মুম্বই: 'মেয়েদের প্রতি বৈষম্য এবং সহিংসতা অগ্রহণযোগ্য এবং সমাজকে পিছিয়ে রাখে।' জাতীয় কন্যা সন্তান দিবসে এমনই মন্তব্য করলেন আয়ুষ্মান খুরানা। উল্লেখ্য, বিশ্বব্যাপী শিশুদের প্রতি চলতে থাকা নির্যাতনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ইউনিসেফ। সংস্থার সেলিব্রিটি অ্যাডভোকেট হিসাবে নিযুক্ত হয়েছেন আয়ুষ্মান খুরানা। সেই প্রসঙ্গেই সোমবার একথা বলেছেন অভিনেতা।
তাঁর নিজেরও একটি কন্যা সন্তান রয়েছে। নাম বরুষ্কা। কাজেই কন্যাসন্তানদের প্রতি আরও বেশি যত্নশীল তিনি। রয়েছে মানসিক বন্ধনও। এদিন অভিনেতা বলেন, 'আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মেয়েদের প্রতি বৈষম্য এবং অসহিষ্ণুতা একেবারেই গ্রহণযোগ্য নয়। এই আচরণ আমাদের উন্নত এবং যত্নশীল সমাজ গড়ার ক্ষেত্রে বাধা দেয়।'
এ দিন তিনি আরও বলেন, 'কোভিড মেয়েদের চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে। গুলিতে যোগ করেছে। মোবাইল বা ইন্টারনেটে সীমাবদ্ধতার কারণে, মেয়েরা দূরবর্তী শিক্ষা থেকে পিছিয়ে পড়েছে। স্বাস্থ্য, পুষ্টি এবং সামাজিক চাহিদারক্ষেত্রে সীমাবদ্ধতার মুখোমুখি হয়েছে তাঁরা।
তাঁর কথায়, 'লকডাউনের সময়ে লিঙ্গবৈষম্য ও হিংসার ঘটনা বাড়িয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) সাম্প্রতিক তথ্য অনুযায়ী মহামারীর সময়ে ৫০ শতাংশ পর্যন্ত বাল্যবিবাহের হার বৃদ্ধে পেয়েছে।'
শেষে অভিনেতা বলেছেন, গুরুত্বপূর্ণভাবে, বাবা -মা, বন্ধু, সহকর্মী হিসাবে আমাদের অবশ্যই ইতিবাচক ভাবনাচিন্তা করা উচিৎ এবং সহিংসার সংস্কৃতির অবসান ঘটাতে ছেলে এবং পুরুষদেরও যুক্ত হবে।'
ইতিমধ্যেই বলিউডে নিজের পায়ের তলার মাটিটাকে শক্তপোক্ত করেছেন আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurana)। রোম্যান্টিক থেকে থ্রিলার, একইসঙ্গে ভিন্ন ধারার ছবিতে অভিনয় করে দর্শকদের কাছে দিন দিন আরও অপরিহার্য হয়ে উঠছেন। কখনও 'বরেলি কি বরফি', কখনও 'শুভ মঙ্গল সাবধান'। আবার কখনও 'অন্ধাধুন' তো কখনও 'বালা'-র মতো ছবিতে অভিনয় করে দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন বেশ কিছু বছর ধরে। শুধু তাই নয়, ২০১৮তে অভিনয় দক্ষতা দিয়েই জিতে নিয়েছেন জাতীয় পুরস্কারও। সেই আয়ুষ্মান খুরানাই ইতিমধ্যে তাঁর আগামী ছবির ঘোষণা করে ফেললেন।
'ভিকি ডোনর' অভিনেতা আয়ুষ্মান খুরানাকে আগামী ছবিতে দেখা যেতে চলেছে 'অ্যাকশন' ছবিতে। এতদিনের চকোলেট বয় ইমেজ ছেড়ে এবার তিনি ভিলেনের সঙ্গে লড়াইয়ের ময়দানে নামবেন। জানা যাচ্ছে পরিচালক অনিরুদ্ধ লায়ারের পরবর্তী ছবিতে মূখ্য চরিত্রে থাকতে চলেছেন আয়ুষ্মান খুরানা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে আগামী ছবির ঘোষণা করে ক্যাপশনে আয়ুষ্মান খুরানা লেখেন, 'সমস্যা একটাই। আমি মারপিঠের অভিনয় করতে পারি। কিন্তু মারপিঠ করতে পারি না। আনন্দ এল রাই, ভূষণ কুমারের সঙ্গে একসঙ্গে কাজ করতে পেরে দারুণ লাগছে। এটা খুবই স্পেশাল হয়ে থাকতে চলেছে আমার কেরিয়ারে। অ্যাকশন হিরো।'