কলকাতা: শ্যুটিং শেষ হল 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' (Mr & Mrs Mahi)-র। এই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন জাহ্নবী কপূর (Janhvi Kapoor) ও রাজকুমার রাও (Rajkummar Rao)। আজ, ছবির শ্যুটিং শেষে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করলেন শ্রীদেবী-কন্যা। কী ছিল তাঁর সেই পোস্টে?
সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন জাহ্নবী। সেখানে কখনও দেখা যাচ্ছে সমুদ্রতটে ডুবে যাওয়া সূর্য, কখনও ব্যাট, হেলমেট, কখনও সবুজ মাঠে ছুটে যাওয়ার দৃশ্য অথবা পরিচালকের নির্দেশ দেওয়ার দৃশ্য। জাহ্নবী লিখছেন, '২ বছর আগে... প্রথম আমি ব্যাট হাতে নিয়েছিলাম। আর আজ আমরা 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' ছবির শ্যুটিং শেষ করলাম। আজ সকালে ঘুম ভাঙার পরে আমার মনটা ভীষণ হালকা লাগছে, আর ভাল লাগছে যে এই ছবিটার জন্য যতটা পরিশ্রম করার কথা ছিল আমাদের, যতটা নিজেদের নিংড়ে দেওয়ার কথা ছিল, তার চেয়েও বেশি প্রাণ ঢেলে কাজ করেছি আমরা। কিন্তু আমার নিজেকে বড্ড শূন্য বলে মনে হচ্ছে। একটা খালি ক্যানভাসের মতো।'
এরপরে অবশ্য জাহ্নবী ছবির সঙ্গে যুক্ত বহু মানুষের নাম উল্লেখ করে তাঁদের কাজের জন্য ধন্যবাদ ও ভালবাসা জানান। শেষমেষ জাহ্নবী কর্ণ জোহর (Karan Johar)-এর উদ্দেশে লেখেন, 'আশা করি আমরা সবাই তোমায় গর্বিত করতে পারব। আমাদের ছবিটার ওপর বিশ্বাস করার জন্য আর সবসময়ের মতো আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য অনেক ধন্যবাদ।' এই পোস্টের উত্তরে কর্ণ লেখেন, 'আমি ফার্স্টকাট দেখার জন্য অপেক্ষা করতে পারছি না।'
ধর্ম প্রোডাকশানের (Dharma Production) ছাতার তলায় তৈরি হল বলিউডের নতুন জুটি। এই ছবির ঘোষণার সময় একটি ছোট্ট টিজার শেয়ার করে নেওয়া হয়েছিল। সেটা দেখেই আন্দাজ করা গিয়েছিল, এই গল্প খেলার মাঠের। ক্রিকেটের। ছবির নামেও দেখা যায় তেরঙ্গা। ছোট্ট এই ভিডিও শেয়ার করে রাজকুমার রাও লিখেছিলেন, 'মাঝে মধ্যে স্বপ্নকে একা তাড়া করা যায় না। জাহ্নবী কপূরের সঙ্গে জুটি বাঁধতে আমি উৎসাহিত আর উত্তেজিতও। ছবির পরিচালনা করেছেন, সরণ শর্মা।
আরও পড়ুন: Kidney Stone: কিডনিতে পাথর জমার সমস্যা এড়াতে প্রতিদিনের জীবনে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি