Hina Khan: প্রথা ভেঙে পা ছুঁয়ে প্রণাম করলেন স্বামী, হিনা খানের প্রথম করবা চৌথ যেন রূপকথা!
Hina Khan on karwa chauth: আজ বিয়ের পরে প্রথম করবা চৌথ হিনা খানের। অভিনেত্রী যখন লড়াই করছিলেন ক্যানসারের সঙ্গে, সেই সময়ে তাঁর পাশে ছায়াসঙ্গীর মতো ছিলেন, প্রেমিক রকি জয়সওয়াল

কলকাতা: তাঁর জীবন যেন সোনা কাঠি, রুপো কাঠির মতোই জাদুর পরশ দিতে পারে অনেককে। তাঁর জীবনকে দেখলে মনে হতে পারে, বাঁচার ইচ্ছে থাকলে, কোনও বাধাই বাধা নয়। ক্যানসারের সঙ্গে কঠিন লড়াই করে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। দীর্ঘ চিকিৎসার পরে ফিরেছেন স্বাভাবিক জীবনে। ফের কাজ শুরু করেছেন। পাশাপাশি, ব্যক্তিগত জীবনেও এক পা বাড়িয়েছেন তিনি। বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়াল -কে। আর আজ, বিয়ের পরে প্রথম করবা চৌথ (Karwa Chouth) হিনা খানের (Hina Khan)। লাল পোশাকে সাজলেন হিনা, সিঁথিতে সিঁদুর। হাত ভরা মেহেন্দি। তাঁর ছবি যেন সোনার পরশের মতোই শুনিয়ে গেল রূপকথার গল্প।
আজ বিয়ের পরে প্রথম করবা চৌথ হিনা খানের। অভিনেত্রী যখন লড়াই করছিলেন ক্যানসারের সঙ্গে, সেই সময়ে তাঁর পাশে ছায়াসঙ্গীর মতো ছিলেন, প্রেমিক রকি জয়সওয়াল। কেমোথেরাপির কারণে হিনার যখন মাথার সমস্ত চুল ঝরে গিয়েছে, তখন নিজের মাথা কামিয়ে ফেলেছেন রকি ও। শুধুমাত্র হিনার পাশে থাকার বার্তা দিতে। এমন মানুষকেই যে হিনা জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন, সে আর নতুন কি। কয়েকমাস আগেই স্বপ্নের বিয়ে সেরেছেন হিনা। মুষ্ঠীমেয় অতিথি আর বন্ধুদের নিয়ে রকির সঙ্গে আইনি বিয়ে সারেন হিনা। আর বিয়ের পরে, আজ করবা চৌথে কী করলেন অভিনেত্রী?
রীতি রয়েছে, করবা চৌথে সারাদিন উপোস করেন স্ত্রী-রা। তারপরে চাঁদ দেখেন আর তারপরে স্বামীর মুখ। পা ছুঁয়ে প্রণাম করেন স্বামীর। তারপরে স্বামীর হাতের জল ও খাবার খেয়ে উপবাস ভাঙেন। হিনা সোশ্যাল মিডিয়ায় যে একগুচ্ছ ছবি দিয়েছেন, সেখানে প্রথমেি নজর কাড়ছে, হিনার পা ছুঁয়ে প্রণাম করছেন রকি। কোনও ছবিতে আবার দেখা যাচ্চে, দু জন মাথায় মাথা ঠেকিয়ে চাঁদ দেখছেন। একটি লাল সালোয়ার স্যুট পরেছেন হিনা। সিঁথি রাঙা সিঁদুরে। সঙ্গে ভারি গয়না।
সোশ্যাল মিডিয়ায় এই একগুচ্ছ ছবি শেয়ার করে হিনা লিখেছেন, 'যখন হৃদয় সত্যিকরের ভালবাসা খুঁজে পায়, তখন দুটো মনের মধ্যে একটা সীমাহীন সম্পর্ক তৈরি হয়। প্রত্যেক উৎসবে আমার হৃদয় কেবল একে অন্যকে ঘিরেই আবর্তিত হয়। প্রত্যেক অনুষ্ঠান, প্রত্যেকটা আনন্দ আমরা হৃদয়ের গভীর, আরও গভীর দিয়ে অনুভব করি। আমরা শুধু একে অপরের সঙ্গে ভাল থাকতে চাই আর উদযাপনের যেটুকু সুযোগ পাচ্ছি, সেইটুকু নিজেদের সবটা দিয়ে অনুভব করতে চাই। একটাকেই তো আমরা সঙ্গ বলি। সবাইকে শুভ করবা চৌথ। অনেক ভালবাসা রকি।'
View this post on Instagram






















