Jacqueline Fernandez: একদিকে আর্থিক তছরুপের মামলায় জেরবার, এবার প্রিয়জনকে হারালেন জ্যাকলিন
Jacqueline Fernandez News: ব্যক্তিগত জীবনেও ঝড় গিয়েছে জ্যাকলিনের। আর্থিক তছরুপের কেসে নাম জড়িয়েছে জ্যাকলিনের।

কলকাতা: প্রিয়জনকে হারালেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। জ্যাকুলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজ প্রয়াত হয়েছেন আজই। ২৪ মার্চ একটি স্ট্রোক হওয়ার পর কিম ফার্নান্ডেজকে আই. সি. ইউ-তে ভর্তি করা হয়েছিল। খবরটি পাওয়ার পরে, অভিনেত্রী তার মায়ের পাশে থাকার জন্য উড়ে এসেছিলেন বলে জানা গিয়েছে। বাহারিনের মানামায় বসবাস করতেন কিম। এর আগে ২০২২ সালে এই ধরণেরই শারিরীক অবনতির মুখোমুখি হয়েছিলেন জ্যাকলিনের মা। তখনও তাকে বাহরাইনে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
কিম ফার্নান্দেজকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে স্থানান্তরিত করার পরে, জ্যাকলিন এবং তার বাবা এলরয় ফার্নান্ডেজ কিমের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। অভিনেত্রীর হাসপাতালে পৌঁছনোর একটি ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ক্লিপটিতে জ্যাকলিনকে ভিতরে ছুটে যেতে দেখা গিয়েছে। তার বাবাও ক্যামেরায় ধরা পড়েন। কঠিন সময়ে জ্যাকলিনের পাশে থাকতে বলিউডের অনেকেই হাজির হয়েছেন। তাঁদের মধ্যে ছিলেন জ্যাকলিনের 'কিক "-এর সহ-অভিনেতা সলমন খান (Salman Khan), তাঁকেও হাসপাতালে যেতে দেখা গিয়েছিল। সূত্রের খবর, জ্যাকলিনের ২৬ শে মার্চ গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে আইপিএল ২০২৫-এর ম্যাচে পারফর্ম করার কথা ছিল। তবে, তিনি তাঁর পরিবারের সঙ্গে থাকার জন্য অনুষ্ঠানটি থেকে সরে দাঁড়ান।
একটি পুরনো সাক্ষাৎকারে জ্যাকলিন ইন্ডিয়া টিভিকে তাঁর মা সম্পর্কে কথা বলেছিলেন। তিনি তাঁর মাকে 'অনুপ্রেরণা' বলে অভিহিত করেছিলেন এবং বলেছিলেন, ‘আমার মা সবসময় আমাকে সমর্থন করেছেন। আমি তাকে খুব মিস করি। আমি আমার বাবা-মাকে ছাড়া এখানে একা থাকি। এই দুজন মানুষ আছেন যারা এতটাই শক্তিশালী এবং তারা আমার জন্য এমন অনুপ্রেরণা হয়ে আছেন যা আমাকে সবসময় এগিয়ে রাখে।’ জ্যাকলিন বাহরিনের মানামায় জন্মগ্রহণ করেন এবং একটি বহু-জাতিগত পরিবারে বেড়ে ওঠেন। তার মা, কিম মালয়েশিয়া এবং কানাডিয়ান বংশোদ্ভূত ছিলেন, এবং তার বাবা এলরয় ফার্নান্দেজ শ্রীলঙ্কার। 1980-র দশকে কিম যখন এয়ার হোস্টেস হিসাবে কাজ করছিলেন তখন এই দম্পতির প্রথম দেখা হয়েছিল।
অন্যদিকে ব্যক্তিগত জীবনেও ঝড় গিয়েছে জ্যাকলিনের। আর্থিক তছরুপের কেসে নাম জড়িয়েছে জ্যাকলিনের। তার জন্য জ্যাকলিনকে হামেশাই কোর্টে হাজিরা দিতে হয়। এখনও সেই মামলা চলছে। এর মধ্যেই নিজের জীবনের অন্যতম অবলম্বনকে হারালেন জ্যাকলিন। তাঁর পাশে রয়েছে তাঁর বন্ধুরা ও পরিবারের লোকেরা।






















