কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল 'শাহরুখ পুতুল' (Shah Rukh Khan)। প্রকাশ্যে 'চিনি ২' (Chini 2) ছবির ট্রেলার। রিমেকের তালিকায় তিনটি ক্লাসিক হিন্দি ছবি। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।


সেটে বিজয় সেতুপতির থেকে তামিল শিখতেন বাদশাহ


১০ জুন মুক্তি পেয়েছে 'জওয়ান'-এর প্রিভিউ ট্রেলার। সোশ্যাল মিডিয়ায় সেই প্রিভিউ শেয়ার করে নিয়েছিলেন শাহরুখ সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও। ট্যুইটারে এই ঝলক শেয়ার করে নিয়েছিলেন বিজয় সেতুপতি (Vijay Setupati)। আর সেই ট্যুইট রিট্যুইট করে কয়েকটি মজার লাইন লিখেছেন শাহরুখ। বিজয় ট্রেলারটি শেয়ার করে তামিল ভাষায় ছবিটি সম্পর্কে লিখেছিলেন। সেই ট্যুইট রিট্যুইট করে শাহরুখ লিখেছেন, 'স্যার.. আপনার সঙ্গে কাজ করতে পেরে আমি ধন্য, অভিভূত। আমায় সামান্য হলেও তামিল শেখানোর জন্য ধন্যবাদ। আর, আপনি সেটে যে খাবারগুলো নিয়ে আসতেন, সেগুলো দুর্দান্ত স্বাদের হত। সেটার জন্যও ধন্যবাদ। অনেক ভালবাসা আপনাকে।'


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'শাহরুখ পুতুল'


তাঁর নতুন ছবি ঝলকের জন্য অধীর অপেক্ষায় ছিলেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় যখন তিনি অনুরাগীদের সঙ্গে কথা বলার খেলায় মাততেন, তখন বারে বারে তাঁর কাছে ঘুরে ফিরে আসত এই প্রশ্ন। কবে প্রকাশ্যে আসবে 'জওয়ান' (Jawan)-এর প্রথম ঝলক? অবশেষে যখন সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল 'জওয়ান'-এর প্রিভিউ, তা কার্যত ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। আর সেই প্রিভিউ দেখে এতটাই প্রভাবিত হলেন এক অনুরাগী যে বানিয়ে ফেললেন শাহরুখ খান (Shah Rukh Khan)-এর পুতুল! সোশ্যাল মিডিয়া আজ 'জওয়ান'-এ শাহরুখের নেড়া মাথা লুকের একটি পুতুলের ছবি শেয়ার করে নিয়েছেন এক অনুরাগী। পেশায় Paige Wilson-একজন শিল্পী।


সত্তরের দশকের তিন ক্লাসিক ছবির রিমেক


১৯৭০-এর দশকের তিনটি ক্লাসিক ছবি, হৃষিকেশ মুখোপাধ্যায় (Hrishikesh Mukherjee) পরিচালিত 'মিলি' (Mili), 'বাওয়ার্চি' (Bawarchi) ও গুলজার (Gulzar) পরিচালিত 'কোশিশ'-এর (Koshish) রিমেক (remake) হতে চলেছে। অনুশ্রী মেহতা ও আবির সেনগুপ্তর প্রযোজনায় এই তিন ছবির গল্প বলা হলে নতুন করে। সঙ্গে থাকবেন সমীর রাজ সিপ্পিও। 'মিলি', 'বাওয়ার্চি', 'কোশিশ' ছবি তিনটির রিমেক তৈরি করতে অনুশ্রী মেহতা ও আবির সেনগুপ্তের 'জাদুগর ফিল্মস'-এর সঙ্গে হাত মিলিয়েছেন প্রয়াত প্রযোজক এন সি সিপ্পির নাতি সমীর রাজ সিপ্পি। এন সি সিপ্পির সংস্থা 'এস আর এস প্রোডাকশনস' আসল ছবিগুলির প্রযোজনা করেছিলেন। ১৯৭২ সালে হৃষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হয় 'বাওয়ার্চি'। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রাজেশ খান্না ও জয়া বচ্চন। 'মিলি' মুক্তি পায় ১৯৭৫ সালে। অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন অভিনয় করেছিলেন এই ছবিতে। অন্যদিকে ১৯৭২ সালে মুক্তি প্রাপ্ত 'কোশিশ' ছবির পরিচালনা করেছিলেন গীতিকার-পরিচালক গুলজার। এই ছবিতে অভিনয় করেছিলেন জয়া বচ্চন, সঞ্জীব কুমার। 


প্রথমবার বড়পর্দায় একসঙ্গে নীল-তৃণা


প্রথম বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharyya) ও তৃণা সাহা (Trina Saha)-কে। তবে, নতুন এই ছবিতে জুটি বাঁধছেন না তাঁরা। পরিচালক সৌম্যজিৎ আদকের নতুন ছবি 'তিলোত্তমা'-য় থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), ও ঋতব্রত মুখোপাধ্যায় (Ritobroto Mukherjee)। এই ছবির গল্প আবর্তিত হবে একটি অনাথ আশ্রমকে ঘিরে। সেই আশ্রমের নামই তিলোত্তমা। এই আশ্রমটি চালান পরাণ বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু এই আশ্রমটি চালান না, শিশুদের শিক্ষাও দেন। ছবিতে একজন সিঙ্গল মাদারের ভূমিকায় দেখা যাবে তৃণাকে। অন্যদিকে একজন সঙ্গীতশিল্পীর ভূমিকায় দেখা যাবে ঋতব্রতকে।


