কলকাতা: সদ্য মধুচন্দ্রিমা সেরে ফিরেছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। আর আজ, রথের দিন বাড়িতেই পুজোর আয়োজন করলেন এই তারকা জুটি। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহকে রথে বসিয়ে ঘরের মধ্যে রথ টানা হল। শ্রীময়ী-কাঞ্চনের বাড়িতে বিভিন্ন পুজোরই চল রয়েছে। তাঁদের বাড়িতে নারায়ণ পুজো থেকে শুরু করে লোকনাথ আরাধনা... সমস্ত কিছুরই আয়োজন হয়।
সদ্য কাঞ্চনের সঙ্গে মলদ্বীপে গিয়েছিলেন শ্রীময়ী। কাজের চাপে বিয়ের পরে মধুচন্দ্রিমায় যেতে পারেননি কাঞ্চন-শ্রীময়ী। আসলে সেই সময়ে কাঞ্চন মল্লিক ব্যস্ত ছিলেন সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র নতুন ছবি 'সত্যি বলে সত্যি কিছু নেই'-এর শ্যুটিংয়ে। এর আগে শ্রীময়ী ধারাবাহিকের শ্যুটিং করলেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। গরমে অসুস্থ হয়ে পড়ার পরে বাড়িতেই বিশ্রামে ছিলেন অভিনেত্রী। তবে সেই সময়ে ব্যস্ত ছিলেন কাঞ্চন।
জামাইষষ্ঠীর দিনেও শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন কাঞ্চন। তাই প্রথম জামাইষষ্ঠীতে থাকা হয়নি কাঞ্চনের। অনেকটা রাতে ফেরেন তিনি। তারপরে, রাতে শ্রীময়ীর বাড়িতে নিমন্ত্রণরক্ষা করতে যান কাঞ্চন। আয়োজনে খামতি ছিল না কিছুই। তবে সেই সময়ে, শ্রীময়ী এবিপি লাইভকে ফোনে শ্রীময়ী অভিযোগ করেছিলেন কাঞ্চনের ব্যস্ত থাকা নিয়ে। শ্রীময়ী সেই সময়ে বলেছিলেন, ‘কাঞ্চন নতুন ছবির কাজে হাত দিয়েছে, ফলে কিছু বলতেও পারছি না। ওও ভীষণ সিরিয়াস কাজ নিয়ে। আমায় আগেই বলে দিয়েছিল, জামাইষষ্ঠী বলে ছুটি চাইতে পারবে না। আমিও তো একই পেশায় আছি.. এই সমস্যাগুলো বুঝি। তাই কাঞ্চনের ওপর রাগ হয়নি। আর ও (কাঞ্চন) তো এমনই কাজ-পাগল। এই ব্যস্ততায় এখনও পর্যন্ত মধুচন্দ্রিমাতেও যেতে পারলাম না।'
এরপরে অবশ্য পরিবারের সকলে মিলে সমুদ্রের ধারে ঘুরতে গিয়েছিলেন কাঞ্চন-শ্রীময়ীরা। তবে এরপরে, একেবারে মলদ্বীপে মধুচন্দ্রিমা করতে গিয়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। সেখানে বেশ কয়েকটা দিন কাটিয়ে ফিরে এসেছেন কাঞ্চন-শ্রীময়ী। আর আজ, বাড়িতেই পুজোর আয়োজন করেছিলেন কাঞ্চন-শ্রীময়ী।সোশ্যাল মিডিয়ায় সেই রথ টানার ছবিও শেয়ার করে নিয়েছেন শ্রীময়ী।
আরও পড়ুন: Kanchan-Sreemoyee: 'আমার জীবনে ওঁর অবদান অতুলনীয়', কাঞ্চন নয়, কার কথা লিখলেন শ্রীময়ী?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।