কলকাতা: আগামী নভেম্বরে গোয়াতে আয়োজিত হতে চলেছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI)। ৫৩তম আইএফএফআইতে দেখানো হবে ২৫টি ফিচার ফিল্ম এবং ২০টি নন ফিচার ফিল্ম। দেশের বিভিন্ন ভাষার ছবি নির্বাচিত হয়েছে তার জন্য। শুধু দেশেরই নয়, বিদেশেরও বেশ কিছু ছবি দেখানো হবে সেখানে। সেই তালিকায় জায়গা পেয়েছে টলিউড অভিনেতা দেব (Dev) অভিনীত একটি ছবি। তালিকা প্রকাশের পরই আপ্লুত দেবের অনুরাগীরা।


গোয়াতে আয়োজিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় দেখানো হবে যে বাংলা ছবি-


ইতিমধ্যেই যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে জানা গিয়েছে ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় দেখানো হবে দেব অভিনীত বাংলা ছবি 'টনিক' (Tonic)। আর এই ঘোষণার পরই উচ্ছ্বসিত দেবের অনুরাগীরা। তাঁরা সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 


প্রসঙ্গত, করোনা পরবর্তী সময়ে মুক্তি পাওয়া অত্যন্ত সফল বাংলা ছবি 'টনিক'। শুধু দর্শকদের মনই জিতে নেয়নি এই ছবি। তার সঙ্গে বক্স অফিসেও দারুণ সাফল্য পেয়েছে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শকুন্তলা বড়ুয়া, সুজন মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও আরও অনেকে। দুটি ভিন্ন প্রজন্মের মানুষের সম্পর্কের রসায়ন ফুটে উঠেছে এই ছবিতে। গত বছর ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই ছবি। এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন অভিজিৎ সেন। প্রযোজনা করেছে বেঙ্গল টকিজ, সহ প্রযোজনা করেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। সঙ্গীত পরিচালনা করছেন জিৎ গঙ্গোপাধ্যায়। 


আরও পড়ুন - Suhana Khan: দীপাবলির পার্টিতে চোখ ধাঁধানো সাজে শাহরুখ কন্যা, চোখ ফেরাতে পারলেন না খোদ বাদশাও


এক সাক্ষাতকারে টলিউড সুপারস্টার দেব বলেন, 'পরাণদার সঙ্গে শ্যুটিং করা একটা দারুণ অভিজ্ঞতা। পাহাড়ে চড়া, নদীতে র‍্যাফটিং করা, প্যারাগ্লাইডিং করা, সবকিছুর জন্য পরাণকে বোঝাতে হত। প্রথমে উনি কিছুতেই করতে চাইতেন না। এমন করে বলে বুঝিয়ে ওনাকে দিয়ে অনেকগুলো দৃশ্যই শ্যুট করানো গিয়েছিল। যেমন এটা দড়ির ওপর ওটার দৃশ্যে পরাণদা কিছুতেই রাজি হলেন না। আমি একা উঠলাম। ওটাই সবচেয়ে সহজ ছিল। আরও একটা দৃশ্য ছিল বাথটবে স্নানের দৃশ্য শ্যুট করার। পরাণদা কিছুতেই বাথটাবে স্নান করবেন না! আমি শেষে বললাম, তুমি কি কোনোদিন স্নান করোনি! এখন যখন সিনেমাটা দেখি এইসব স্মৃতিগুলো মনে পড়ে। চিরকাল স্মরণীয় হয়ে থাকবে এই ছোট ছোট ঘটনাগুলো।'