কলকাতা: আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা দেশ। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে আজ রাত-দখলের ডাক দিয়েছিলেন মহিলারা। কোনও রাজনৈতিক পতাকা নিয়ে নয়, একেবারে নাগরিক হিসেবেই আজ পথে নেমেছেন হাজার হাজার সাধারণ মানুষ। এই বিষয় নিয়ে কী বলছেন তৃণমূলের তারকা সংসদেরা? আজ সায়নী ঘোষ (Saayoni Ghosh) নিজের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করে লিখেছেন, 'আরজি করের ঘটনা গায়ে কাঁটা দেওয়ার মতো। এই ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। আশা করব CBI -এই মামলার সঠিক বিচার করবে, নির্যাতিতা যেন সঠিক বিচার পান।'


 






 


আজ সোশ্যাল মিডিয়ায় মহুয়া মৈত্র (Mahua Maitra) লিখেছেন, 'আরজি করের ঘটনা আমাদের ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। শিহরিত করেছে। এই ঘটনার তদন্ত ভীষণ তাড়াতাড়ি আর স্বচ্ছভাবে হওয়া উচিত। নির্যাতিতার পরিবারের জন্য প্রার্থনা।'


 






সোশ্যাল মিডিয়ায় জুন মালিয়া পোস্ট করে লিখেছেন, 'এটা কোনও রাজনীতি বা রাজনৈতিক দলের ব্যাপার নয়। এটা একটি পুরুষ শাসিত সমাজে নারী স্বাধীনতার কথা বলে। আমাদের আরজি করের চূড়ান্ত নিন্দনীয় ঘটনার এক হয়ে প্রতিবাদ করা উচিত। আমি একজন নারী। আমি একজন মা। আমি চিরকাল কর্মক্ষেত্রে যৌন হেনস্থা থেকে শুরু করে গার্হস্থ হিংসার বিপক্ষে গিয়ে সরব হয়েছি। আমি অস্বীকার করতে পারি না, আমরা আজও একটা পিতৃতান্দ্রিক সমাজে বসবাস করছি।'


 



 


আরও পড়ুন: Parineeti-Ayushman on RG Kar Issue: 'চিকিৎসকের মৃত্যু নয়, একটা দেশের আশার মৃত্যু', আরজি কর কাণ্ডে সরব পরিণীতি-আয়ুষ্মান


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।