কলকাতা: হলিউড, বলিউড থেকে টলিউড। ছোট পর্দা থেকে বড় পর্দা। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? বিনোদনের জগতের সেরা খবরগুলিতে (Top Entertainment News Today) চোখ বুলিয়ে নিন।
প্রথমবার ইশার বিপরীতে সৌরভ, ছকভাঙা চরিত্রে দেখা যাবে পায়েলকেও-
বেশ কিছুদিন পরে এসভিফের (SVF)-এর সঙ্গে কাজ শুরু করেই জোড়া চমক অভিনেতা সৌরভ চক্রবর্তীর (Sourav Chakraborty)-র। একদিকে পরিচালনা, অন্যদিকে অভিনয়ও করছেন তিনি। 'হ্যালো রিমেমবার মি' (Hello Remember Me) ওয়েব সিরিজে দেখা যাবে সৌরভকে। সদ্য 'হইচই' (Hoichoi)-এর তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে, সিরিজে ৩ জনের লুক। ইশাকে এখানে এক অন্তঃসত্ত্বার চরিত্রে দেখানো হয়েছে। তাঁর চরিত্রের নাম মালিনী। অন্যদিকে পায়েলের চরিত্রের নাম তরী।
নতুন মোড়কে 'চোখ তুলে দেখো না কে এসেছে', ফিরছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার সেই নস্ট্যালজিয়া!
নিজের সোশ্যাল মিডিয়া পেজে নতুন ছবির গানের ঝলক শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেখানেই শোনা গিয়েছে, 'চোখ তুলে দেখো না কে এসেছে..' গানটি। ২০০০ সালে মুক্তি পেয়েছিল প্রসেনজিৎ-ঋতুপর্ণা অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদ (Sosurbari Zindabad) ছবিটি। এত বছর পরেও এখনও কার্যত সুপারহিট এই গানটি। নতুন ছবিতে নতুন মোড়কে ফিরিয়ে আনা হয়েছে এই গানটিকে। ছবিতে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা দুজনে থাকলেও এই ছবির নায়ক নায়িকা ঋষভ আর ঈপ্সিতা। অভিনেতা বললেন, 'গোটা টিমের পরিকল্পনা হয়েছিল ছবির কথা এভাবেই ঘোষণা করব। 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'-এক্কেবারে পারিবারিক একটা ছবি। হিরো আছে, ভিলেন আছে, গান আছে... আর এই সমস্ত কিছু আমাদের ফিরিয়ে নিয়ে যাবে নব্বইয়ে দশক থেকে শুরু করে দুহাজারের নস্ট্যালজিয়ায়। ছবির নায়ক নায়িকা হিসেবে আমি আর ঈপ্সিতা থাকলেও বুম্বাদা আর ঋতুদিও ছবিতে থাকছেন। চিত্রনাট্যে টেনে আনা হয়েছে ওঁদের সব পুরনো ছবির কথাকে। পরিচালনার দায়িত্বে রয়েছেন সম্রাট শর্মা (Samrat Sharma)। প্রযোজনা করছে বুম্বাদার সংস্থা।'
প্রত্নতাত্ত্বিক অক্ষয় বাঁচাতে পারবেন রাম সেতুকে?
সোশ্যাল মিডিয়ায় সদ্য এই ছবির ঝলক শেয়ার করে নিয়েছেন অক্ষয়। এই ছবিতে তাঁর চরিত্র একজন প্রত্নতাত্ত্বিকের। ইতিহাসকে খুঁজে বের করে ভারত ও শ্রীলঙ্কার সংযোগকারী রাম সেতু বাঁচানোর দায়িত্ব তাঁরই কাঁধে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে অক্ষয় লিখেছেন, 'আপনারা সবাই রাম সেতুর ঝলক পছন্দ করেছেন। আশা করি আপনারা ট্রেলারটা আরও বেশি ভালোবাসবেন।'
আরও পড়ুন - Diwali: দীপাবলিতে বলিউডে কোন কোন ছবি মুক্তি পাবে?
