কলকাতা: তাঁর বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন হয় খুব বড় করে। আর হবে নাই বা কেন.. তাঁর আরাধনা যে সরস্বতীকে নিয়েই। বাড়িতে গানের স্কুল... সরস্বতী পুজোতেও নাচ ও গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে কেবল পুজো নয়, এই দিনটা তাঁর জন্য আরও বিশেষ। সরস্বতী পুজোর দিনই পড়েছে তাঁদের বিবাহবার্ষিকী। এক দিনে জোড়া উৎসব। বাঙালির 'ভ্যালেন্টাইন্স ডে'-র দিনে বিবাহবার্ষিকী কেমন করে কাটালেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। 


সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন ইমন। শেয়ার করে নিয়েছেন ভিডিও। তাঁর বাড়িতেই হয়েছিল পুজোর আয়োজন। ছাত্রছাত্রীরা সবাই এসেছিলেন হলুদ শাড়ি ও পাঞ্জাবি পরে। সোশ্যাল মিডিয়ায় ইমন শেয়ার করে নিয়েছেন সেই সমস্ত ছবি। সেই সঙ্গে শেয়ার করে নিয়েছেন স্বামী নীলাঞ্জনের সঙ্গে একগুচ্ছ ছবি। সঙ্গে লিখেছেন, 'সরস্বতী পুজো আর বিবাহবার্ষিকী এক দিনে পড়লে যা হয় আর কি.. নীলাঞ্জন, তোমায় ভালবাসি।'


সদ্য সোশ্যাল মিডিয়ায় এবারের বসন্ত উৎসবকে নিয়ে তাঁর বড় সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন ইমন। সোশ্যাল মিডিয়ায় সদ্য একটি পোস্ট করে ইমন লিখেছিলেন, 'এই বছর লিলুয়াতে বসন্ত উৎসব হচ্ছে না। কারণ হিসেবে জানাতে চাই, শেষ ৮ বছর ধরে আমরা লিলুয়াতে বসন্ত উৎসব করছিলাম। কিন্তু কিছু স্থানীয় মানুষজন প্রত্যেক বছর অনুষ্ঠানের শেষের দিকে এসে সমস্যা তৈরি করে গিয়েছেন। বেশ কিছু শিল্পীদের সঙ্গে অভব্য আচরণ করেছেন। আমরা এর যোগ্য নই। এগুলি পাওয়ার আমাদের কথা নয়। এখানে যাঁরা খেটে অনুষ্ঠানটা করেন, তাঁরা একটা টাকাও নেন না। শিল্পীরাও নেন না। আমরা লিলুয়ার মানুষদের জন্যই অনুষ্ঠানটা করতাম। আমার মায়ের স্মৃতির উদ্দেশে করতাম। অনেক কষ্ট নিয়ে লিলুয়াতে অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হচ্ছি। জানি এতে অনেকে খুশিই হবেন। তবে এটাও জানি যে কষ্ট পাবেন তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ। আমরা দুঃখিত। তবে এটাও জানিয়ে রাখছি, আমরা ফিরব। আরও বড় করে ফিরব।'


প্রত্যেক বছর রঙিন এক উৎসবের আয়োজন করতেন ইমন। নাচ ও গানের পাশাপাশি সেই অনুষ্ঠানে হত একটি প্রভাতফেরিও। গালে আবিরের ছোঁয়া আর গলায় গান.. এই ছিল বসন্ত উৎসবের বৈশিষ্ট্য। সারাদিন ব্যাপি চলত এই বসন্ত উৎসব। শিল্পীদের পাশাপাশি যোগ দিতেন সাধারণ এলাকার মানুষেরাও। তবে ইমনের এই পোস্টে মনখারাপের ছোঁয়া। জানিয়ে দিলেন, এই বছর হচ্ছে না বসন্ত উৎসব। তবে বসন্ত উৎসব নিয়ে তাঁর আগামী কোনও পরিকল্পনা আছে কি না, সেই কথা বিস্তারিত লেখেননি ইমন। কেবল তাঁর পোস্ট থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে, এই অনুষ্ঠান তিনি বন্ধ করবেন না। ফিরিয়ে আনবেন আরও বড় করেই।


 






আরও পড়ুন: Shovan-Sohini: বিয়ের পর প্রথম সরস্বতী পুজো, শোভনের সঙ্গে বাণী-বন্দনায় সামিল সোহিনী