কলকাতা: রমজান আর নববর্ষ.. মিলে মিশে একাকার দুই উৎসব। আনন্দের কোনও ধর্ম হয় না, বিভেদ হয় না.. তাই জয়া আহসানের (Jaya Ahsan) ইফতার হল পান্তা ভাত আর ইলিশ সহযোগে। 


নববর্ষের দিনটা বাংলাদেশ পালন করে অন্য উদ্দীপনায়। ভোরের রঙিন মঙ্গলযাত্রায় শুরু হয় নতুন বছর। সেই অনুষ্ঠানে অংশ নেন অভিনেত্রী জয়াও। তবে এই বছর একটু অন্যভাবে কাটল তাঁর নতুন বছর। ওপার বাংলা থেকে এবিপি লাইভের সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন জয়া। অভিনেত্রী বলছেন, 'এই বছর বেশ অন্যভাবে নববর্ষ কাটল। কারণ এইবছর রমজানের মধ্যেই নববর্ষ পড়েছে। সাধারণত রমজানের উদযাপন সকালে হয় না। আর এবার এখানে অসম্ভব গরম। সন্ধেবেলায় যাবতীয় উদযাপন হল। আমি রোজা রেখেছিলাম নিয়ম মতোই। সেই রোজা আজ ভাঙলাম পান্তা আর ইলিশ দিয়ে। আমার নানু বানিয়ে রেখেছিলেন বিভিন্ন রকম ভর্তাও। সবাই মিলে সেই দিয়েই রোজা ভাঙলাম এবার। আজ ভোরে একবার বেরিয়েছিলাম, তবে বটমূলের দিকে নয়। একটু অন্যদিকে গিয়েছিলাম বাড়ির সকলে। বোনের বাড়িও গিয়েছিলাম। তবে নববর্ষের বিশেষ মেনুর আয়োজন করা হয়েছিল এই ইফতারের সময়েই।'


বাংলাদেশ জয়ার শিকড়, নববর্ষের দিনটাও তাঁর কাছে ভীষণ বিশেষ। অভিনেত্রী বলছেন, 'আজকের দিনটা আমাদের দেশে ভীষণ রঙিন। আমার মনে হয়, পশ্চিমবঙ্গের চেয়ে এপারেই নববর্ষ বেশি রঙিন করে উদযাপন করা হয়। এই বছর মঙ্গল শোভাযাত্রাটাও দুর্দান্ত হয়েছে। এবার আমরা যেতে পারিনি। সবাই টেলিভিশনেই দেখলাম। প্রচুর মানুষের ভিড় থাকে। সব মিলিয়ে এই দিনটা চিরকালই আমার কাছে ভীষণ রকম ভাবে আলাদা।'



১৪৩০ বঙ্গাব্দের উদযাপনে বর্ণাঢ্য পদযাত্রা হল বাংলাদেশের ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুক্রবার আয়োজিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা। সকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। চারুকলা অনুষদ থেকে শোভাযাত্রা বের হয়ে শাহবাগ মোড় হয়ে ফের ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, গবেষক-শিক্ষক সবাই উপস্থিত ছিলেন। আরও নানা পেশার-বৃত্তের মানুষ উপস্থিত ছিলেন এখানে। লোকসংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এই শোভাযাত্রায়। বাঁশ ও কাগজ দিয়ে বিভিন্ন  পুতুল তৈরি হয়েছিল, সেগুলো দিয়েই চলেছে শোভাযাত্রা। গোটা শোভাযাত্রা ঘিরে কড়া নিরাপত্তা ছিল। বিপুল সংখ্যক পুলিশকর্মী উপস্থিত ছিলেন শোভাযাত্রার নিরাপত্তায়। গোটা এলাকায় কড়া নিরাপত্তা ছিল। দীর্ঘদিন ধরেই মঙ্গল শোভাযাত্রা আয়োজন হয় ঢাকায়। ২০১৬ সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায় এই শোভাযাত্রা।


আরও পড়ুন: Fatafati Trailer Out: ফ্যাশানের দুই মেরুতে স্বস্তিকা আর ঋতাভরী, 'ফাটাফাটি' তুলে ধরবে সমাজের চেনা ছবি