কলকাতা: বলিউড থেকে টলিউড। ছোট পর্দা থেকে বড় পর্দা। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? রুপোলি জগতের সেরা খবরগুলিতে (Top Entertainment News Today) চোখ বুলিয়ে নিন।


'এক্সেলেন্স ইন সিনেমা' অ্যাওয়ার্ডে ভূষিত নওয়াজউদ্দিন-


সম্মানীয় ফ্রেঞ্চ রিভেরা ফিল্ম ফেস্টিভ্যালে 'এক্সেলেন্স ইন সিনেমা'য়ব সম্মানিত হলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন দুবারের এমি অ্যাওয়ার্ড বিজয়ী মার্কিন অভিনেতা ও প্রযোজক ভিনসেন্ট ডি পল। স্বভাবতই এত বড় সম্মান পেয়ে অভিভূত অভিনেতা। তবে বিদেশের মাটি থেকে সম্মানিত হয়ে দেশে এই প্রথম ফিরছেন না নওয়াজ। এর আগে কান ফিল্ম ফেস্টিভ্যালে দেশের পক্ষ থেকে পুরস্কার নেওয়ার জন্য নওয়াজ প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।


'সমশেরা'র সেটে ক্যামেরাবন্দি রিল ও রিয়েল 'সঞ্জু'-


সম্প্রতি একটি পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয়েছেন রিল লাইফ ও রিয়েল লাইফ সঞ্জয় দত্ত। দেখা যায় সঞ্জয় দত্ত ও রণবীর কপূর ব্যস্ত বাক্যালাপে। একটি ভিডিওয় দেখা যায় কথা বলছেন তাঁরা দুই জন। ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনরা ভরিয়েছেন কমেন্টে। তাঁরা কমেন্ট করতে শুরু করেন, 'রিল লাইফ সঞ্জু ও রিয়েল লাইফ সঞ্জু'। 


'ফিটনেস ওয়ার্ল্ড'-এ কৃতীর পদার্পণ-


'উদ্যোক্তা' কৃতী শ্যানন। 'ফিটনেস কমিউনিটি'-তে নিজের জায়গা করতে উদ্যোগী অভিনেত্রী। অপর তিন ফিটনেস ট্রেনার ও কো-ফাউন্ডার রবিন বহেল, কর্ণ সহনে ও অনুষ্কা নন্দানির সঙ্গে হাত মেলালেন তিনি। শুরু করেছেন ওয়েলনেস স্টুডিও 'দ্য ট্রাইব' (The Tribe)। কৃতী শ্যানন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখেছেন, 'তিনজন দুর্দান্ত কো-ফাউন্ডারের সঙ্গে উদ্যোক্তা হিসেবে নিজের যাত্রা শুরু করলাম। আমাদের প্যাশন প্রজেক্ট 'দ্য ট্রাইব' শুরু করলাম। মিমি ছবির পর যখন আমাকে ১৫ কিলো ঝরাতে হয় তখন আমার ফিটনেস যাত্রাকে নতুন করে আবিষ্কার করি এবং এমন সময় যখন লকডাউনে কোনও জিম খোলা ছিল না।'


অপরাজেয় 'অপরাজিত'-


'অপরাজিত'-এর (Aparajito) মুকুটে নয়া পালক। অনীক দত্ত (Anik Dutta) পরিচালিত ও জিতু কামাল (Jeetu Kamal), সায়নী ঘোষ (Saayoni Ghosh) অভিনীত এই ছবি মুক্তির আগে থেকেই একের পর এক কারণে শিরোনামে থেকেছে। ছবি মুক্তির পর ভূয়সী প্রশংসা পেয়েছে। এবার সেই তালিকায় জুড়ল আরও একটা খেতাব। আইএমডিবিতে (IMDb) বিশ্বের সমস্ত সিনেমার মধ্যে ট্রেন্ডিং 'অপরাজিত'। IMDb-এর নিয়ম অনুযায়ী, কোনও ছবি যদি মুক্তির দুই থেকে তিন দিনের মধ্যে ২০০০ ভোট পেয়ে যায় তাহলে তা ট্রেন্ডিং লিস্টে চলে আসে। এবার সেই তালিকায় নিজের জায়গা করে নিল 'অপরাজিত'। 


