কলকাতা: জাতীয় পুরস্কার পাওয়ার পরে কি ভাগ্য ফিরল 'কালকক্ষ'-র? আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পাল- পরিচালিত কালকক্ষ-হাউজ অফ টাইম (Kalkokkhyo-House of Time)। এই ছবি মুক্তি পেয়েছিল ২০২২ সালের ১৯ অগাস্ট। তবে বক্সঅফিসে প্রভাব ফেলতে পারেনি এই ছবি, এমনকি খুব অল্প সময়ে বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে এই ছবি সরিয়ে দিতেও বাধ্য হয়েছিলেন নির্মাতারা। আজ, এই ছবির ফের মুক্তির খবরে, মুখে হাসি ফুটল পরিচালক, প্রযোজক ও অভিনেতা অভিনেত্রীদের। 


'কালকক্ষ'- প্রযোজনা করেছিল অরোরা ফিল্মস। আজ, প্রযোজক এবিপি লাইভকে (ABP Live)-কে বললেন, 'আমি সবসময় চেষ্টা করি নতুনদের সুযোগ করে দিতে। শর্মিষ্ঠা আর রাজদীপ যখন এই ছবির চিত্রনাট্য আমায় শুনিয়েছিল, ১৫ মিনিটের মধ্যে রাজি হয়ে গিয়েছিলাম। তবে ছবি মুক্তির সময় আমায় শুনতে হয়েছিল, 'এই ছবিতে কোনও পরিচিত অভিনেতা-অভিনেত্রীদের মুখ বা নামকরা পরিচালক নেই। ফলে ছবিটা সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করতে পারব না। খুব অবাক হয়েছিলাম, মনে হয়েছিল নতুন কাজ কী তবে হবে না? প্রেক্ষাগৃহের নির্মাতাদের বলেছিলাম, এই ছবিটি যে সরিয়ে দিচ্ছেন, যদি এই ছবিই জাতীয় পুরস্কার পায়? ওঁরা বলেছিলেন, তখন সব ছবি সরিয়ে আপনাদের ছবি চালাব। ছবিটা জাতীয় চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার বাংলা ছবির শিরোপা পেয়েছে। কালকক্ষ নিয়ে চর্চার কারণেই আবার মুক্তির সিদ্ধান্ত নেওয়া। আশা করি এবার ছবিটা দেখতে আরও বেশি মানুষ আসবেন।'


ছবির পরিচালাকদ্বয়, রাজদীপ ও শর্মিষ্ঠা বলছেন, 'ছবিটা তো আমরা তৈরি করেই মুক্তি করে দিইনি। একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটা মুক্তির পরে তবে প্রেক্ষাগৃহে এসেছিল। যে সমস্ত মানুষ ছবিটা দেখেছেন, প্রত্যেকে ভূয়সী প্রশংসা করেছেন। তবে কালকক্ষ এমন ছবি নয় যেটা শুক্রবারই বেরল আর রবিবার তার বক্সঅফিসের হিসেব করা হবে। ছবির মুখে মুখে প্রচার হচ্ছিল, কিন্তু ইতিমধ্যেই প্রথমে একাধিক প্রেক্ষাগৃহে ছবির শো-টাইম বদলে গেল বা সরিয়ে দেওয়া হল। ভীষণ খারাপলাগা কাজ করেছিল। তবে জাতীয় পুরস্কার পাওয়ার পরে, যখন ছবিটি চর্চায়, তখন বহু মানুষ চাইছেন ছবিটি দেখতে। তাঁদের জন্যই আবার ছবিটি প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার ভাবনা। পরবর্তীকালে হয়তো ওটিটি প্ল্যাটফর্মেও আসবে।'


টলিউড কী বলছে 'কালকক্ষ'-র সাফল্য নিয়ে? প্রযোজক বলছেন, 'টলিউডের সবাই খুব খুশি। দীর্ঘদিন ধরে কাজ করছি বলে সবার সঙ্গে ভীষণ ভাল সম্পর্ক আমার। ফোন করে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়েছেন।' তবে অন্য সুর শোনা গেল পরিচালকদ্বয়ের গলায়। তাঁরা বললেন, 'টলিউডে আমাদের যে বন্ধুবান্ধবেরা রয়েছেন, তাঁরা শুভেচ্ছা জানিয়েছেন। তবে টলিউডে যাঁদের তথাকথিত প্রথম সারির পরিচিত মুখ বলে মানুষ ভাবেন, তাঁদের তরফ থেকে কোনও শুভেচ্ছাবার্তা পাইনি।'


আরও পড়ুন: Jawan Trailer: কবে আসছে 'জওয়ান'- এর ট্রেলার? চড়ছে উন্মাদনার পারদ