কলকাতা: বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? ছোট পর্দা থেকে বড় পর্দা। বলিউড থেকে টলিউড। বিনোদনের জগতের সেরা খবরগুলিতে (Top Entertainment News Today) চোখ বুলিয়ে নিন।
নিক-প্রিয়ঙ্কার কন্যা সন্তানের নাম-
যদিও এখনও পর্যন্ত অফিশিয়ালি সন্তানের নাম কিংবা ছবি প্রকাশ্যে আনেননি নিক জোনাস (Nick Jonas) কিংবা প্রিয়ঙ্কা চোপড়া। তবে, বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সদ্যোজাত কন্যা সন্তানের নাম তাঁরা রেখেছেন মালতী মারি চোপড়া জোনাস (Malti Marie Chopra Jonas)। সূত্রের খবর, গত ১৫ জানুয়ারি সান দিয়াগো হাসপাতালে রাত আটটার পর জন্ম হয় তাঁদের সন্তানের। সম্প্রতি বেশ কিছু সংবাদমাধ্যমের হাতে এসেছে নিক-প্রিয়ঙ্কার কন্যা সন্তানের বার্থ সার্টিফিকেটও। যদিও এই তথ্য এবং ফাঁস হওয়া বার্থ সার্টিফিকেটের সত্যতা প্রসঙ্গে মুখ খোলেননি নিক-প্রিয়ঙ্কা কেউই।
প্রকাশ্যে 'ভুল ভুলাইয়া টু'-এর হাড়হিম করা মোশন পোস্টার-
এদিন নেট মাধ্যমে 'ভুল ভুলাইয়া টু' ছবির নতুন মোশন পোস্টার মুক্তি পেয়েছে। যাতে দেখা যাচ্ছে, ভয় পাওয়া চোখে কোনও কিছুর দিকে তাকিয়ে রয়েছেন কিয়ারা আডবাণী। আর তাঁর মাথা দিয়ে বেরিয়ে আসছে কালো, লোমশ অশরীরীর হাত। আর ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে কারও হাসি এবং সেই মঞ্জুলিকার গান 'আমি যে তোমার'। নেট দুনিয়ায় 'ভুল ভুলাইয়া টু' ছবির এই মোশন পোস্টার মুক্তি পেতেই দর্শকদের উত্তেজনার পারদ আরও চড়েছে। রীতিমতো ঝড় তুলেছে হাড়হিম করা এই পোস্টার।
ক্ষমা চাইলেন অক্ষয়-
বলিউড (Bollywood) অভিনেতা অজয় দেবগণ এবং শাহরুখ খানের সঙ্গে সম্প্রতি একিট মুখশুদ্ধির বিজ্ঞাপনে দেখা যায় অক্ষয়কে। মুখশুদ্ধি বলে চালালেও, আদতে ওই সংস্থা গুটখা তৈরি করে। নিজের স্বাস্থ্য এবং শরীরচর্চা নিয়ে অত্যন্ত সজাগ অক্ষয়। চারপাশের লোজন এবং অনুরাগীদেরও তা নিয়ে অনুপ্রেরণা জোগান। তাই তিনি এই ধরনের বিজ্ঞাপনে অংশ নেওয়ায় রুষ্ট হন অনেকেই। নেটমাধ্যমে সরাসরি অভিনেতার সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাতেই বুধবার গভীর রাতে বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন অক্ষয়।
সন্তানের নাম প্রকাশ করলেন কাজল আগরওয়াল-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দীর্ঘ একটি পোস্ট করেছেন কাজল আগরওয়াল। যেখানে কোথাও তিনি সন্তানের জন্মের মুহূর্তের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। কোথাও অন্তঃসত্ত্বা থাকাকালীন তাঁর নানা শারীরিক অবস্থা থেকে মানসিক পরিস্থিতি কেমন ছিল তা তুলে ধরেছেন। আবার কোথাও গর্ভে থাকা সন্তানের জন্য তাঁর উদ্বেগ কেমন থাকত, সে কথাও লিখেছেন। তাঁর লেখা শুরু হচ্ছে, 'এই পৃথিবীতে আমার সন্তান নীলকে স্বাগত জানানোর জন্য উত্তেজনা অনুভব করছি।' তাঁর পোস্ট ধরেই জানা যাচ্ছে, কাজল আগরওয়াল তাঁর সদ্যোজাত পুত্র সন্তানের নাম রেখেছেন নীল কিচলু। এরপর তাঁর পোস্টে একে একে উঠে এসেছে গর্ভাবস্তার নানা অভিজ্ঞতা।