সোনাক্ষী সিন্হা-হুমা কুরেশির 'ডবল এক্স এল' ছবিতে দেখা যাবে ক্রিকেট তারকা শিখর ধবনকে-
হুমা কুরেশি এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন। যেখানে কালো স্যুট পরে নাচের পোজে দেখা যাচ্ছে শিখর ধবনকে। সঙ্গী হুমা কুরেশি। ছবিতে অভিনয় করার ব্যাপারে শিখর ধবন জানান, তাঁর এই সিদ্ধান্তটি বেশ সহজাত ছিল। তিনি বলেন, 'দেশের হয়ে খেলি। ফলে জীবন খুবই ব্যস্ত থাকে। আমার প্রিয় সময় কাটানোর উপায়গুলির মধ্যে একটি হল ভাল বিনোদনমূলক সিনেমা দেখা। এরপর যখন সুযোগ এল আর আমি গল্পটা শুনলাম, সেটা আমার মধ্যে গভীর প্রভাব ফেলে। এটি সমগ্র সমাজের জন্য একটি সুন্দর বার্তা নিয়ে আসবে এবং আমি আশা করি যে অনেক অল্পবয়সী ছেলেমেয়েরাই এই ছবি দেখে অনুপ্রাণিত হবে।'
পুত্র-কন্যার সঙ্গে ঘরোয়া জন্মদিন পালন করলেন বিগ বি, প্রকাশ্যে ছবি-
মঙ্গলবার রাতে, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুটি ছবি পোস্ট করেন শ্বেতা বচ্চন। বাবার সঙ্গে ম্যাচিং পোশাকে ট্যুইনিং করতে দেখা যায় তাঁকে। বোহো-স্টাইল ছাপা কুর্তায় পিতা-কন্যাকে পোজ দিতে দেখা যায়। বাড়িতেই উদযাপন সারেন। পরের ছবিতে দুই সন্তানের সঙ্গে বার্থডে বয়কে দেখা যায়। হলুদ কুর্তায় দিদি ও বাবার সঙ্গে ফ্রেমে দেখা যায় অভিনেতা অভিষেক বচ্চনকে। ছবি শেয়ার করে তিনি লেখেন, 'ট্যুইনিং অ্যান্ড উইনিং - দুর্দান্ত একটি দিনের নিখুঁত সমাপ্তি।'
'ব্লেড', 'ডেডপুল ৩', 'ফ্যান্টাস্টিক ফোর'-সহ একাধিক 'মার্ভেল' প্রজেক্টের মুক্তি পিছিয়ে গেল-
থমকে গেল একাধিক মার্ভেল (Marvel properties) প্রজেক্টের মুক্তির তারিখ। ছবির শিডিউল থামাল ডিজনি (Disney)। এই প্রজেক্টের মধ্যে রয়েছে 'ব্লেড', 'ডেডপুল ৩', 'ফ্যান্টাস্টিক ফোর' ইত্যাদির মতো কাজও। এই সমস্ত ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হল। ২০২৩ সালের ৩ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল 'ব্লেড'-এর (Blade)। তার বদলে ওই ছবি মুক্তি পাবে ৬ সেপ্টেম্বর, ২০২৪ সালে। অন্যদিকে ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর থেকে পিছিয়ে ৮ নভেম্বর স্থির করা হয়েছে 'ডেডপুল ৩' (Deadpool 3) মুক্তির তারিখ। 'ফ্যান্টাস্টিক ফোর'কে (Fantastic Four) ৮ নভেম্বর ২০২৪ থেকে পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি ২০২৫ করে দেওয়া হয়েছে। মার্ভেলের একটি নাম চূড়ান্ত না হওয়া ছবির মুক্তি ১৪ ফেব্রুয়ারি ২০২৫ থেকে পিছিয়ে ৭ নভেম্বর ২০২৫ করে দেওয়া হয়েছে। তারিখ বদলে গেছে 'অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স'-এরও (Avengers: Secret Wars)। ২০২৫ সালের ৭ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি। নতুন শিডিউল অনুয়ায়ী, সেই তারিখ ঠিক হয়েছে ২০২৬ সালের ১ মে। মার্ভেলের আরও একটি নাম না চূড়ান্ত হওয়া ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ১ মে ২০২৬। কিন্তু সেটি আপাতত ডিজনির ক্যালেন্ডার থেকে সরিয়েই দেওয়া হয়েছে বলে খবর সূত্রের।
খুশির 'উজান', অক্সফোর্ডের শংসাপত্র পেলেন কৌশিক-পুত্র-
সোশ্যাল মিডিয়ায় উজান যে ছবি শেয়ার করে নিয়েছেন সেখানে তাঁকে দেখা যাচ্ছে স্নাতকের পোশাকে। গায়ে কালো কোট, মাথায় টুপি, সোশ্যাল মিডিয়ায় ঝলমলে ছবি শেয়ার করে নিয়েছেন উজান। সেই ছবিতে দেখা গেল কৌশিক ও চূর্ণীকেও। ছেলের সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন তাঁরা। তবে এই অনুষ্ঠান ছিল পুজোর আগে, উজান সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ২৩ সেপ্টেম্বর শংসাপত্র পেয়েছেন তিনি।
'দিলওয়ালো কি দিল্লি'-তে বসবে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আসর?
বলিউডে সিদ্ধার্থ কিয়ারার প্রেম এখন প্রায় ওপেন সিক্রেট। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে ঘরোয়া পার্টি, সবেতেই কাছাকাছি সিদ্ধার্থ কিয়ারা। সোশ্যাল মিডিয়াতেও একে অপরের খোলা কণ্ঠে প্রশংসা করেন তাঁরা। সূত্রের খবর, আর নিজেদের সম্পর্ক নিয়ে রাখঢাক করতে চান না তাঁরা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছেন, সিদ্ধার্থের সঙ্গে সম্পর্ক নিয়ে আর কোনও দোটানা নেই।দুজনেই বিয়ের পরিকল্পনা করছেন তাঁরা। শুধু কি তাই, প্রায় ঠিক হয়ে গিয়েছে বিয়ের দিনও! শোনা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল মাসে বিয়ে করবেন এই জুটি।
বলিউড ডেবিউর জল্পনায় শিলমোহর, 'ইয়ারিয়াঁ ২'-র মুখ্যভূমিকায় যশ দাশগুপ্ত-
আজ সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার শেয়ার করে নিয়েছেন যশ। ইয়ারিয়া ২ (Yaariyan 2)-এর হাত হতেই বলিউডে ডেবিউ হচ্ছে তাঁর। ছবিটি পরিচালনা করেছেন বিনয় সাপ্রু ও রাধিকা রাও-এর জুটি (Vinay Sapru and Radhika Rao)। এই ছবিতে যশের বিপরীতে দেখা যাবে দিব্যা খোসলা কুমার (Divya Khosla Kumar)-কে। এছাড়াও ছবিতে দেখা যাবে অনস্বরা রাজন (Anaswara Rajan), পার্ল ভি পুরি (Pearl V Puri), মিজান জাফরি (Meezaan Jafri), ওয়ারিনা হুসেন (Warina Hussain), লিলিতে দুবে (Lillete Dubey), প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার (Priya Prakash Varrier)। প্রযোজনা সংস্থার অংশ হিসেবে রয়েছেন শিব চানানা (Shiv Chanana) ও কৃষণ কুমার (Krishan Kumar)।
'ফোন ভূত'-এর প্রথম গান 'কিন্না সোনা', প্রকাশ্যে টিজার, লাল অবতারে নজরকাড়া ক্যাটরিনা-
দর্শকদের উৎসাহ বাড়িয়ে এবার প্রকাশ্যে এল 'কিন্না সোনা' (Kinna Sona) গানের টিজার। গানের দৃশ্যায়ন বেশ সাড়া ফেলেছে। প্রসঙ্গত, ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এই গানটি মিডিয়া ও উপস্থিত অনুরাগীদের সারপ্রাইজ হিসেবে দেখানো হয়েছিল কেবল। তনিষ্ক বাগচীর লেখা ও তৈরি, জারা-তনিষ্কের গাওয়া এই গানটি একটি বেশ অন্য ধারার প্রেক্ষাপটে শ্যুট করা হয়েছে। টকটকে লাল পোশাকে নজর কাড়ছেন অভিনেত্রী। ক্যাটরিনার পর্দায় লাস্যময়ী উপস্থিতি আরও দর্শককে আকৃষ্ট করবে বলাই বাহুল্য।
সমাজের প্রথাগত ধারণা ভেঙে নিজেদের স্বপ্নপূরণ করতে পারবেন হুমা, সোনাক্ষী?
মুক্তি পেল সোনাক্ষী সিন্হা (Sonakshi Sinha) ও হুমা কুরেশি (Huma Qureshi) অভিনীত 'ডবল এক্সএল' (Double XL) ছবির ট্রেলার। টি-সিরিজ, ওয়াকাও ফিল্মস ও মুদাস্সর আজিজের 'ডবল এক্সএল'-এর মুক্তির দিন ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। চলতি বছরের ৪ নভেম্বর মুক্তি পাবে এই ছবি। সৎরাম রামানি পরিচালিত এই ছবি জীবনের গল্প বলবে। কমেডি-ড্রামা ঘরানার এই ছবি সমাজের চিরাচরিত ভাবধারাকে নস্যাৎ করবে। শরীরের ওজন নিয়ে সমাজে যে স্টিরিওটাইপ গঠিত হয়েছে তা ভাঙবে এই ছবি।
রণবীর সিংহের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন দীপিকা পাড়ুকোন-
কিছুদিন আগেই ফ্যাশন শোয়ে একসঙ্গে দেখা যায় দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহকে। এরপর থেকেই শোনা যায় দুই তারকার সম্পর্কে ভাঙন ধরেছে। একে অপরের সঙ্গে কথাবার্তাও বন্ধ হয়ে গিয়েছে তাঁদের। এমনকি শোনা গিয়েছে যে, তাঁরা নাকি একসঙ্গে থাকছেনও না। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর সিংহের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দিলেন দীপিকা পাড়ুকোন। তিনি বলেন, 'আমার স্বামী (রণবীর সিংহ) একটি মিউজিক ফেস্টিভ্যালে গিয়েছিলেন গত একটা সপ্তাহ ধরে। ও ফিরতে চলেছে। আর ও ফিরে আমার মুখ দেখে খুশি হবে।'
একসঙ্গে বেশি সময় কাটাতে পারছেন না ভিকি-ক্যাটরিনা! কেন?
হাজারো ব্যস্ততার মাঝে চটজলদি বিয়ে সেরেছেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। গত বছর ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল তাঁদের বিয়ের আসর। সাতশো বছরের পুরনো ঐতিহ্যশালী সিক্স সেন্সেস ফোর্টে নিজেদের নতুন জীবন শুরু করেন তাঁরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে দুই তারকা জানাচ্ছেন যে, তাঁদের কাজের ব্যস্ততা এতটাই বেশি যে, একে অপরকে বেশি সময় দিতে পারছেন না তাঁরা।