কলকাতা: রীতি মেনে সাতপাক, সিঁদুরদান। আর এবার, বৌভাতের পরেরদিন সকালে ভাত-কাপড়ের রীতি পালন করলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন সেই ছবি। তৃণমূলের বিধায়ক অভিনেতা তো শ্রীময়ীর ভাত-কাপড়ের দায়িত্ব নিলেন, তবে তাঁকে নতুন কী কথা দিলেন শ্রীময়ী? 


সোশ্যাল মিডিয়ায় আজ যে ছবি শেয়ার করে নিয়েছেন শ্রীময়ী ও কাঞ্চন, সেখানে দুজনের পোশাকেই দেখা গেল রঙমিলান্তি। লাল পোশাকে সেজেছিলেন দুজনেই। কাঞ্চন পরেছিলেন লাল পাঞ্জাবি। অন্যদিকে শ্রীময়ী বলেছিলেন সোনালি পাড়ের লাল শাড়ি। তৃণমূলের বিধায়ক-অভিনেতা শ্রীময়ীর হাতে তুলে দেন ভাতের থালা। অন্যদিকে, খেতে বসে শ্রীময়ী নিজের হাতেই খাইয়ে দেন কাঞ্চনকে। 


শ্রীময়ী সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে শ্রীময়ী লিখেছেন, ভাত-কাপড়ের দায়িত্ব নিল বর। আর আমি নিলাম বরকে ভাত খাওয়ানোর দায়িত্ব।' যখন কাঞ্চন প্রথামাফিক বলছেন যে আমি ভাতকাপড়ের দায়িত্ব নিলাম, তখন শ্রীময়ী অবাক চোখে তাকিয়ে ছিলেন কাঞ্চনের দিকে। সেই তাকানোয় মুগ্ধতা। তাঁর যেন স্বপ্নপূরণ হচ্ছে।


লাল বেনারসি পরে একেবারে সাবেকি সমস্ত রীতিনীতি মেনেই বিয়ে করেছেন শ্রীময়ী। গায়ে হলুদ থেকে শুরু করে সিঁদুরদান, সমস্ত কিছুই পালন করেছেন শ্রীময়ী ও কাঞ্চন। বাসররাতেও জমিয়ে আনন্দ করেছেন তাঁরা। কখনও 'বোলে চুড়িয়া' আবার কখনও 'প্রীটি ওম্যান'-এর তালে তাল মিলিয়েছিলেন শ্রীময়ী। পরেরদিন নিয়ম মেনে শ্বশুরবাড়িও আসেন শ্রীময়ী।


এবিপি লাইভকে শ্রীময়ী বলেছিলেন, তিনি সমস্ত নিয়মকানুন মেনেই চলতে চান। আর তাই, কালরাত্রির দিন আলাদা ছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। পাশাপাশি বসেই তাঁরা ভিডিও কল করেছেন একে অপরকে। শ্রীময়ীর সঙ্গে বাড়িতে কাঞ্চনের বাড়িতে এসেছিলেন তাঁর পরিবারের মানুষও। সবার সঙ্গে গল্প-আড্ডা দিয়েই কেটে গিয়েছে সন্ধে থেকে রাত্রি। সকাল হলেই শ্রীময়ী আর কাঞ্চন সাজলেন লাল পোশাকে। আজই বৌভাতের সব রীতিমীতি পালন করা হবে। ৬ তারিখ হবে রিসেপশন। 


 






আরও পড়ুন: Dev on Khadaan: আসানসোলের 'খাদান'-এ দেব, লুক বদলে অভিনেতাকে চেনাই দায়!


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।