Kanchan Mallick: 'বাবা হওয়ার সুযোগ হয়তো দিয়েছেন ঈশ্বর, কিন্তু কৃষভিকে নিজের হাতে বড় করার সুযোগ পেয়েছি', মেয়ের জন্মদিনে খোলা চিঠি কাঞ্চনের
Kanchan Mallick and Sreemoyee Chottoraj: শ্রীময়ী আর কাঞ্চন যে বাবা মা হচ্ছেন, সেই কথা তাঁরা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেননি। খবর দিয়েছিলেন, একেবারে কন্যাসন্তান হওয়ার পরে

কলকাতা: ১ বছর আগে, এই দিনটাতেই কোলে এসেছিল ছোট্ট কৃষভি.. একটা দিনেই যেন জীবনটা বদলে গিয়েছিল তাঁদের। নতুন দায়িত্ব, নতুন ভূমিকা.. সব মিলিয়ে যেন শুরু হয়েছিল একটা নতুন সফর। পায়ে পায়ে, ১ বছর পেরিয়েও গেল সেই সফরের। আজকের দিনেই কোল আলো করে এসেছিল ছোট্ট কৃষভি। মা হওয়ার ১ বছর পার করলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। বাবা কাঞ্চন মল্লিক, মেয়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন, মেয়ে আর শ্রীময়ীর একগুচ্ছ না দেখা ছবি।
শ্রীময়ী আর কাঞ্চন যে বাবা মা হচ্ছেন, সেই কথা তাঁরা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেননি। খবর দিয়েছিলেন, একেবারে কন্যাসন্তান হওয়ার পরে। জন্মের পরেই মেয়ের নাম রেখেছিলেন কাঞ্চন আর শ্রীময়ী। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গেই প্রকাশ করেছিলেন মেয়ে হওয়ার খবর আর তার নাম। সেই ছোট্ট কৃষভিই পার করে ফেলল ১ বছর। হাসপাতালের যে ছবি প্রকাশ্যে আনেননি কাঞ্চন আর শ্রীময়ী, সেই ছবিই এবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনলেন কাঞ্চন.. সঙ্গে লিখলেন লম্বা চিঠি। তাঁর 'সোনা মা'-কে।
সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন লিখেছেন, 'শুভ জন্মদিন আমার সোনা মা। আমি আমার মাকে হারিয়েছি গত চার বছর আগে, কিন্তু গত বছর আমি আমার মাকে ফিরে পেয়েছি কৃষভির মধ্যে। ঈশ্বর আমাকে বাবা হওয়ার সুযোগ হয়ত দিয়েছে, কিন্তু কৃষভি আসার পর নিজের হাতে করে বড় করার সুযোগ পেয়েছি নিজের সন্তানকে। চোখের সামনে দেখলাম একদিন থেকে কিভাবে এক বছর হয়ে গেল আমার মেয়ের। কিভাবে এক একটা দিন করে বেড়ে উঠল ছোট প্রাণটা, এই অনুভূতিটা হয়তো বলে শেয়ার করতে পারব না। আমি চাইব, আমরা হয়তো ওর সব ইচ্ছে পূরণ করতে পারব না, কিন্তু ঈশ্বর যেন ওর সমস্ত ইচ্ছা পূরণ করে, আমার ও শ্রীময়ীর ওকে ঘিরে কোন চাহিদা নেই। ওর ওপর কিছু জোর করে চাপিয়ে দেওয়ার নেই,শুধু একটাই চাহিদাও যেন মাথা উঁচু করে, মেরুদন্ড সোজা রেখে মানুষের মতো মানুষ হয়। এবং বর্তমান সমাজে দাঁড়িয়ে জীবনের কঠিনতম পরিস্থিতি যেন মোকাবিলা করার ক্ষমতা ঈশ্বর ওকে দেন।'
সোশ্যাল মিডিয়ায়, একরত্তিকে কোলে নিয়ে অনেক অদেখা ছবি শেয়ার করে নিয়েছেন শ্রীময়ীও। তাঁর মাতৃত্বেরও এক বছর পূর্তি। শ্রীময়ী আজকের দিনে মেয়ের জন্য রান্না করবেন, বাড়িতেই পালন করবেন বিশেষ দিনটা।






















