কলকাতা: একের পর এক করোনার থাবায় কার্যত বেহাল টলিউড। লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আজই করোনা আক্রান্ত হয়েছেন টলিউডের অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। অন্যদিনে কিছুক্ষণ আগেই সোশ্য়াল মিডিয়ায় জানিয়েছেন করোনা আক্রান্ত হয়েছেন বনি সেনগুপ্ত। এবার ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করতে চলেছেন কপিল শর্মা। আজ মুক্তি পেল ঝুলন গোস্বামীর বায়োপিকের টিজার। মুখ্যভূমিকায় রয়েছেন অনুষ্কা শর্মা। দিনভর নজর কাড়ল বিনোদন দুনিয়ার কোন কোন খবর? দেখে নিন একনজরে
করোনা আক্রান্ত সোহম চক্রবর্তী
করোনা আক্রান্ত (Corona Positive) অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা জানালেন, তিনি ও তাঁর পরিবারের সবাই করোনা আক্রান্ত। সেইসঙ্গে অভিনেতা সবাইকে করোনার সুরক্ষাবিধি মেনে চলার অনুরোধ করেছেন। একের পর এক কোভিড কোপে বিপর্যস্ত টলিউড। গতকালই করোনা আক্রান্ত হয়েছেন টলিউডের প্রথম সারির ৬ তারকা। আজ ট্যুইট করেন সোহম। সেখানে তিনি লেখেন, 'আমি আর আমার পরিবারের বেশ কিছু সদস্য কোভিড পজিটিভ। আমরা সবাই বাড়িতেই আইসোলেশনে রয়েছি। প্রত্যেকে দয়া করে করোনাবিধি মেনে চলুন ও সুরক্ষিত থাকুন।'
করোনা আক্রান্ত বনি সেনগুপ্ত
লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংখ্যাটা। রোজ করোনা আক্রান্ত হচ্ছেন টলিউডের একাধিক তারকারা। এবার করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। সোশ্যাল মিডিয়ায় এখনই পোস্ট করে জানিয়েছেন তিনি। এখনই ইনস্টাগ্রামে পোস্ট করে বনি লিখেছেন, 'আমি করোনা পজিটিভ। আমার হালকা উপসর্গ রয়েছে। সম্প্রতি আমি শ্যুটিং করছিলাম তাই সবাইকে অনুরোধ করব, যাঁরা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে কোভিড পরীক্ষা করিয়ে নিন। আপনাদের আশেপাশের মানুষদের নিয়েও সচেতন থাকুন। আমি আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছি আর আমার চিকিৎসক আমায় নিয়মিত পরামর্শ দিচ্ছেন। সবাইকে অনুরোধ করব সুরক্ষাবিধি মেনে চলুন আর মাস্ক পরুন।'
মিশুকের জন্মদিন
ফ্রেমবন্দি একগুচ্ছ ছবি। সব ছবিতেই জন্মদিনের আমেজ আর কেকের গন্ধ। আজ তৃষাণজিৎ চট্টোপাধ্যায় (Trishanjit Chatterjee) ওরফে মিশুকের জন্মদিন। ছেলের জন্মদিন উদযাপনের ছবি ভাগ করে নিলেন টলিউডের 'ইন্ডাস্ট্রি'। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। (Prosenjit Chatterjee) সোশ্যাল মিডিয়ায় মিশুকের জন্মদিন পালনের ছবি দেখে আবেগে ভাসলেন ভক্তরা। তবে কেবল প্রসেনজিৎ নয়, পাশাপাশি ফ্রেম ভাগ করে নিলেন অর্পিতা চট্টোপাধ্যায়ও (Arpita Chatterjee)। সকালেই সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাগ করে নেন প্রসেনজিৎ। সেখানে দেখা গেল, উৎসব বাড়ির লনে বসেছিল মিশুকের জন্মদিনের ছিমছাম পার্টি। ফুটবলপ্রেমী মিশুকের জন্য হাজির ছিল ফুটবল কেক। সেইসঙ্গে হাজির ছিল আরও বড় একটি কেকও। গাঢ় নীল রঙের জ্যাকেটে ঝলমল করছে বার্থ ডে বয়। আর প্রসেনজিতের পরণে দেখা গেল জলপাই রঙের শীতপোশাক। ছেলের জন্মদিনে অর্পিতা বেছে নিয়েছিলেন নীল ডেনিম আর গোলাপি সোয়েটার টপ। একে অপরকে কেক খাইয়ে দেওয়া থেকে শুরু করে মিশুককে মাঝে নিয়ে হাসিমুখে প্রসেনজিৎ অর্পিতা, ফ্রেমবন্দি করা হল সব মুহূর্তই। সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি পোস্ট করে প্রসেনজিৎ লিখলেন, 'শুভ জন্মদিন মিশুক। তোমার জন্মদিনে ফিরে দেখা কিছু সুন্দর মুহূর্ত। যেমন সুন্দর তোমার মন, তেমনটাই থাকুক চিরকাল।' সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিতের পোস্টে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন টলিউডের নায়ক নায়িকারাও।