আরও পড়ুন - Heropanti 2 Promotion: 'হিরোপন্তি ২'-এর প্রচারে নজর কাড়লেন টাইগার-তারা
নতুন রেকর্ড গড়ল 'কেজিএফ চ্যাপ্টার টু'-
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'কেজিএফ চ্যাপ্টার টু' হিন্দি ভার্সনের সাত দিনের বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট ধরেই জানা যাচ্ছে, সবথেকে কম সময়ে ২৫০ কোটি টাকা ব্যবসা করা হিন্দি ছবির তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছে 'কেজিএফ চ্যাপ্টার টু'। এতদিন পর্যন্ত শীর্ষের জায়গা ধরে রেখেছিল 'বাহুবলী টু'। ৮ দিনে প্রভাস অভিনীত 'বাহুবলী টু' ২৫০ কোটি টাকার ব্যবসা করে। কিন্তু এবার সেই জায়গা দখল করল যশের ছবি। কম সময়ে ২৫০ কোটি টাকার ব্যবসা করা হিন্দি ছবির তালিকায় সবার প্রথমে যে পাঁচটি ছবি রয়েছে, তা হল- ১) 'কেজিএফ চ্যাপ্টার টু'- ৭ দিনে। ২) 'বাহুবলী ২'- ৮ দিনে। ৩) 'দঙ্গল'- ১০ দিনে। ৪) 'সঞ্জু'- ১০ দিনে। ৫) 'টাইগার জিন্দা হ্যায়'- ১০ দিনে।
টাইগার শ্রফের স্টান্ট দেখে অনুপ্রাণিত অমিতাভ বচ্চন-
সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চনের একটি পোস্ট ঝড় তুলেছে। সেখানে দেখা গেল তিনি অ্যাকশন তারকা টইগার শ্রফের নকল করছেন। সাদা জ্যাকেট ও কালো ট্র্যাক প্যান্ট পরে, মাথায় ব্যান্ডানা বেঁধে তিনি স্টান্টে ব্যস্ত। অনুরাগীদের দেখালেন তাঁর স্টান্ট স্কিল। স্বভাবসিদ্ধ মজার ছলে ক্যাপশনে লিখলেন, 'টাইগার শ্রফকে তাঁর 'ফ্লেক্সিবল কিক' দেওয়ার ক্ষমতার জন্য এত 'লাইক' পেতে দেখে, আমিও ভাবলাম একটু চেষ্টা করব, এমনকী যদি ওঁর সামান্য শতাংশ 'লাইক'ও পাওয়া যায়।'
মুক্তির অপেক্ষায় বিদ্যুৎ জামওয়ালের 'খুদা হাফিজ ২'-
বিদ্যুৎ জামওয়ালের আগামী ছবি 'খুদা হাফিজ চ্যাপ্টার ২ অগ্নি পরীক্ষা' ১৭ জুন মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। বৃহস্পতিবার ছবির মুক্তির তারিখ ঘোষণা করে পোস্ট করেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায়, বৃহস্পতিবার, বিদ্যুৎ ছবি মুক্তির তারিখ ঘোষণা করেন। ক্যাপশনে লেখেন, 'সমীর ও নার্গিসের অগ্নিপরীক্ষার সাক্ষী থাকুন। প্রেক্ষাগৃহে আসছে ১৭ জুন, ২০২২।'
অনুরাগীদের ধন্যবাদ 'কেজিএফ: চ্যাপ্টার ২' অভিনেতা যশের-
বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন রকিং স্টার যশ (Rocking Star Yash)। অনুরাগীদের শুভেচ্ছা জানান একটা ছোট্ট গল্পের মাধ্যমে।