আরও পড়ুন - Suhana khan: কার সঙ্গে জন্মদিন কাটালেন সুহানা? শাহরুখ কন্যার ছবি দেখে অবাক নেটিজেনরা


রাম গোপাল বর্মার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ-


প্রতারণার অভিযোগে নাম জড়াল রাম গোপাল বর্মার (Ram Gopal Varma)।  হায়দরাবাদ পুলিশ (Hyderabad Police) পরিচালক রাম গোপাল বর্মার বিরুদ্ধে একটি প্রযোজনা সংস্থার সঙ্গে ৫৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মামলা করেছে। 'শেখরা আর্ট ক্রিয়েশন'-এর (Sekhara Art Creations) কোপ্পাড়া শেখর রাজুর (Koppada Sekhar Raju) দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে সাইবরাবাদ পুলিশ কমিশনারেটের অধীনে মিয়াপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারীর দাবি, পরিচালক 'দিশা' সিনেমা নির্মাণের জন্য তাঁর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন এবং সেই ছবি মুক্তির আগে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু টাকা শোধ করেননি।


অক্ষয় কুমারকে নিয়ে ব্যাঙ্গ কপিল শর্মার-


সম্প্রতি আগামী ছবি 'পৃথ্বীরাজ'-এর প্রচারের জন্য কপিল শর্মার শোতে এসেছিলেন অক্ষয় কুমার। শো-এর কিছু অংশ সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে ট্রোল করছেন কপিল শর্মা। সম্প্রতি যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে কপিল শর্মাকে বলছেন, যখন তিনি স্কুলে পড়তেন, তখন অক্ষয় কুমার মাধুরী দীক্ষিত, আয়েশা জুলকাদের সঙ্গে পর্দায় রোম্যান্স করতেন। যখন তিনি কলেজে পড়তেন, তখন বলিউডের 'খিলাড়ি'বিপাশা বসু, ক্যাটরিনা কাইফদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতেন। আর এখন তাঁকে রোম্যান্স করতে দেখা যায় কৃতী শ্যানন, কিয়ারা আডবাণী এবং বর্তমানে মানুষী চিল্লারের সঙ্গে। কপিল শর্মা বলেন, 'আমরা জন্মেছি যেন শুধু ওঁর (অক্ষয় কুমার) নায়িকাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য।'


মহাসপ্তাহে কী হতে চলেছে 'গোধূলি আলাপ'-এ?


সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে যে প্রোমো শেয়ার করা হয়েছে, তাতে 'গোধূলি আলাপ' ধারাবাহিকে আগামীদিনে কী হতে চলেছে, তার কিছুটা আভাস দেওয়া হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, নোলক অরিন্দমের উদ্দেশে বলছে যে, সে চলে গিয়ে অরিন্দমকে সুখী রাখতে চায়। আবার অরিন্দম জানিয়ে দেয় যে, সে বিয়ে করেছে নোলককে রক্ষা করার জন্য। এরপরই স্বামী-স্ত্রীর সম্পর্ক শুরু করতে চেয়ে নোলক প্রশ্ন ছুড়ে দেয় যে, 'বিয়ে করার অর্থ কি শুধুই স্ত্রীকে রক্ষা করা?' নোলকের এক ঘরে থাকার প্রস্তাব মেনে নেয় অরিন্দম। এভাবেই সাংসারিক জীবনে পা রাখতে চলেছে তারা। কিন্তু বয়সের ব্যবধান পেরিয়ে কি সত্যিই শুরু হবে তাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক? জানার জন্য চোখ রাখতে হবে 'গোধূলি আলাপ' ধারাবাহিকের আগামী পর্বে।