যদিও, এই ঘটনার পর প্রতিক্রিয়া মেলেনি রোশন পরিবারের তরফে। কিন্তু মুখ খুলেছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান। তাঁর দাবি, সুনয়নার সঙ্গে এমন কিছুই ঘটেনি। সুজানের বক্তব্য, তিনি রোশন পরিবারের সঙ্গে যতটা সময় কাটিয়েছেন, সেই অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারেন, সুনয়না খুবই ভাল, আন্তরিক, সহানুভূমিশীল মেয়ে। তিনি এখন খুবই দুর্ভাগ্যজনক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন।
দেখুন, সুজানের সেই পোষ্ট।
রঙ্গোলির একাধিক টুইটে তিনি লিখেছেন, রোশন পরিবার পুলিশ দিয়েও সুনয়নাকে হেনস্থা করেছিল।
সুনয়নার নামে একটি টুইটার হ্যান্ডেলে রঙ্গোলির বক্তব্যকে সমর্থন জানানো হয়েছে। এই টুইটার অ্যাকাউন্টটি ভেরিফায়েড অ্যাকাউন্ট নয়। যদিও, হৃতিক নিজে এই অ্যাকাউন্টটি ফলো করেন।
এখন, সুনয়না সত্যিই কি পারিবারিক নির্যাতনের শিকার, নাকি পুরোটাই রানাউতদের মনগড়া অভিযোগ, সেই নিয়ে তরজা চলছেই বি-টাউনে। এখন শুধু হৃতিকের খোলার অপেক্ষা।