মুম্বই: আজ জন্মদিন বলিউডের বর্ষীয়ান অভিনেতা রণধীর কপূরের (Randhir Kapoor)। খুবই ছোট বয়স থেকে বি টাউনে কেরিয়ার শুরু হয় তাঁর। একঝলকে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য (Randhir Kapoor Unknown Facts)।


রণধীর কপূরের অজানা তথ্য-


১. শিশুশিল্পী হিসেবে অভিনয় কেরিয়ার শুরু হয় রণধীর কপূরের। 'দো উস্তাদ', 'শ্রী ৪২০' এবং আরও অনেক ছবিতেই শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন তিনি। 


২. এরপর কিছুটা বিরতি নিয়ে ফের বড় পর্দায় ফিরে আসেন রণধীর কপূর। তবে, এবার ক্যামেরার পিছনে। রাজেন্দ্র কুমার অভিনীত 'ঝুক গয়া আসমান' ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। 


৩. প্রাপ্তবয়স্ক অভিনেতা হিসেবে বলিউডে রণধীর কপূরের আত্মপ্রকাশ হয় 'কাল আজ অউর কাল' ছবি দিয়ে। উল্লেখযোগ্য বিষয় হল, প্রথম ছবিতে শুধু অভিনেতা হিসেবেই তাঁকে দেখা যায়নি। তার সঙ্গে এটি তাঁর প্রথম  পরিচালিত ছবিও বটে। এই ছবিতে অভিনয় করতে দেখা যায় পৃথ্বিরাজ কপূর, রাজ কপূর এবং স্ত্রী ববিতাকে।


আরও পড়ুন - Shehzada: হাতে-হাত, চোখে-চোখ, ভালোবাসার দিনে 'শেহজাদা' কার্তিকের সঙ্গে তাজমহলে কৃতী


৪. প্রথম ছবির সাফল্যের পর রণধীর কপূরের পরবর্তী তিনটি ছবিই সফল হয়। ছবিগুলি হল 'জিত', 'রামপুর কা লক্ষ্মণ', 'জওয়ানি দিওয়ানি'। সেই বছরের সবথেকে বড় হিট হওয়া ছবি ছিল 'জওয়ানি দিওয়ানি'। এক বছরে পরপর তিনটি ছবি হিট হওয়ায় তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।


৫. অভিনেতা, পরিচালক হওয়া ছাড়াও ছবি প্রযোজনাও করেছেন রণধীর কপূর। 'হেনা', 'প্রেম গ্রন্থ', 'আ অব লওট চলে'র মতো ছবি প্রযোজনা করেছেন তিনি।


৬. অভিনয়ের বাইরে পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন রণধীর কপূর। এছাড়াও বই পড়া, ছবি দেখা, গান শোনা তাঁর অত্যন্ত পছন্দের।


৭. রণধীর কপূর এবং ববিতার দুই সন্তান। করিনা কপূর এবং করিশ্মা কপূর। শোনা যায়, দুই মেয়েকে রণধীরের কাছে রেখে তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন ববিতা। এর কারণ হিসেবে বিভিন্ন সূত্র দাবি করা হয় যে, ববিতার ইচ্ছে ছিল তাঁর কন্যা করিশ্মা অভিনেত্রী হন। কিন্তু তেমনটা একেবারেই ইচ্ছে ছিল না অভিনেতার। কিন্তু পরবর্তীকালে তাঁদের দুই কন্যাই অভিনেত্রী হন। ববিতার ইচ্ছেপূরণ হয়। ২০০৭ সালে ফের রণধীর এবং ববিতা এক হন। জানা যায়, ১৯ বছর আলাদা ছিলেন তাঁরা। কিন্তু কেউ কাউকে ডিভোর্সও দেননি।