নতুন ধরনের পোশাকে নজর কাড়লেন জাহ্নবী কপূর
সব ছবি-মানব মঙ্গলানি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁর আগামী সিনেমা গুঞ্জন সাক্সেনা-র ট্রেলারও সামনে আসতে পারে।
জাহ্নবী খুব শীঘ্রই তাঁর আগামী সিনেমা তখত-এর শ্যুটিং শুরু করতে পারেন।
এভাবে লোকজনকে জাহ্নবীর সাহায্য করার ঘটনা নতুন নয়।
সেখানে ওই শিশুর মা বেলুন বেচছিলেন। ভেতরে গিয়ে জাহ্নবী তাঁর জন্যও কিছু সাহায্য পাঠান।
এরপর তিনি গাড়ি থেকে ওই শিশুর জন্য দুটি খাবার প্যাকেট নিয়ে আসেন।
আসলে জাহ্নবী গাড়ি থেকে নামার পর এক শিশু তাঁর কাছে কিছু সাহায্য চায়।
এরইমধ্যে একটি ভিডিও-ও সামনে এসেছিল, যেখানে জাহ্নবীকে সেখানে এক শিশুকে সাহায্য করতে দেখা যায়।
হিলসের পরিবর্তে পায়ে ছিল স্নিকার্স। তাঁর এই ছবি সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের মধ্যে বেশ আলোচনা শুরু হয়েছে।
নতুন ধরনের এই ড্রেসে হাল্কা মেকআপ ও খোলা চুলে দেখা গেল জাহ্নবীকে।
বলিউডের উঠতি অভিনেত্রী হিসেবে জাহ্নবী কপূর ইতিমধ্যেই নজর কেড়েছেন। পর্দার বাইরে স্টাইল-স্টেটমেন্টের জন্য একটা নিজস্বতা গড়ে নিয়েছেন তিনি। সম্প্রতি টাইট-ফিট ড্রেসে দেখা গেল তাঁকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -