নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত জিএসটি-তে চলচ্চিত্র শিল্পের উপর ২৮ শতাংশ কর চাপানোর তীব্র বিরোধিতা করলেন কমল হাসান। এই বিখ্যাত অভিনেতার দাবি, এর ফলে আঞ্চলিক ছবির সর্বনাশ হয়ে যাবে। কেন্দ্রীয় সরকার কর প্রত্যাহার না করলে ছবিতে অভিনয় ছাড়ার হুমকি দিয়েছেন তিনি।

সাউথ ইন্ডিয়ান ফিল্ম চেম্বার অফ কমার্স আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কমল বলেছেন, ‘ছবিকে কীভাবে ক্ষতিকারক বলা যায়? ছবির উপর কেন সর্বোচ্চ হারে কর চাপানো হচ্ছে? এছাড়াও আমাকে আয়কর দিতে হবে। আমি এটাকে শাস্তি হিসেবেই দেখছি। এই অবস্থা বজায় থাকলে আমি ছবিতে অভিনয় ছাড়তে বাধ্য হব।’

ইউরোপের উদাহরণ দিয়ে কমল বলেছেন, স্পেন, ফ্রান্স, ইতালির মতো দেশগুলিতে ছবির উপর এই ধরনের কর চাপানো হয়েছিল। এর ফলে হলিউড ওই দেশগুলির চলচ্চিত্র শিল্পকে ধ্বংস করে দিয়েছে। ভারতেও জিএসটি আঞ্চলিক ছবিকে হত্যা করবে। আঞ্চলিক ছবি ভারতীয় চলচ্চিত্রের শক্তি ও গর্ব। বৈচিত্র্যের কারণেই ভারত শক্তশালী দেশ। করের মাধ্যমে আঞ্চলিক ছবির উপর চাপ সৃষ্টি করা উচিত নয়। আঞ্চলিক ছবিগুলির বাজেট কম হয়। তাই ২৮ শতাংশের বদলে চলচ্চিত্রের উপর ১৮ শতাংশ কর চালু করা উচিত। কপিরাইট বিক্রির উপর প্রস্তাবিত কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা উচিত। শিল্পী এবং কলাকুশলীদের উপর কর ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা উচিত।