মুম্বই: ১২ মে মুক্তি পাচ্ছে যশরাজ ফিল্মসের নয়া ছবি মেরি পেয়ারি বিন্দু। ছবির নায়ক আয়ুষ্মান খুরানার মায়ের ভূমিকায় রয়েছেন বাংলা টিভি সিরিয়ালের পরিচিত মুখ অপরাজিতা আঢ্য। ছেলের বান্ধবী হিসেবে পরিণীতি চোপড়াকে মোটেই পছন্দ নয় তাঁর।
মেরি পেয়ারি বিন্দু পরিচালনা করেছেন অক্ষয় রায়। দেখে নেওয়া যাক ট্রেলারটি