'মেরি ক্রিসমাস'-এর শ্যুটিংয়ে ব্যস্ত ক্যাটরিনা-
একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছে 'মেরি ক্রিসমাস' সিনেমার সেট থেকে। ক্যাটরিনা কাইফকে সেখানে তামিল অভিনেত্রী রাধিকা শরৎকুমারের সংলাপ আদানপ্রদান করতে দেখা যাচ্ছে। কখনও তাঁদের ফোনে ব্যস্ত দেখা গেল।
'কেজিএফ চ্যাপ্টার টু' দেখতে গিয়ে মর্মান্তিক পরিণতি যুবকের-
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, বসন্ত কুমার নামে এক যুবক এদিন কর্ণাটকের (Karnataka) রাজশ্রী সিনেমা হলে 'কেজিএফ চ্যাপ্টার টু' (KGF: Chapter 2) দেখতে গিয়েছিলেন। সেখানেই সামনের আসনে পা রাখাকে কেন্দ্র করে আরও এক ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। জানা যাচ্ছে, সামনের আসনে পা রেখেছিলেন বসন্ত নামে ওই যুবক। ঘটনাকে কেন্দ্র করে আক্রমণকারীর সঙ্গে তীব্র বচসা বাধে তাঁর। তারপরই সিনেমা হল ছেড়ে বেরিয়ে যায় আক্রমণকারী। কিন্তু কিছুক্ষণ পরই যে সেই বচসা মর্মান্তিক রূপ নেবে তা ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। সিনেমা হল ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে ফিরে আসে আক্রমণকারী। আচমকাই পিস্তল বের করে বসন্তের দিকে তাক করে গুলি চালায় সে। বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায় আক্রমণকারী। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই যুবককে কাছের হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, এই মুহূর্তে বিপদমুক্ত ওই যুবক। স্থানীয় পুলিশ আক্রমণকারীর সন্ধান চালাচ্ছে বলেই জানা গিয়েছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
ওটিটিতে আসছে অমিতাভ বচ্চনের 'ঝুন্ড'-
অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সদ্য মুক্তি প্রাপ্ত স্পোর্টস ড্রামা 'ঝুন্ড' (Jhund) মুক্তি পাচ্ছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'জি ফাইভ'-এ (Zee5)। মে (May) মাসেই মুক্তি পাবে ছবিটি।
বিজ্ঞাপন বিতর্কে অবশেষে মুখ খুললেন অজয় দেবগন-
যে বিজ্ঞাপনকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্য়াম্বাসাডর এতদিন পর্যন্ত ছিলেন শাহরুখ খান এবং অজয় দেবগন। সম্প্রতি তাঁদের সঙ্গে যোগ দেন অক্ষয় কুমার। বিতর্ক প্রসঙ্গে আজ অজয় দেবগন বলেন, 'এটা একেবারেই ব্যক্তিগত পছন্দের ব্যাপার। যখন তুমি কোনও কিছু করছ, তখন তোমাকে দেখতে হবে সেটা কতটা ক্ষতিকর হতে পারে। কিছু জিনিস ক্ষতিকর, কিছু নয়। আমি কোনও নাম নিতে চাইছি না। কারণ, আমি এটা প্রচার করতে চাইছি না। তবে, এটাই বলব, আমি এলাচের বিজ্ঞাপন করেছি। আর যদি কোনও বিষয় খারাপ হয়, তাহলে তার বিক্রিই বন্ধ করে দেওয়া উচিত।'