ভালবাসার খোঁজে দুই অসমবয়সী নারী, প্রকাশ্যে 'চিনি ২' ট্রেলার


মা-মেয়ের মধ্যে বন্ধুত্বের গল্প এর আগেও শুনেছে রুপোলি পর্দা থেকে শুরু করে বাস্তব জগত। তবে বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার মধ্যে বন্ধুত্ব? সেই সম্পর্ক যেন অলিখিতভাবে সবসময়েই অম্লমধুর হয়ে থাকে। কিন্তু যদি দুই অসমবয়সী মানুষ, দুই 'অসম্পূর্ণ' নারী যদি হয়ে ওঠে একে অপরের পরিপূরক? কেমন হয়ে সেই সম্পর্কের সমীকরণ? এই গল্পই মৈনাক ভৌমিক (Mainak Bhowmik) পর্দায় ফুটিয়ে তুলবেন 'চিনি ২' (Chini 2) ছবিতে। আজ মুক্তি পেল এই ছবি ট্রেলার। মুখ্যভূমিকায় দেখা যাবে মধুমিতা সরকার (Madhumita Sarcar) ও অপরাজিতা আঢ্য (Aparajita Addhya), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti), সৌম্য মুখোপাধ্যায় (Soumyo Mukherjee), লিলি চক্রবর্তী (Lily Chakraborty) ও পিঙ্কি বন্দোপাধ্যায় (Pinky Banerjee)-কে। 


তারাকে বাঁচাতে গিয়ে গৌরীর মৃত্যু! 


ধারাবাহিকে কি শেষ হয়ে যাচ্ছে গৌরীর সফর? মেয়ে তারাকে রক্ষা করতে গিয়ে কী প্রাণ দেবে ধারাবাহিক 'গৌরী এল' (Gouri Alo)-র নায়িকা? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। আপাতত ধারাবাহিকের গল্পে আগামীতে দেখা যাবে, তারার দেবীত্ব প্রমাণ করার জন্য চক্রান্ত করে শৈল ও রসময়। সেই চক্রান্তের আঁচ পেয়ে ঈশান সবার অজান্তে, লুকিয়ে গৌরী-তারাকে নিয়ে আসে গৌরীর গ্রামে। কিন্তু ঘটনাচক্রে সেই খবর পৌঁছে যায় শৈলর কাছে। গৌরী ও তারাকে ঘোষাল বাড়িতে ফিরিয়ে আনার জন্য সমস্তরকম চেষ্টা করতে থাকে তারা। শেষে হদিশ পেয়ে যায়, ছোট্ট তারাকে নিয়ে গৌরী লুকিয়ে রয়েছে তারই গ্রামে। খোঁজ পেয়ে তাদের ফিরিয়ে আনতে গুণ্ডা পাঠায় শৈল। গুণ্ডাদের বিরুদ্ধে একমাত্র মেয়েকে রক্ষী করতে রুখে দাঁড়ায় গৌরী। কিন্তু ৩ গুণ্ডার সঙ্গে লড়াইয়ে পেরে ওঠে না সে। গুরুতর আহত হয়ে ঢলে পড়ে মৃত্যুর কোলে। কিছুই করতে পারে না ঈশান। তবে চ্যানেলের তরফ থেকে জানা যাচ্ছে, এখনই সফর শেষ হবে না গৌরীর। ধারাবাহিকের গল্পে আসবে নতুন টুইস্ট।


আদিত্য রায় কপূরের বাহুলগ্না অনন্যা পাণ্ডে


বলিউডে (Bollywood Gossip) কান পাতলেই অনন্যা পাণ্ডে (Ananya Panday) ও আদিত্য রায় কপূরের (Aditya Roy Kapoor) প্রেমের গুঞ্জন শোনা যায়। বেশ কিছু মাস ধরেই এই খবর উঠেছে শিরোনামে। তবে এখনও পর্যন্ত আদিত্য বা অনন্যা কেউই এই ব্যাপারে মুখ খোলেননি। কৃতী শ্যাননের (Kriti Sanon) দীপাবলির অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়, সেই থেকেই জল্পনার শুরু। এই আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল তাঁদের একসঙ্গে ছবি। স্পেনে (Spain) রয়েছেন এই চর্চিত জুটি। 


আরও পড়ুন: Dev: দেবের 'প্রধান প্রায়োরিটি' এখন কী? প্রস্তুতির ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়


মুক্তির আগেই ছক্কা হাঁকাচ্ছে 'জওয়ান'


'পাঠান'-র পর মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) নতুন ছবি 'জওয়ান'। এই ছবি ঘিরে ইতিমধ্য়েই দর্শকের মধ্য়ে তৈরি হয়েছে উন্মাদনা। সোমবার প্রকাশ্য়ে এসেছিল এই ছবির প্রিভিউ, যা মাত্র একদিনের মধ্য়েই পেল ১০০ মিলিয়নেরও বেশি ভিউ। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে এই ছবি। শাহরুখ (Shah Rukh Khan) ছাড়াও বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়মণি, সানায়া মালহোত্রার ঝলক মিলেছে প্রিভিউতে। চেরি অফ দ্য় কেক হিসেবে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোনেরও।  ছিল। লাল শাড়িতে একটি অ্যাকশন দৃশ্যে দেখা মিলেছে এই তারকার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial