Jisshu Sengupta: নতুন প্রযোজনা সংস্থা খুলেই বিপাকে যীশু! আশঙ্কা, মানুষ ভুল বুঝতে পারে তাঁকে?
Jisshu Sengupta News: বড়পর্দার কাজ নয়, ছোটপর্দার কাজ, ওটিটি সিরিজ এমনকি মিউজিক ভিডিও ও করার পরিকল্পনা রয়েছে সৌরভ ও যীশুর

কলকাতা: সদ্য নতুন প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি। নতুন করে শুরু করেছেন বিভিন্ন কাজের পরিকল্পনা। আর ইতিমধ্যেই বিপাকে অভিনেতা যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)! সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই কথা জানিয়েছেন তিনি। কী হয়েছে অভিনেতার? আজ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একটি স্ক্রিনশট শেয়ার করে নিয়েছেন যীশু সেনগুপ্ত। সেখানে দেখা যাচ্ছে, তাঁর নতুন প্রযোজনা সংস্থা 'হোয়াই সো সিরিয়াস'-এর নামে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। যীশুর দাবি, ওই অ্যাকাউন্টটি ভুয়ো। তিনি সবাইকে ওই প্রোফাইলের বিরুদ্ধে রিপোর্ট করতে বলেছেন। মানুষজন যাতে ভুল না বোঝে, সেই বিষয়ে সতর্ক করছেন যীশু। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থার নামে এই ধরণের কোনও অ্যাকাউন্ট তাঁরা করেননি। গোটা বিষয়টাই ভুয়ো। শুধু তাই নয়, ওই প্রোফাইল থেকে বেশ কিছু ছবিও শেয়ার করে নেওয়া হয়েছে যীশু ও সৌরভের । তবে অভিনেতা জানাচ্ছেন এই সবটাই ভুয়ো।

এই চমকের ইঙ্গিত ছিল অনেক আগে থেকেই। সোশ্যাল মিডিয়ায় যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ও সৌরভ দাস (Sourav Das) একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন। সেখানে এই দুই অভিনেতার সঙ্গে যিনি দাঁড়িয়েছিলেন, তাঁর নামটা চমকে দেওয়ার মতোই। তিনি মহেশ ভট্ট (Mahesh Bhatt)। বলিউডের বড় নাম। কিন্তু তিনি এই দুই অভিনেতার সঙ্গে ঠিক কী করছেন, তা সেই সময়ে প্রকাশ্যে আসেনি। অনেকেই মনে করেছিলেন, এ নতুন ছবির প্রচার। তবে নববর্ষে প্রকাশ্যে এল সবকিছুই। সিনেমা নয়, নতুন প্রযোজনা সংস্থা খুলছেন যীশু ও সৌরভ। আর সেখানেই যুক্ত থাকছেন মহেশ ভট্ট।
ক্রিকেট মাঠে একসঙ্গে খুবই ভাল সমীকরণ তাঁদের। তবে একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। কেবল বড়পর্দার কাজ নয়, ছোটপর্দার কাজ, ওটিটি সিরিজ এমনকি মিউজিক ভিডিও ও করার পরিকল্পনা রয়েছে সৌরভ ও যীশুর। এই প্রথম বাংলার কোনও সংস্থার সঙ্গে যুক্ত হলেন মহেশ ভট্ট। প্রযোজনা সংস্থা খোলার প্রথম প্রস্তাব নাকি নিয়ে এসেছিলেন সৌরভই। যীশু বলছেন, 'প্রথম প্রযোজনা সংস্থা খোলার ভাবনা সৌরভেরই। দুজন অভিনেতা একসঙ্গে এলে ফিকশন তৈরি হতে পারে। অবশ্য দুজন একসঙ্গে প্রযোজনা সংস্থা খুললে কোথায় কোথায় সমস্যা হতে পারে আমরা সেই বিষয়েই আলোচনা করেছি। সৌরভের জীবন নিয়ে একটা স্পষ্ট ধারণা রয়েছে। ও কি চায় সেটা ও জানে। আমাদের লক্ষ্য এক, তবে পদ্ধতি আলাদা। আমাদের প্রিয় চরিত্র ব্যাটম্যানের জোকার। প্রথমে ভেবেছিলাম জোকার বা ওই রকম কিছু নাম রাখব সংস্থার। তারপরে মনে হল জোকারের প্রিয় সংলাপ "হোয়াই সো সিরিয়াস"। সেইটা মাথায় রেখেই এই সংস্থার নামকরন করা হয়।'






















