। (Allu Arjun Health Update) গত ১১ সেপ্টেম্বর নির্মাতাদের তরফে ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হয়। 


আরও পড়ুন: KBC 15: 'বচ্চন স্যার এত হাসেন দেখে আমি অবাক', মন্তব্য 'ভাইরাল' KBC প্রতিযোগী মালবাজারের আলোলিকার


'স্ত্রীয়ের তোমার প্রতি আগ্রহ থাকা বেশি জরুরি'


শনিবার 'ডাঙ্কি' স্পেশাল 'আস্ক এসআরকে' পর্বে এক ফ্যান শাহরুখ খানকে বলেন, 'ডাঙ্কির জন্য কিছু 'অনুৎসাহিত' মানুষকে কীভাবে রাজি করাব? ট্রেলারও আনছেন না আপনি এখনও, বউও এখনও আগ্রহ দেখাচ্ছে না।' স্ত্রীয়ের উৎসাহ নিয়ে বিশেষ 'ঝামেলা' না বাড়ানোই কিং খানের উপদেশ। অকপট শাহরুখের উত্তর, 'কোনও ব্যাপার না, বউই তো। ফিল্ম দেখতে আগ্রহী নয় কোনও ব্যাপার নয়। স্ত্রী তোমার প্রতি আগ্রহ থাকা বেশি জরুরি। হা হা।' অভিনেতার 'আস্ক এসআরকে' পর্বে কোনও না কোনও অনুরাগী স্ত্রীকে নিয়ে প্রশ্ন বা আবদার করবেনই। আর প্রত্যেক ক্ষেত্রেই মজার বুদ্ধিদীপ্ত উত্তর দিতে দেখা যায় কিং খানকে।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y