নয়াদিল্লি: দর্শকের সামনে এল সঞ্জয় লীলা ভনশালীর (Sanjay Leela Bhansali) 'হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার' (Heeramandi: The Diamond Bazaar) সিরিজের প্রথম ঝলক (First Look)। হীরামাণ্ডির বিশালাকার, চোখধাঁধানো, আকর্ষণীয় বিশ্বে দর্শককে স্বাগত জানানো হল নির্মাতাদের তরফে। নতুন টিজার প্রকাশ্যে এসেছে ভনশালীর ডেবিউ সিরিজের। বলাই বাহুল্য সঞ্জয় লীলা ভনশালীর সৃষ্টির বিশালতা ও দৃশ্যমানতা নজরকাড়াই হয়। 'হীরামাণ্ডি'র প্রথম লুকেও তার অন্যথা হয়নি।
প্রকাশ্যে 'হীরামাণ্ডি'র প্রথম লুক টিজার
বহু প্রতীক্ষার অবসান। 'হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার' ওয়েব সিরিজের প্রথম লুক টিজার প্রকাশ্যে এল। এই সিরিজের হাত ধরে ওয়েব প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন পরিচালক সঞ্জয় লীলা ভনশালী। নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিরিজ। মণীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সঞ্জিদা শেখের মতো তাবড় অভিনেত্রীদের দেখা যাবে এই সিরিজে। গণিকাবৃত্তির এক উল্লেখযোগ্য অধ্যায় তুলে ধরা হবে এই সিরিজে। এই সকল অভিনেত্রীকে দেখা যায় সোনালী বা হলুদের আভা সম্পন্ন পোশাকে, তারই মধ্যে নজর কাড়েন সোনাক্ষী সিন্হা, একেবারে কালো পোষাকে। তাঁর দৃষ্টিও কেড়েছে নজর। প্রথম লুক দেখে মনে হতে পারে, তাঁর কোনও গোপন উদ্দেশ্য রয়েছে। তাই কি? সিরিজে কি তাঁকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে? প্রায় ১ মিনিটের বেশি সময় ধরে চলা টিজারে রিচাকে দেখা গেল কনের সাজে, মণিষাকে দেখা গেল কাউকে খুন করতে, অদিতি ও শর্মিন সেহগলের হাতে পিস্তলের দেখা মিলল যার প্রেক্ষাপটে রয়েছে প্রাক-স্বাধীনতার সময়ের ভারত ও স্বাধীনতা সংগ্রাম।
ইনস্টাগ্রামে টিজার শেয়ার করে নেটফ্লিক্স ইন্ডিয়ার তরফে লেখা হয়, 'কিংবদন্তি ভারতীয় স্রষ্টা সঞ্জয় লীলা ভনশালীর সর্বপ্রথম সিরিজের প্রথম লুক রইল এখানে: 'হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার'!'
গতবছর সিরিজের নির্মাতারা প্রথম লুক প্রকাশ্যে এনেছিলেন। যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেক অভিনেত্রীকে সেখানে সোনালী পোশাকে দেখা গিয়েছিল। এর আগে নিজের আগামী এই 'ম্যাগনাম ওপাস' সম্পর্কে পরিচালক বলেছিলেন, 'চিত্রপরিচালক হিসেবে আমার সফরে এক গুরুত্বপূর্ণ ফলক হীরামাণ্ডি। এটি একটি মহাকাব্য, লাহৌরের গণিকাদের ওপর ভিত্তি করে তৈরি এরকম সিরিজ প্রথম। এটি একটি উচ্চাকাঙ্খী, বিশাল ও সর্বাঙ্গীণ সিরিজ, ফলে এটি বানানোর ব্যাপারে আমি নার্ভাস হওয়া সত্ত্বেও উত্তেজিত। নেটফ্লিক্সের সঙ্গে আমার সহযোগিতার এবং গোটা পৃথিবীর দর্শকের কাছে হীরামাণ্ডি নিয়ে আসার অপেক্ষায় আছি।'
'ম্যাগনাম ওপাস' বানানোর জন্যই খ্যাত সঞ্জয় লীলা ভনশালী। 'খামোশি: দ্য মিউজিক্যাল', 'ব্ল্যাক', 'দেবদাস', 'হম দিল দে চুকে সনম', 'গুজারিশ'-এর মতো ছবি তৈরি করেছেন তিনি। ২০২২ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত শেষ ছবি, 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' যেখানে আলিয়া ভট্ট অভিনয় করেন মুখ্য চরিত্রে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে