কলকাতা: প্রয়াত 'ধুম' পরিচালক সঞ্জয় গাধভি (Sanjay Gadhvi)। ফের নতুন ধারাবাহিকের মুখ্য চরিত্র হয়ে ফিরছেন আরাত্রিকা (Aratrika)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।


প্রয়াত পরিচালক সঞ্জয় গাধভি


প্রয়াত 'ধুম' (Dhoom) ছবির পরিচালক সঞ্জয় গাধভি (Sanjay Gadhvi)। যশ রাজ ফিল্মসের (Yash Raj Films) 'ধুম' ফ্র্যাঞ্চাইজির আরও একটি ছবি 'ধুম ২'-ও (Dhoom 2) পরিচালনা করেছিলেন তিনিই। নিজের বাড়িতেই প্রয়াত হয়েছেন পরিচালক। এমনটাই জানিয়েছেন সঞ্জয়ের বড় মেয়ে সঞ্জিনা। মৃত্যুকালে পরিচালকের বয়স হয়েছিল ৫৬ বছর। সূত্রের খবর, পরিবারের তরফে অনুমান করা হচ্ছে সম্ভবত হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে সঞ্জয়ের। যদিও তাঁর কন্যা জানিয়েছেন, সুস্থ-সবলই ছিলেন পরিচালক। আগামী ২২ নভেম্বর ছিল সঞ্জয়ের জন্মদিন। তার মাত্র তিনদিন আগেই প্রয়াত হয়েছেন পরিচালক। এভাবে আচমকা পরিচালকের প্রয়াণে শোকের ছায়া বলিউডে। সোশ্যাল মিডিয়ায় সঞ্জয়ের মৃত্যুর খবর জানিয়ে শোকপ্রকাশ করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।


শাহরুখের হাতে-কাঁধে জ্যান্ত সাপ! 


সম্প্রতি ঈশা আম্বানি (Isha Ambani) ও আনন্দ পিরামলের (Ananda Piramal) যমজ সন্তান, কৃষ্ণা ও আদিয়ার জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন বলিউডের কিং শাহরুখ খান (Bollywood King Shah Rukh Khan)। সেই অনুষ্ঠানেরই একটি ভিডিওয় দেখা গেল হালকা মেজাজে অনন্ত আম্বানি (Anant Ambani) ও তাঁর বাগদত্তা রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) সঙ্গে সময় কাটাচ্ছেন কিং খান। সেই সময়েই বাদশাহর হাতে একটি সাপ তুলে দেন অনন্ত, খানিক পরে তাঁর কাঁধে ঝুলিয়ে দেওয়া হয় আরও একটি সাপ। ভাইরাল হয়েছে সেই ভিডিও।  


আসছে নতুন ধারাবাহিক 'গীতা এলএলবি'


গুঞ্জনে সিলমোহর পড়েই বন্ধ হচ্ছে ধারাবাহিক কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। সেই জায়গায় ইতিমধ্যেই নতুন ধারাবাহিকের ঘোষণা করেছে চ্যানেল কর্তৃপক্ষ। সদ্য প্রকাশ্যে এল সেই ধারাবাহিকের প্রোমো ও সম্প্রচারের তারিখ। আগামীকাল থেকে শুরু হচ্ছে ধারাবাহিক 'গীতা এল এল বি'। এই ধারাবাহিকের মুখ্যভূমিকায় দেখা যাবে অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায় (Hiya Mukherjee)-কে। এর আগে সান বাংলার নয়নতারা ধারাবাহিকে দেখা যেত তাঁকে। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে থাকবেন কুণাল সেন। তাঁকেও দেখা যাবে একজন আইনীজীবীর চরিত্রে। এই ধারাবাহিকের নায়িকা গীতার নামকরণ হয়েছে 'ভগবৎ গীতা' থেকে।


মিতুলের গল্প শেষ হতে না হতেই নতুন ধারাবাহিকে আরাত্রিকা


ধারাবাহিক 'খেলনাবাড়ি' শেষ হতে না হতেই নতুন গল্পের মুখ্যভূমিকায় ফের আরাত্রিকা মাইতি (Aratrika Maiti)। শুরু হচ্ছে ধারাবাহিক 'মিঠি ঝোরা'। এই গল্পে আরাত্রিকার সঙ্গে দেখা যাবে দেবাদৃতা বসু (Debadrita Basu) ও স্বপ্নিলা চক্রবর্তী (Swapnila Chakraborty)-কে। তিন বোনের গল্প নিয়ে এগিয়ে যাবে এই ধারাবাহিকের গল্প। সদ্য প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। সেখানেই স্পষ্ট, ৩ বোনের ভালবাসা ও সংসারের গল্প নিয়েই এগিয়ে যাবে এই ধারাবাহিক। এর আগে, খেলনাবাড়ি ধারাবাহিকে অভিনয় করছিলেন আরাত্রিকা। এবার এই ধারাবাহিকে তাঁর সঙ্গে থাকছেন দুই নায়িকা। ধারাবাহিকের ট্রেলারে গল্পের যা আভাস পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে আরাত্রিকা বাড়ির বড় মেয়ের ভূমিকায় অভিনয় করছেন। 


তোয়ালে পরা ভাইরাল অ্যাকশন দৃশ্য নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা


আপাতত 'টাইগার ৩' (Tiger 3) ছবির সাফল্য উপভোগ করছেন পর্দার জোয়া (Zoya) অর্থাৎ ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। এই আবহে শনিবার অনুরাগীদের সঙ্গে চটজলদি প্রশ্নোত্তর পর্বে কথাবার্তা সারেন অভিনেত্রী (Ask Me Anything)। সেখানে সলমন খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে শুরু করে ছবিতে তাঁর ভাইরাল 'টাওয়েল সিন' (towel scene) সবকিছু নিয়েই অনুরাগীদের প্রশ্নের উত্তর দেন ক্যাট। এক অনুরাগী তাঁর ভাইরাল তোয়ালে পরে অ্যাকশন দৃশ্য প্রসঙ্গে প্রশ্ন করেন এবং কীভাবে সলমন নিজেও 'জিনে কে হ্যায় চার দিন' গানে তোয়ালে ব্যবহার করেছিলেন ২০০৪ সালে মুক্তি পাওয়া ডেভিড ধবনের রোম্যান্টিক কমেডি ঘরানার 'মুঝসে শাদি করোগি' ছবিতে। এর উত্তরে ক্যাটরিনা একটি ছবি শেয়ার করেন 'জিনে কে হ্যায় চার দিন' গানের যেখানে সলমনকে তোয়ালে পরে ডান্স স্টেপ করতে দেখা যাচ্ছে। ক্যাপশনে লেখেন, 'সলমন খান, আপনি তোয়ালে ব্যবহার করেছিলেন আর আমি তোয়ালে পরেছি।'


মনোকিনিতে নন্দিনী চট্টোপাধ্যায়, কী প্রতিক্রিয়া নেটিজেনদের?


দিন দুই আগে সোশ্যাল মিডিয়ায় মনোকিনি পরে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায়। আর তাতেই চোখ কপালে নেটিজেনদের। তাঁরা অবশ্য প্রশংসাই করছেন অভিনেত্রীর রূপের। পরিপাটি করে শাড়ি, মাথায় খোঁপা, সিঁথিতে চওড়া সিঁদুর, গা ভর্তি গয়না, সাধারণত পর্দায় তাঁকে এই সাজেই দেখে অভ্যস্ত বাঙালি দর্শক। তাঁকেই হঠাৎ বোল্ড লুকে দেখে হতবাক সকলে। কালো মনোকিনিতে ছবি দেখে মনে হতেই পারে তিনি বয়সকে যেন অজানা জাদুবলে আটকে রেখেছেন। দেখে বোঝার উপায় নেই পর্দায় এই মানুষই কারও কারও শাশুড়ির চরিত্রে অভিনয় করেন। এদিন ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'ইউ ডোন্ট ওন মি'। তাঁর পোস্টে প্রশংসা করে মন্তব্য করেছেন একাধিক মহিলাও। একজন লেখেন, 'তুমি আসবে বলে মেঘলা আকাশ, এখনও বৃষ্টি হয়নি', কেউ ভালবাসার ইমোজিতে ভরালেন। অপর একজন লেখেন, 'অপূর্ব সুন্দর লাগছে কাকিমণি। অনেক ভালবাসা রইল।'  


কাঞ্চনের সঙ্গে পর্দার সফর থামল শ্রীময়ীর


১০ মাসের সফরের সমাপ্তি.. শেষ হল ধারাবাহিক কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। এবার স্টার জলসায় এই ধারাবাহিকের জায়গাতেই সম্প্রচারিত হবে নতুন ধারাবাহিক। আর শেষের দিনে, সোশ্যাল মিডিয়ায় লম্বা, আবেগঘন পোস্ট করে ফেলে আসা সফর ফিরে দেখলেন শ্রীময়ী। এই ধারাবাহিকে সুধাময়ীর চরিত্রে দেখা যেত তাঁকে। সোশ্যাল মিডিয়া আজ সেট থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শ্রীময়ী। সেখানে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। এই ধারাবাহিকে তাঁর সঙ্গে অভিনয় করতেন কাঞ্চন মল্লিক। দুজনের একসঙ্গে অভিনয় করার সফরও আপাতত থামছে। শ্রীময়ী লিখছেন, ধারাবাহিক ছোট-বড় মিলিয়ে সবাই খুব মজা করে কাজ করতেন তাঁরা। পর্দায় স্পষ্ট হত সেই বন্ধুত্বের গল্পও। ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করতেন শ্রীময়ী। সেই স্মৃতি উস্কে অভিনেত্রী লেখেন, 'আমি এই প্রথম পিরিয়ডিক্যাল ড্রামাতে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। সেই অনুভূতিটা আমার কাছে ভীষণ বিশেষ। হয়তো আপনাদের চোখে সুধাময়ী খুব শয়তান, খুব দুষ্টু ,খুব বদমাইশ... কিন্তু সুধাময়ীকে বানানোর সফরটা আমার কাছে শুধু আবেগ নয়, একটা নিজের হাতে করে গড়ে তোলা একটা চরিত্র। অনেক জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে আমাকে শুনতে হয়েছে "ওই তো কুচুটে পিসি এসে গিয়েছে", "আর কত শয়তানি করবে ফুলপিসি"...... হয়তো ভবিষ্যতে আবারও কাজ করব, কিন্তু সুধাময়ী ডাকটা হয়তো আর শুনতে পাব না। আর তাড়াতাড়ি করে সুধাময়ীর জন্য তৈরি হতে হবে না। সুধাময়ীর লেখা চিত্রনাট্য হাতে পাব না।'


বিশ্বকাপের ফাইনালে গ্যালারিতে আশা ভোঁসলেকে সাহায্য শাহরুখের


আমদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) চলছে বিশ্বকাপ ফাইনাল (ODI World Cup 2023)। ভারত বনাম অস্ট্রেলিয়ার (IND vs Aus) ক্রিকেট ম্যাচ দেখতে দর্শকাসনে একাধিক তাবড় তারকা। হাজির বলিউডের বাদশাহও। এসেছেন সপরিবারে। গ্যালারিতে দেখা গেল শাহরুখ খান (Shah Rukh Khan), গৌরী খান, আরিয়ান খান, সুহানা খান। একাধিক ছবি ও ভিডিও হয়েছে ভাইরাল। এসবের মধ্যেই অপর একটি ভিডিও ভাইরাল হয়েছে যা নজর কেড়েছে কিং খান অনুরাগীদের। তাঁদের মতে যা আরও একবার প্রমাণ করে শাহরুখের মতো বিনয়ী, নম্র অভিনেতা কমই আছেন। ম্যাচ দেখতে দর্শকাসনে চাঁদের হাট। সেখানেই দেখা যায় কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের (Asha Bhosle) পাশে বসে রয়েছেন শাহরুখ খান। খেলার মাঝে তাঁদের মধ্যে কথোপকথনও চলে। তারপরেই দেখা যায় আশাজির হাতে ধরা চায়ের কাপ। তা বুঝতে পেরেই সাহায্যের হাত বাড়ান শাহরুখ। খুব স্বাভাবিক ভঙ্গিতে শাহরুখ নিজে সেই কাপ তাঁর হাত থেকে নিয়ে বেরিয়ে যান যথাস্থানে রাখতে। সেই সময় সিঁড়ির পাশে দাঁড়ানো এক কর্মী কিং খানের হাত থেকে কাপ-প্লেট নিয়ে চলে যান। 


কোথায় দাঁড়িয়ে 'নিম ফুলের মধু' ধারাবাহিকের গল্প?