ওটিটিতে কপিল শর্মা
জার্নি অমৃতসর টু 'কপিল শর্মা শো' (The Kapil Sharma Show)। বলিউডের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা (Kapil Sharma) তাঁর হাস্যকৌতুক বিনোদনে দিয়ে দর্শককে মাতিয়ে রাখেন। কখনও বড় পর্দায়, কখনও ছোট পর্দায়। কপিল শর্মার শো মানেই কিছু অতিরিক্ত হাসি। তাই তাঁর জনপ্রিয়তাও কম নয়। বড় পর্দা, ছোট পর্দায় নিজেই কমেডি দেখানোর পর এবার ওটিটি প্ল্যাটফর্মে কমেডি করতে আসছেন কপিল শর্মা। ওটিটিতে আত্মপ্রকাশ হয়ে চলেছে কমেডিয়ান কপিল শর্মার। খুব শীঘ্রই মুক্তি পাবে কমেডি শো 'কপিল শর্মা- আই অ্যাম নট ডান ইয়েট'। জানা যাচ্ছে, আগামী ২৮ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে কপিল শর্মার শো।
হাসপাতাল থেকে মুক্তি সস্ত্রীক প্রেম চোপড়ার
কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সস্ত্রীক বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া (Prem Chopra)। করোনা (Covid19) সংক্রমিত হওয়ার পর তাঁকে এবং তাঁর স্ত্রী উমা চোপড়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়। প্রেম চোপড়ার হাসপাতালে ভর্তিতে উদ্বেগ ছড়ায় বলি পাড়ায়। তবে, সস্তির খবর জানা গিয়েছে। বর্ষীয়ান অভিনেতা ও তাঁর স্ত্রীকে সম্প্রতি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা দুজনেই মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। এদিন একটি বিবৃতিতে চিকিৎসক জালিল পারকার জানিয়েছেন যে, ছিয়াশি বছর বয়সী বর্ষীয়ান তারকা প্রেম চোপড়া ও তাঁর স্ত্রী উমাদেবীকে মোনোকোনাল অ্যান্টিবডি দেওয়া হয়েছিল চিকিৎসার সময়। তাঁরা আগেই জানিয়েছিলেন যে, দুজনেই চিকিৎসায় উন্নতি হচ্ছে। খুব শীঘ্রই তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তেমনই সদ্য জানা গিয়েছে, অভিনেতা এবং তাঁর স্ত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।
আলতা ফড়িং-এর গল্প
ইটভাটার শ্রমিকের মেয়ের স্বপ্ন জিমন্যাস্টিক। মা-মেয়ের অভাবের সংসার চলে ওই ইঁটভাটায় কাজ করেই। কিন্তু হঠাৎ প্রাকৃতিক বিপর্যয় তছনছ করে দেয় সবটা। কেবল কী বিচ্ছেদ? বন্যার জল ফড়িংয়ের জীবনে নিয়ে আসে অভ্রদীপকে। তারপর? ১০ জানুয়ারি থেকে নতুন গল্প সন্ধে সাড়ে ৭টায় নতুন গল্প শোনাতে আসছে ধারাবাহিক 'আলতা ফড়িং'। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন খেয়ালি মণ্ডল। তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম অভ্রদীপ চট্টোপাধ্যায়। অন্যদিকে ফড়িংয়ের মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শাঁওলি চট্টোপাধ্যায়কে। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক সম্মেলনে হাজির ছিল টিম 'আলতা ফড়িং' (Alta Phoring)। সেখানে খোলা চুলে, পুলওভার পরে ক্যামেরার সামনে বসে খুশিতে ঝলমল করছিলেন খেয়ালি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যেমন সপ্রতিভ তিনি, তেমনই তাঁর প্রশংসায় পঞ্চমুখ ধারাবাহিকের অন্যতম মাথা সুশান্ত দাশ। তাঁর কথায় জানা গেল, বেশ কয়েকদিন ধরে টানা জলে ভিজে শ্যুটিং করেছেন খেয়ালি আর শাঁওলি। সুশান্ত বলছেন, 'পরিস্থিতি এমনই যে শীতকালেই শ্যুটিং করতে হবে। আমফানের দৃশ্য শ্যুটিংয়ের সময় সকাল থেকে রাত ১০টা পর্যন্ত বুক জলে দাঁড়িয়ে থাকতেন শাঁওলি আর খেয়ালি। কেবল দুই অভিনেত্রী নয়, জলে ভিজে বেশ কিছুটা শ্যুটিং করতে হয়েছে অর্ণবকেও। তবে আমাদের ভীষণ চিন্তা ছিল অভিনেত্রীদের নিয়ে। মনে হত, ওরা যদি গুরুতর অসুস্থ হয়ে পড়ে তাহলে বাকি শ্যুটিং কীভাবে হবে! অবাক ব্যাপার, ওদের চোখে মুখে কষ্টের চিহ্নমাত্র ছিল না। অনবদ্য অভিনয় করেছেন দুজনেই।'
অনুষ্কার 'ঝুলন' সাজ
প্রকাশ্যে এল ক্রিকেটার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) বায়োপিক 'চাকদহ এক্সপ্রেস'-এর টিজার। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। যিনি এই সিনেমায় ঝুলনের চরিত্রে অভিনয় করছেন। পর্দায় তাঁকে দেখা যাবে ফাস্টবোলার হিসাবে। দীর্ঘ তিন বছর পর ফিরছেন বিরাট ঘরনি। বৃহস্পতিবার সকালে অনুষ্কা জানিয়ে দিলেন, ঝুলন গোস্বামীর বায়োপিকে নাম ভূমিকায় থাকছেন তিনিই। ছবির নাম ‘চাকদহ এক্সপ্রেস’। গত বছরের শেষে শোনা গিয়েছিল প্রযোজক হিসাবে পরিচালক প্রসিত রায়ের এই প্রোজেক্টের পাশে থাকলেও অভিনয় করবেন না। কিন্তু সব জল্পনায় জল ঢেলে দিলেন অনুষ্কা। ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল অভিনেত্রীর শেষ ছবি ‘জিরো’। গত বছর জানুয়ারিতে মা হন তিনি। আগামী সপ্তাহেই এক বছর পূর্ণ করবে ভামিকা। অবশেষে মেয়েকে সামলে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফেরার পালা অনুষ্কার।
অভিনয়ে মদন মিত্র
কখনও তাঁর মুখে ফিল্মি ডায়লগ, কখনও আবার গান ও লাভলি (Oh Lovely) । সম্প্রতি গেয়েছেন রবীন্দ্রসঙ্গীতও। নেতা-বিধায়ক-নায়ক থেকে গায়ক। এই হচ্ছেন মদন মিত্র (Madan Mitra)। ওহ্ লাভলি হিট দেওয়ার পরে তাঁর গলায় রবীন্দ্রসঙ্গীতও হিট।দলে তিনি 'রঙিন' মানুষ বলেই পরিচিত। তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভ করলেই হুড়মুড়িয়ে পড়ে লইক। বন্যা বয় কমেন্টের। এ হেন মদন মিত্র এবার অভিনয়ে। এবার সিনেমায় পা রাখলেন মদন মিত্র। সারা কলকাতা যখন করোনা (Coronavirus) আতঙ্কে কাঁপছে, তখন 'MM' ব্যস্ত ডাবিং-এ। পরপর আউড়াচ্ছেন ছবির সংলাপ। এক্কেবারে দুর্দান্ত মেজাজে। হাসছেন এক্কেবারে ফিল্মি কায়দায়। বলছেন, ভাল চরিত্র পেলে মাত করে দেবেন। প্রত্যয়ী সুরেই বলছেন, ' উত্তমকুমার ছাড়া সবাইকে আমি রিপ্লেস করে দিতে পারি'। 'হচপচ' নামে ঘণ্টা দেড়েকের সিনেমায় স্বনামেই পর্দায় দেখা মিলবে কামারহাটির বিধায়কের। অতিথি শিল্পী হিসেবে কিছুক্ষণের অ্যাপিয়ারেন্স। আর তাতেই মদন ধরা দিলেন খোশ মেজাজে। কামারহাটির বিধায়ক কথায় কথায় গান ধরেন। অভিনেতা মদনের গলায় সুরের ফুলঝুরি। রুপোলি পর্দায় মদনের এই অভিষেক আম জনতার কাছে মুক্তি পাবে মে মাসে। কিন্তু তার ঢের আগে স্টুডিওতে মদন মিত্রকে দেখা গেল নিজের মেজাজে। সবকিছুর মাঝেই বলে উঠছেন 'ও লাভলি' । সব দেখে শুনে আপাতত কামারহাটির তৃণমূল বিধায়কের ফ্যান-ফলোয়াররা একটাই কথা বলছেন, ওহ্ লাভলি!