পায়ে পায়ে বিবাহবার্ষিকী পর্ণা আর সৃজনের। যদিও তাঁদের মধ্যে বিচ্ছেদের মামলা চলছে, তারপরেও দত্তবাড়িতে মহাসমারোহে আয়োজন করা হয়েছে তাদের বিবাহবার্ষিকী। আগামীকাল ১ ঘণ্টার মহাপর্ব সম্প্রচারিত হবে ধারাবাহিক 'নিম ফুলের মধু' (Neem Phuler Madhu)-র। আর এই মহাপর্বে হাজির থাকবেন 'ফুলকি'-ধারাবাহিকের নায়ক ও নায়িকা। গল্পে, সৃজন ও পর্ণার বিচ্ছেদের মামলা চলছে। আর তাদের বিচ্ছেদ আটকানোর জন্য দত্ত পরিবারের ঠাম্মি সাহায্য় চায় ফুলকির কাছে। ঠাম্মি পরিকল্পনা করে, বিবাহবার্ষিকীর দিন সৃজন ও পর্ণাকে কাছাকাছি রাখতে হবে। তবেই তাঁদের দূরত্ব ঘুঁচবে আর আটকানো যাবে বিচ্ছেদও। সেই মতো ফুলকি সহ বাকিরাও এসে হাজির হয়। ফুলকি এসে পর্ণাকে বলে বিবাহবার্ষিকী উদযাপনের কথা, তবে পর্ণা দ্বিধা করে। তার ভয়, সৃজন এতে নারাজ হবে। কিন্তু সৃজন রাজি হয়ে যায় বিবাহবার্ষিকী উদযাপনে। আর তখন ঠাম্মি নিজের পরিকল্পনার কথা জানায়। তারপর?


আরও পড়ুন: Zeenat Aman: ৭২তম জন্মদিনে শুভেচ্ছা পেয়ে আপ্লুত! শিমলা থেকে ধন্যবাদ জানালেন জিনত আমন


৭২তম জন্মদিনে শুভেচ্ছা পেয়ে আপ্লুত জিনত!


রবিবার, ১৯ নভেম্বর, ৭২ পূর্ণ করলেন বর্ষীয়ান অভিনেত্রী জিনত আমন (Zeenat Aman Birthday)। আর নিজের জীবনের এই বিশেষ দিন বিশেষভাবেই কাটালেন অভিনেত্রী। শিমলা (Shimla) থেকে অনুরাগীদের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন। জন্মদিন উপলক্ষে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করে আবেগঘন বার্তা লেখেন অভিনেত্রী জিনত আমন। সেখানে ধন্যবাদ জানালেন অনুরাগীদের, তাঁর পরিবার ও বন্ধুবান্ধবদেরও, তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য। এদিন শিমলা থেকে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'আজ - আমার জীবনের জন্য অযৌক্তিক কৃতজ্ঞতার প্রকাশ। সেই সমস্ত চূড়া এবং ক্ষতির জন্য যা আমাকে স্থিতিস্থাপকতা এবং আত্মবিশ্বাস উপহার দিয়েছে। আমার ছোট্ট, আদুরে দু-পেয়ে ও চার-পেয়ে পরিবারের জন্য। সেই বন্ধুদের বৃত্ত যাঁরা আমাকে দশকের পর দশক ধরে সহ্য করেছে। সেই মন যা এখনও জীবন্ত এবং আগ্রহী। সেই শরীর যা মাঝে মাঝে যন্ত্রণায় কাতর হয় কিন্তু জীবিত থাকে। এবং সেই সমস্ত সুযোগ যা আমাকে ফলের দিকে এগিয়ে নিয়ে যায়।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y